পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জোকা ইএসআই হাসপাতালে যুবকের দেহ উদ্ধার, চাকরি না-পেয়ে মরণঝাঁপ ?

পরিবারের দাবি, যুবক মেধাবী ছিলেন ৷ বেশ কয়েক বছর ধরে চেষ্টা করেও কোনওভাবেই চাকরি পাচ্ছিলেন না । এর জেরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি ৷

young man body recovered
জোকা ইএসআই হাসপাতাল থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2024, 12:49 PM IST

জোকা, 6 নভেম্বর: জোকা ইএসআই হাসপাতাল থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ৷ বুধবার সকালে ইএসআই হাসপাতালের পিছনে একটি বিল্ডিংয়ের উপর থেকে যুবক ঝাঁপ দেন বলে পুলিশের প্রাথমিক অনুমান । পরিবার সূত্রে জানা গিয়েছে, যুবক চাকরি না-পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন ৷ তার জেরেই কি আত্মহত্যা ? তা জানতে ঘটনার তদন্তে নেমেছে ঠাকুরপুকুর থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রৌণক ভট্ট ৷ বয়স 29 বছর ৷ বেহালার পশ্চিম পুটিয়ারি এলাকার বাসিন্দা তিনি । পরিবারের দাবি, যুবক মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন ৷ পরিবারের লোকজন গতকাল রাতে বেহালা থানায় মিসিং ডায়েরিও করেন । এরপর আজ সকালে ইএসআই হাসপাতাল থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় ৷

ঠাকুরপুকুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বেহালা বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় ৷ ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর আসল কারণ ৷ অন্যদিকে, যুবকের কাছ থেকে একটি মোবাইল উদ্ধার হয় ৷ পুলিশ সেই মোবাইল ঘেঁটে মৃতের নাম ও পরিচয় জানার চেষ্টা করে ৷ যোগাযোগ করা হয় তাঁর পরিবারে সঙ্গে ৷ খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসে ৷ কিন্তু কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ ৷

রৌণকের পরিবারের তরফে জানা গিয়েছে, যুবক অত্যন্ত মেধাবী ছিলেন ৷ বেশ কয়েক বছর ধরে চাকরির চেষ্টা করছিলেন ৷ বহু জায়গায় চাকরির পরীক্ষাও দেন তিনি ৷ তবেও কোনওভাবেই চাকরি পাচ্ছিলেন না । এর জেরে ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবারের দাবি ৷ যুবকের মৃত্যুর পিছনে মানসিক অবসাদ রয়েছে নাকি অন্য কোনও কারণ, গোটা ঘটনা খতিয়ে দেখছে ঠাকুরপুকুর থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details