পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

আরও শক্তিশালী প্রতিরক্ষা মন্ত্রক! পরীক্ষায় সফল অত্যাধুনিক 'পিনাকা' - PINAKA WEAPON SYSTEM

ভারতে সফল পিনাকা রকেট লঞ্চারের পরীক্ষামূলক উৎক্ষেপণ ৷ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তত্বাবধানে হয়েছে এই পরীক্ষা ৷

PINAKA WEAPON SYSTEM
পিনাকা সফল পরীক্ষা ভারতে (ডিআরডিও)

By ETV Bharat Tech Team

Published : Nov 15, 2024, 2:07 PM IST

হায়দরাবাদ:দেশের প্রতিরক্ষামন্ত্রকে শক্তিশালী করতে বাজেটে বরাদ্দ বেড়েছে ৷ প্রতিনিয়ত চলছে বিভিন্ন ধরনের পরিক্ষা-নীরিক্ষা ৷ সদ্য DRDO তথা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) রকেট লঞ্চার 'পিনাকা'-র পরীক্ষামূলক উৎক্ষেপন করে ৷ পরীক্ষাটি অস্থায়ী স্টাফ কোয়ালিটিটিভ রিকোয়ারমেন্টস (PSQR) এর অধীনে পরিচালিত হয়েছে । পরীক্ষাটি বিভিন্ন ফায়ারিং রেঞ্জে তিনটি ধাপে সম্পন্ন হয়। রকেট লঞ্চারটির ফায়ারিং ক্ষমতা, নির্ভুলতা এবং স্থিতিশীলতা পরীক্ষা করা হয়।

সফল দেশীয় প্রযুক্তির লং-রেঞ্জ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ

এটি পরীক্ষামূলক উৎক্ষেপণ:ভারতীয় সেনাবাহিনীতে রকেট লঞ্চার 'পিনাকা'-র ব্যবহারের চাহিদা বাড়ছে ৷ সেনাবাহিনীতে ব্যবহারের এটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ডিআরডিও ৷ দেশীয় প্রযুক্তিকে তৈরি পিনাকা হল একটি‘মাল্টি ব্যারেল রকেট লঞ্চার’। DRDO-এর এই পরীক্ষামূলক উৎক্ষেপণে আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ 'পিনাকা'র ব্যবহার প্রতিরক্ষা মন্ত্রককে আরও শক্তিশালী করবে বলেই তিনি আশা করছেন ৷

এই প্রসঙ্গেই, ডিআরডিও প্রধান ড. সমীর ভি. কামাত জানান, রকেট সিস্টেমটি ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার আগে প্রয়োজনীয় সমস্ত ফ্লাইট পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। পিনাকা মাল্টিপল রকেট লঞ্চারটি সম্পূর্ণরূপে ভারতে তৈরি। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট সাহায্য়ে তৈরি করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কলের ফাঁদ! টাকা ফেরত পেলেন বৃদ্ধ

পিনাকা অস্ত্র কী:দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকও আত্মনির্ভর হয়ে উঠছে ৷ একসময়ে অস্ত্রের জন্য বিশ্বের উন্নত ও প্রথম সাররি দেশের উপর নির্ভর করতে হত ভারতকে ৷ বর্তমানে দেশের পরিস্থিতি অনেকটাই বদলেছে ৷ শক্তিশালী হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক ৷ এবার অস্ত্রের তালিকায় যুক্ত হল 'পিনাকা' রকেট লঞ্চার ৷

'পিনাকা'-র আঘাত হানার ক্ষমতা বিস্তীর্ণ এলাকা ধ্বংস করে দিতে পারে ৷ এখন এটি 75 কিলোমিটার দূরেও 25 মিটার ব্যাসার্ধে আঘাত হানতে সক্ষম। এটির গতি প্রতি সেকেন্ডে 1000-1200 মিটার ৷ এক সেকেন্ডে এক কিলোমিটার অতিক্রম করতে পারে। আগে পিনাকার রেঞ্জ ছিল 38 কিলোমিটার, এখন তা বেড়ে 75 কিলোমিটার হয়েছে। নিখুঁত ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ৷ এই মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম পিনাকায় রয়েছে দু’টি প্যাড রয়েছে। যার প্রতিটিতে 6টি করে রকেট রয়েছে। ৪৫ সেকেন্ডের মধ্যে ১২টি রকেট ছুড়তে পারে এই লঞ্চার। এটি সহজেই এক জায়াগা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া যায় ৷

শীঘ্রই হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে চ্যাট মেমরি ফিচার

ABOUT THE AUTHOR

...view details