পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

হোয়াটসঅ্যাপে নতুন, এবার সরাসরি শেয়ার করা যাবে স্টিকার প্যাক - WHATSAPP STICKER PACK

হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে নতুন StKicker শেয়ারিং ফিচার ৷ iOS এবং Android উভয় ক্ষেত্রেই এই স্টিকার ব্যবহার করা যাবে ৷

WHATSAPP STICKER PACK
হোয়াটসঅ্যাপ (গেটি ইমেজ)

By ETV Bharat Tech Team

Published : Dec 2, 2024, 12:50 PM IST

হায়দরাবাদ:জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যোগ হল আরও এক চমকপ্রদ ফিচার । এবার থেকে ব্যবহারকারীরা সহজেই এই স্টিকার প্যাক সরাসরি শেয়ার করতে পারবেন। এই নতুন ফিচারটি iOS এবং Android দু’টি ক্ষেত্রেই উপলব্ধ হবে। বর্তমানে এই ফিচারটি টেস্টিং পর্যায়ে রয়েছে ৷ তাই যাঁরা হোয়াটসঅ্যাপের সর্বশেষ বিটা সংস্করণ ব্যবহার করছেন তাঁরাই এটি ব্যবহার করতে পারবেন ৷

হোয়াটসঅ্যাপের দেওয়া তথ্য অনুসারে, যে সমস্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারী গুগল প্লে-স্টোর থেকে হোয়াটসঅ্যাপ বিটা সংস্করণ (2.24.25.2) আপডেট করেছেন তাঁরা এটি ব্যবহার করতে পারবেন ৷ iOS ব্যবহারকারীরা কয়েকদিন পর থেকে এই সুবিধা পাবেন ৷ যে সকল ব্যবহারকারী ইতিমধ্যেই স্টিকার প্যাক ইনস্টলের সুযোগ পেয়েছেন তাঁরা মোবাইলেও এটি ইনস্টল করতে পারবেন।

নতুন এই ফিচার পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও, হোয়াটসঅ্যাপের বিটা সংস্করণ ব্যবহারকারীরা বর্তমানে এই স্টিকার প্যাক শেয়ার করতে পারবেন। প্রসঙ্গত, একটি লিঙ্কের মাধ্যমে WhatsApp Stkicker ভাগ করে নেওয়ার সুবিধা রয়েছে ৷ শীঘ্রই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও এই নতুন স্টিকার ফিচার ব্যবহার করতে পারবেন ৷

এবার জেনে নেওয়া যাক, যাঁদের কাছে ইতিমধ্যেই হোয়াটঅ্যাপের নতুন স্টিকার ফিচারটি উপলব্ধ তাঁরা কিভাবে এটার ব্যবহার করবেন ৷

  • হোয়াটসঅ্যাপে ইনস্টল করা স্টিকার প্যাকগুলি ব্রাউজ করার সময় বিটা সংস্করণ (2.24.25.2) ব্যবহারকারীরা সেখানে তিনটি অপশন পাবেন
  • এবার সেখানে ট্যাপ করলেই আরও দু’টি বিকল্প অপশন আসবে ৷ একটি 'পাঠানোর' এবং অন্যটি 'রিমুভ' করার
  • ব্যবহারকারীরা যে স্টিকার প্যাক শেয়ার করতে চান, WhatsApp সেই স্টিকার প্যাকের লিঙ্ক তৈরি করবে
  • এরপর 'পাঠানো (SEND)' অপশনে ক্লিক করতে হবে, যার সঙ্গে শেয়ার করতে চান তাকে সিলেক্ট করে
  • তবে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে চলে যাবে স্টিকারটি

ইনস্টাগ্রামে শেয়ার করা যাবে লাইভ লোকেশন ও ডাকনাম

ABOUT THE AUTHOR

...view details