হায়দরাবাদ:জার্মানির গাড়ি প্রস্তুতকারক সংস্থা BMW ভারতে তাদের নতুন M5 সেডান স্পোর্টস মডেল লঞ্চ করেছে । দাম শুরু হচ্ছে 1.99 কোটি টাকা (এক্স-শোরুম)। বিদেশ থেকে আমদিনি করে এই গাড়িটি ভারতীয় বাজারে বিক্রি করা হবে ৷ তাই ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে বিদেশি এই গাড়িটি ৷ মাত্র 3.5 সেকেন্ডে 0-100 কিমি প্রতি ঘণ্টা গতিবেগ সেডান স্পোর্টস গাড়িটির ৷ এখানেই শেষ নয়, রয়েছে আরও নানা ধরনের বিশেষত্ব ৷ এবার জেনে নেওয়া যাক 2025 BMW M5- এ আর কি নতুন ফিচার রয়েছে ৷
2025 BMW M5-এর ইঞ্জিন ও পারর্ফম্যান্স
জার্মান সংস্থার তৈরি এই গাড়ির ইঞ্জিন যে অত্যাধুনিক হবে তা বলার অপেক্ষা রাখে না ৷ BMW M5-এ রয়েছে 4.4-লিটার, টুইন-টার্বো V8 ইঞ্জিন ৷ যেটি উন্নতমানের ইলেকট্রোফায়েড ৷ BMW M5-এর অত্যাধুনিক ইঞ্জিন 585bhp শক্তি এবং 750Nm টর্ক উত্পাদন করতে পারে । এটিতে রয়েছে 18.6kW ব্যাটারি প্যাক ৷ এটি বৈদ্যুতিক মোটরের সঙ্গে যুক্ত, যেটি 197bhp শক্তি এবং 280Nm টর্ক উৎপন্ন করতে পারে। 8-স্পীড স্বয়ংক্রিয় গিয়ারবক্স রয়েছে ৷
2025 BMW M5-এর বাইরের ডিজাইন
নতুন BMW M5-এ বাইরের ডিজাইন আগের থেকে অনেকটাই আকর্ষণীয় ৷ রয়েছে এলইডি হেডল্যাম্প থেকে শুরু করে কালো সিগনেচার গ্রিল ৷ গাড়িটির লুকে আভিজাত্য আনতে সামনের লিপ স্পয়লার-সহ বাম্পারগুলিকেও শক্তিশালী করা হয়েছে ৷ সেইসঙ্গে পাশের অংশটি আরও ইম্পোজিং লুকের জন্য নতুন ডিজাইন করা হয়েছে। গাড়ির প্রস্থ সামনের দিকে 76 মিমি এবং পিছনের দিকে 48 মিমি বৃদ্ধি করা হয়েছে । 20 ইঞ্চি সামনের এবং 21 ইঞ্চি পিছনের এম লাইট অ্যালয় হুইল ও উচ্চক্ষমতা সম্পন্ন টায়ার ব্যবহার করা হয়েছে।