হায়দরাবাদ:দেশের প্রতিরক্ষামন্ত্রকে শক্তিশালী করতে বাজেটে বরাদ্দ বেড়েছে ৷ প্রতিনিয়ত চলছে বিভিন্ন ধরনের পরিক্ষা-নীরিক্ষা ৷ সদ্য DRDO তথা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) রকেট লঞ্চার 'পিনাকা'-র পরীক্ষামূলক উৎক্ষেপন করে ৷ পরীক্ষাটি অস্থায়ী স্টাফ কোয়ালিটিটিভ রিকোয়ারমেন্টস (PSQR) এর অধীনে পরিচালিত হয়েছে । পরীক্ষাটি বিভিন্ন ফায়ারিং রেঞ্জে তিনটি ধাপে সম্পন্ন হয়। রকেট লঞ্চারটির ফায়ারিং ক্ষমতা, নির্ভুলতা এবং স্থিতিশীলতা পরীক্ষা করা হয়।
এটি পরীক্ষামূলক উৎক্ষেপণ:ভারতীয় সেনাবাহিনীতে রকেট লঞ্চার 'পিনাকা'-র ব্যবহারের চাহিদা বাড়ছে ৷ সেনাবাহিনীতে ব্যবহারের এটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ডিআরডিও ৷ দেশীয় প্রযুক্তিকে তৈরি পিনাকা হল একটি‘মাল্টি ব্যারেল রকেট লঞ্চার’। DRDO-এর এই পরীক্ষামূলক উৎক্ষেপণে আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ 'পিনাকা'র ব্যবহার প্রতিরক্ষা মন্ত্রককে আরও শক্তিশালী করবে বলেই তিনি আশা করছেন ৷
এই প্রসঙ্গেই, ডিআরডিও প্রধান ড. সমীর ভি. কামাত জানান, রকেট সিস্টেমটি ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার আগে প্রয়োজনীয় সমস্ত ফ্লাইট পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। পিনাকা মাল্টিপল রকেট লঞ্চারটি সম্পূর্ণরূপে ভারতে তৈরি। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাব্লিশমেন্ট সাহায্য়ে তৈরি করা হয়েছে।