পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

সূর্য রহস্য অনুসন্ধানে ESA-ইসরোর proba-3 মিশন - PROBA 3 MISSION

ISRO পোলার স্যাটলাইট লঞ্চ ভেহিকেল C59 -এ ইউরোপিয়ান স্পেস এজেন্সির সহযোগিতায় সৌর মিশন প্রোবা-3 প্রস্তুতি শুরু করেছে ।

proba-3
ISRO প্রোবা 3 মিশন চালু করতে প্রস্তুত (ছবি ইসরো)

By ETV Bharat Tech Team

Published : Dec 3, 2024, 12:22 PM IST

হায়দরাবাদ:সূর্য রহস্য ভেদে অভিযান শুরু ইসরো তথা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের ৷ বুধবার 4 ডিসেম্বর আনুমানিক বিকেল 4টে 8 মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ইসরো এবং ইউরোপিয় মহাকাশ গবেষণা সংস্থা যৌথ উদ্যোগে PSLV-C59 (পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল) থেকে উৎক্ষেপণ করা হবে ৷ এটি ইউরোপিয় স্পেস এজেন্সি (ESA) তৃতীয় মহাকাশ যান ৷ এর আগে 2001 সালে ESA-এর Proba-1 ও 2029 সালে Proba 2 লঞ্চ হয়েছিল ৷

Proba-3 হল ইউরোপীয় স্পেস এজেন্সির একটি ইন-অরবিট ডেমোনস্ট্রেশন মিশন ৷ এটির লক্ষ্য হল প্রথমবারের মতো "নির্ভুল ফর্মেশন ফ্লাইং" ৷ এই স্যাটেলাইট-এ রয়েছে দু‘টি ছোট উপগ্রহ ৷ একটি নির্দিষ্ট কক্ষপথে গিয়ে দু’টি স্যাটেলাইট পৃথক হয়ে যাবে, সেখান থেকে সূর্যের করোনাগ্রাফ সংগ্রহ ও সূর্য গ্রহণ সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করবে ৷

ESA এর Proba-3 মিশন

Proba-3 ইউরোপীয় মহাকাশ সংস্থা নতুন সৌর মিশন। 200 মিলিয়ন ইউরো খরচে এই মিশন ৷ 19.7 ঘণ্টায় 600 x 60,530 কিমি কক্ষপথে অতিক্রম করে এর লক্ষ্যে পৌঁছবে ৷ এতে থাকা 550 কেজি ওজনের দু’টি স্যাটেলাইট অকল্টার (240 কেজি) ও করোনাগ্রাফ (310 কেজি) ৷ সূর্যের করোনার বিশদ চিত্রগুলি ক্যাপচার করবে এই দুই স্যাটেলাইট ৷ স্যাটেলাইটগুলি সুনির্দিষ্ট গঠন বজায় রাখবে, 150 মিটার দূরে সরে যাবে । অকালটার সূর্যের আলোকে আটকানোর চেষ্টা করবে, অর্থাৎ কৃত্রিমভাবে সূর্যগ্রহণ সৃষ্টি করে করোনা পর্যবেক্ষণ ও ছবি তুলতে সক্ষম ৷

একটি অনন্য সৌর করোনাগ্রাফ

করোনাগ্রাফ এবং অকাল্টার একটি সৌর করোনাগ্রাফ তৈরি করবে ৷ করোনাগ্রাফ একটি বিশেষ যন্ত্র যা সূর্যের বায়ুমণ্ডলের বাইরের অংশকে পর্যবেক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে ৷ যাকে বলা হয় করোনা। এই অংশের তাপমাত্রা 2 মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট থাকে ৷ ফলে এটি কোনও প্রাণের মাধ্যমে পর্যবেক্ষণ করা বেশ কঠিন । যা সূর্যের রহস্য উদঘাটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ মহাকাশের আবহাওয়া থেকে শুরু করে সৌর ঝড় এবং বায়ুমণ্ডল সম্পর্কে রহস্য ভেদ প্রধান উদ্দেশ্য এই মিশনের ৷

প্রোবা-৩ তিনটি যন্ত্র বহন করবে:

সূর্যের করোনা এবং সংশ্লিষ্ট আবহাওয়া অধ্যয়নের জন্যproba-3 তে তিনটি বিশেষ যন্ত্র আছে ৷ একটি ASPICS (অ্যাসোসিয়েশন অফ স্পেসক্রাফ্ট ফর পোলারিমেট্রিক অ্যান্ড ইমেজিং ইনভেস্টিগেশন অব দ্য করোনা) সূর্যের আলোকে 1.4-মিটার ডিস্কের মাধ্যমে বাধা সৃষ্টি করবে ৷ সেই সময়ে সূর্যের বাইরের এবং ভিতরের করোনাগ্রাফ পর্যবেক্ষণ করবে। DARA (ডিজিটাল অ্যাবসলিউট রেডিওমিটার) সূর্যের তাপমাত্রা পরিমাপ করবে ৷ 3DEES (3D এনার্জেটিক ইলেকট্রন স্পেকট্রোমিটার) মহাকাশ আবহাওয়ার তথ্যের জন্য পৃথিবীর বিকিরণ বেল্টে ইলেক্ট্রন প্রবাহ পরিমাপ করে মহাকাশের আবহাওয়ার উপর প্রভাব বুঝতে সাহায্য করে।

PSLV-C59 লঞ্চ ভেহিকেল

PSLC-C59-এ থাকা Proba-3 মিশনটি PSLV-এর 61তম ফ্লাইট এবং PSLV-XL কনফিগারেশন ব্যবহার করে 26তম উৎক্ষেপণ । ISRO-র তরফে জাাননো হয়েছে, প্রোবা-3 উৎক্ষেপণ মিশন সূর্যের পরিস্থিতি জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ উৎক্ষেপণের পর, সৌর গবেষণায় অগ্রগতি বাড়াতে আদিত্য L1 এবং Proba-3 উভয়ের ডেটা ব্যবহার করে ESA এর Proba-3 টিমের সঙ্গে গবেষণা করতে পারে ৷

নতুন বছরের শুরুতে সূর্যগ্রহণ, ভারতে দৃশ্যমান হবে কি ?

ABOUT THE AUTHOR

...view details