পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / technology

লঞ্চ হল 2025 BMW M5, গাড়ির দাম শুনে ভিরমি খেতে পারেন যে কেউ - BMW M5 LAUNCHED IN INDIA

ভারতীয় বাজারে লঞ্চ হল দু‘কোটির 2025 BMW M5 ৷ স্পোর্টস সেডান মডেলের এই গাড়ি ঘণ্টায় অতিক্রম করতে পারে 100 কিলোমিটার ৷

New BMW M5 launched in India
ভারতে লঞ্চ করল 2025 BMW M5 (ছবি BMW India)

By ETV Bharat Tech Team

Published : Nov 23, 2024, 2:11 PM IST

হায়দরাবাদ:জার্মানির গাড়ি প্রস্তুতকারক সংস্থা BMW ভারতে তাদের নতুন M5 সেডান স্পোর্টস মডেল লঞ্চ করেছে । দাম শুরু হচ্ছে 1.99 কোটি টাকা (এক্স-শোরুম)। বিদেশ থেকে আমদিনি করে এই গাড়িটি ভারতীয় বাজারে বিক্রি করা হবে ৷ তাই ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে বিদেশি এই গাড়িটি ৷ মাত্র 3.5 সেকেন্ডে 0-100 কিমি প্রতি ঘণ্টা গতিবেগ সেডান স্পোর্টস গাড়িটির ৷ এখানেই শেষ নয়, রয়েছে আরও নানা ধরনের বিশেষত্ব ৷ এবার জেনে নেওয়া যাক 2025 BMW M5- এ আর কি নতুন ফিচার রয়েছে ৷

উৎসবে রেকর্ড মাহিন্দ্রা থরের, অক্টোবরে বিক্রি 2 লক্ষ ইউনিট

2025 BMW M5-এর ইঞ্জিন ও পারর্ফম্যান্স

জার্মান সংস্থার তৈরি এই গাড়ির ইঞ্জিন যে অত্যাধুনিক হবে তা বলার অপেক্ষা রাখে না ৷ BMW M5-এ রয়েছে 4.4-লিটার, টুইন-টার্বো V8 ইঞ্জিন ৷ যেটি উন্নতমানের ইলেকট্রোফায়েড ৷ BMW M5-এর অত্যাধুনিক ইঞ্জিন 585bhp শক্তি এবং 750Nm টর্ক উত্পাদন করতে পারে । এটিতে রয়েছে 18.6kW ব্যাটারি প্যাক ৷ এটি বৈদ্যুতিক মোটরের সঙ্গে যুক্ত, যেটি 197bhp শক্তি এবং 280Nm টর্ক উৎপন্ন করতে পারে। 8-স্পীড স্বয়ংক্রিয় গিয়ারবক্স রয়েছে ৷

বর্ষশেষের আগে বাজার দখলে সামিল TVS Apache RTR 160 4V

2025 BMW M5-এর বাইরের ডিজাইন

নতুন BMW M5-এ বাইরের ডিজাইন আগের থেকে অনেকটাই আকর্ষণীয় ৷ রয়েছে এলইডি হেডল্যাম্প থেকে শুরু করে কালো সিগনেচার গ্রিল ৷ গাড়িটির লুকে আভিজাত্য আনতে সামনের লিপ স্পয়লার-সহ বাম্পারগুলিকেও শক্তিশালী করা হয়েছে ৷ সেইসঙ্গে পাশের অংশটি আরও ইম্পোজিং লুকের জন্য নতুন ডিজাইন করা হয়েছে। গাড়ির প্রস্থ সামনের দিকে 76 মিমি এবং পিছনের দিকে 48 মিমি বৃদ্ধি করা হয়েছে । 20 ইঞ্চি সামনের এবং 21 ইঞ্চি পিছনের এম লাইট অ্যালয় হুইল ও উচ্চক্ষমতা সম্পন্ন টায়ার ব্যবহার করা হয়েছে।

ভারতীয় বাজারে লঞ্চ করল Kawasaki Ninja ZX4RR, দাম কত ?

প্রিমিয়াম ইন্টেরিয়র লুক

BMW M5 ইন্টেরিয়র ডিজাইন (ছবি BMW India)

BMW M5 গাড়ির অভ্যন্তরীণ ডিজাইনেও পিছিয়ে নেই ৷ এতে রয়েছে থ্রি-স্পোক ফ্ল্যাট-বটম লেদার স্টিয়ারিং হুইল, কভার ডিসপ্লে, এম-স্পেক মাল্টিফাংশন সিট। এছাড়াও 18-স্পীকার B&W মিউজিক সিস্টেম, ট্র্যাক মোড এবং অন্যান্য অনেক বৈশিষ্ট্য রয়েছে। এটি অ্যাডাপটিভ সাসপেনশন, BMW 8.5 OS, লাইভ ককপিট প্রফেশনাল এবং ADAS স্যুট যোগ করা হয়েছে।

বড়দিনের আগে বাজারে আসছে Honda Amaze-এর ফেসলিফট মডেল

কলার অপশন

BMW M5 একটি আর্কটিক হ্যাবিট্যাট নন-মেটালিক পেইন্ট স্কিমে বেশ কয়েকটি ধাতব রঙের বিকল্পের লঞ্চ করা হয়েছে । যার মধ্যে আছে ব্ল্যাক স্যাফায়ার, সোফিস্টো গ্রে, ব্রুকলিন গ্রে, ফায়ার রেড, কার্বন ব্ল্যাক, আইল অফ ম্যান গ্রিন, স্টর্ম বে, মেরিনা বে ব্লু এবং ফ্রোজেন ডিপ গ্রে ৷

2025 BMW M5-এর নিরাপত্তা

জার্মান প্রযুক্তির এই গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি নিরাপত্তার ব্যাপারে কোনও খামতি রাখেনি ৷ নিরাপত্তার জন্য রয়েছে পার্কিং অ্যাসিস্ট্যান্ট প্লাস, সারাউন্ড ভিউ ক্যামেরা এবং রিভার্সিং অ্যাসিস্ট্যান্ট। অপশনাল ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট প্রফেশনাল ফিচারে রয়েছে অ্যাকটিভ ক্রুজ কন্ট্রোল, স্টিয়ারিং এবং লেন কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট ও ক্রস ট্রাফিক ওয়ার্নিং।

গাড়ি প্রেমীদের জন্য় চারটি ভ্যারিয়েন্টে 2025 Jeep Meridian

ABOUT THE AUTHOR

...view details