হায়দরাবাদ:সদ্য ভারতীয় বাজারে লঞ্চ করেছে ইনফিনিক্স জিরো ফ্লিপ স্মার্টফোন ৷ এই প্রথম কোনও সংস্থা এত কম দামে ফোল্ডেবল মোবাইল লঞ্চ করেছে ৷ এটির ভিতরের ডিসপ্লে 6.9 ইঞ্চি ও LTPO AMOLED ৷ 3.64 ইঞ্চি AMOLED কভার ডিসপ্লে রয়েছে। মিডিয়াটেক ডাইমেনশন 8020 চিপসেট থাকা ফোনটির কার্য ক্ষমতা বেড়েছে ৷ Infinix Zero Flip-এ 50-মেগাপিক্সেলের বাইরের ক্যামেরার সেটআপ রয়েছে। এটি অ্যান্ড্রয়েড 14 সাপোর্ট করে ৷ ইনফিনিক্সের তরফে দাবি এটিতে অ্যান্ড্রয়েড ওএস সংস্করণ আপগ্রেড রয়েছে ৷
ইনফিনিক্স জিরো ফ্লিপের স্পেসিফিকেশন এবং ফিচার
অ্যান্ড্রয়েড 14-এ চলে ৷ এতে XOS 14.5 সিস্টেম দেওয়া হয়েছে । হ্যান্ডসেটটিতে UTG অক্ষর, 120Hz রিফ্রেশ রেট এবং 360Hz টাচ স্যাম্পলিং রেট ৷ ভিতরের স্ক্রিন 6.9-ইঞ্চি ফুল-HD+ LTPO AMOLED ৷
বাইরের ডিসপ্লেটি 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট ৷ গরিলা গ্লাস ভিকটাস 2 ও 3.64-ইঞ্চি AMOLED কভার ডিসপ্লে রয়েছে। Infinix মিডিয়াটেক ডাইমেনশন 8200 প্রসেসর-সহ জিরো ফ্লিপ, যা 8GB LPDDR4X RAM এর সঙ্গে যুক্ত। এটিতে 512GB UFS 3.1 স্টোরেজ রয়েছে ৷ প্রয়োজনে স্টোরেজ বাড়ানো যায় ৷