বালাসোর(ওড়িশা):সফল হল লং-রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের প্রথম ফ্লাইট টেস্ট ৷ মঙ্গলবার ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে এটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ডিআরডিও ৷ এই মিসাইলটি মোবাইল আর্টিকুলেটেড লঞ্চার থেকে উৎক্ষেপণ করা হয় ৷ পরীক্ষার সময় সমস্ত সাব-সিস্টেম স্বাভাবিক ও সফল ভাবে কাজ করেছে ৷ তাই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রাথমিক উদ্দেশ্য পূরণ হয়েছে ৷
আইআইটি-ইসরোর যৌথ উদ্যোগে চালু 'সেন্টার অফ অ্যাক্সিলেন্স'
সেখানেই দেখা গিয়েছে, ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলক উৎক্ষেপণের পর নির্দিষ্ট পথে এগিয়ে গিয়েছে ৷ ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণের সময় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ সেন্টার থেকে রেডার, ইলেক্ট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে নজর রাখা হয়েছিল ৷ এই ফ্লাইট টেস্টটি ডিআরডিওর বিভিন্ন ল্যাবরেটরি, ভারতীয় নৌবাহিনী, ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতে সম্পন্ন হয়, যারা এই মিসাইল ব্যবস্থার ব্যবহারকারী।
প্রেসিডেন্ট নির্বাচনে ভোট মহাকাশে ! ব্যালট পাঠাবেন সুনীতারা
লং-রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলে উন্নতমানের অ্যাভিওনিক্স এবং অত্যাধুনিক সফটওয়্যার রয়েছে ৷ উন্নত ও অত্য়াধুনিক সফটওয়্যার ব্যবহারের ফলে এটির কার্যক্ষমতা অত্যন্ত শক্তিশালী ৷ নতুন LRLACM মিসাইলটি বেঙ্গালুরুর অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট (ADE) ও ডিআরডিওর ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে ৷ মিসাইলের উন্নয়ন ও ইন্টিগ্রেশনের জন্য ব়্যাডি ডিফেন্স লিমিটেড, হায়দরাবাদ ও বেঙ্গালুরুর দু’টি সংস্থা ও ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) মিসাইলের উন্নয়ন-কাম-প্রোডাকশন পার্টনার হিসেবে কাজ করছে।
সাবধান! জলে বাস করে ভূত হাঙর, চোখ দিয়ে শিকার ধরে
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সফল প্রথম ফ্লাইট টেস্টের জন্য DRDO, সশস্ত্র বাহিনী এবং উৎক্ষেপণের সঙ্গে জড়িত সংস্থার প্রশংসা করেছেন। তিনি বলেন, "এটি ভবিষ্যতে দেশিয় ক্রুজ মিসাইলের উন্নয়ন কর্মসূচির পথ প্রশস্ত করছে ৷ এটি ভারতীয় মিসাইল প্রযুক্তি এবং প্রতিরক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ৷ ক্রুজ মিসাইল উন্নয়ন প্রকল্পের জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে কাজ করবে।" সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স R&D এবং চেয়ারম্যান DRDO ডঃ সমীর ভি কামাত LRLACM-এর সফল উৎক্ষেপণের জন্য অভিনন্দন জানিয়েছেন। দেশের প্রতিরক্ষা শক্তিকে আরও শক্তিশালী করবে বলেও আশা প্রকাশ করেছেন ৷
ডিসপ্লেতে গ্রিন লাইন, বিনামূল্য়ে সার্ভিসিংয়ের সুযোগ OnePlus-এর