আলিপুরদুয়ার, 17 অগস্ট: আরজি করের ঘটনা নিয়ে সোশাল মিডিয়ায় পোস্টকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হল ৷ তাতে বিপাকে পড়ল এক তরুণ ৷ এমনকী সেই ঘটনা আদালতে গড়ায় এবং ওই তরুণের 14 দিনের জেল হেফাজত হয় ৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত পোস্টের জেরে গ্রেফতার যুবক (ইটিভি ভারত) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে সাগ্নিক লাহা নামে এক যুবকের বিরুদ্ধে ৷ এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল আলিপুরদুয়ার থানার পুলিশ ৷ শনিবার অভিযুক্তকে আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুরদুয়ার আদালত ৷
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য তথা দেশ ৷ মহিলা চিকিৎসক খুনের ঘটনার বিচারের দাবিতে সরব হয়েছেন সর্বস্তরের নাগরিক ৷ এই ঘটনার বিরুদ্ধে আলিপুরদুয়ার জংশনের কোয়ারপাড়া এলাকার এক যুবকও প্রতিবাদ জানান ৷ তবে প্রতিবাদ করতে গিয়ে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমন কিছু বিতর্কিত মন্তব্য করেন, যাতে বছর তেইশের যুবক সাগ্নিক লাহা ৷
অভিযোগ গতকাল এনিয়ে আলিপুরদুয়ারের তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন নেতার সঙ্গে তাঁর কথা কাটাকাটিও হয় ৷ এরপরেই আলিপুরদুয়ার থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ৷ গতকাল রাতেই জংশন এলাকা থেকে অভিযুক্ত সাগ্নিক লাহাকে গ্রেফতার করে পুলিশ ৷ অভিযুক্তের আইনজীবী দীপশিখা রায় জানান, ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা ছাড়াও বেশ কয়েকটি ধারা দেওয়া হয়েছিল ৷ আজ জামিনের আবেদন করলে আদালত তাঁকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ৷