মেদিনীপুর, 24 মার্চ: লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী জুন মালিয়া বিজেপির কার সঙ্গে টক্কর দেবেন, তা এখনও স্পষ্ট নয় ৷ সূত্রের খবর, মেদিনীপুরে বিজেপি এ বার বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের পরিবর্তে ভারতী ঘোষকে প্রার্থী করতে চলেছে ৷ তবে স্থানীয় বিজেপি নেতৃত্ব থেকে বাসিন্দাদের অনেকেই প্রার্থী হিসেবে চাইছেন না প্রাক্তন আইপিএস অফিসারকে ৷ পুলিশ সুপার থাকাকালীন তিনি এলাকায় তাণ্ডব চালিয়েছেন বলে অনেকের অভিযোগ ৷ সেই কারণেই দিলীপ ঘোষকেই মেদিনীপুরের প্রার্থী হিসেবে চাইছেন বিজেপির কর্মী সমর্থকদের একাংশ ৷ তাঁরা প্রার্থী ঘোষণা হওয়ার আগেই দিলীপ ঘোষের নামে শুরু করে দিয়েছেন দেওয়াল লিখন ৷
আসন্ন লোকসভা নির্বাচনে শাসক-বিরোধী উভয়পক্ষ নেমে পড়েছে ভোটের প্রচারে । রাজনৈতিক দলগুলি তাঁদের প্রার্থীর নাম যেমন ঘোষণা করেছে, তেমনই প্রচারও শুরু করেছেন জোরকদমে । রাজ্যে শাসকদল তৃণমূল সব আসনেই প্রার্থী ঘোষণা করেছে ৷ তবে এখনও পর্যন্ত মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি তার প্রার্থী তালিকা ঘোষণা করেনি । প্রথম দফায় 20 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি ৷ 22 জনের নাম ঘোষণা এখনও বাকি ৷ কিন্তু অভ্যন্তরীণ সমস্যা থাকায় ও প্রার্থীপদ নিয়ে ঐক্যমত্য না হওয়ায় সেই নাম বিজেপি এখনও ঘোষণা করে উঠতে পারেনি বলে মত ওয়াকিবহাল মহলের ।
পশ্চিম মেদিনীপুর জেলার দুটি লোকসভার মধ্যে অন্যতম হল মেদিনীপুর লোকসভা । যেখানে গতবার দাঁড়িয়ে প্রায় লক্ষাধিক ভোটে জিতেছিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় নেতা মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ । তিনি তৃণমূল নেতা মানস ভুঁইয়াকে হারিয়ে এই আসন দখল করেন ।সেইসঙ্গে উজ্জীবিত করেন বিজেপি কর্মী সমর্থক এবং নেতৃত্বদের । তাঁর হয়ে প্রচারে এসেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কিন্তু এ বার মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পরিবর্তন হয়েছে । মানসরঞ্জন ভুঁইয়ার জায়গায় প্রার্থী হয়েছেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া । একইরকমভাবে বিজেপিও এখানে প্রার্থী পরিবর্তন করতে চায় বলে খবর । জেতা সাংসদ দিলীপ ঘোষকে সরিয়ে এখানে প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষকে প্রার্থী করা হতে পারে বলে শোনা যাচ্ছে । আর তাতেই চিন্তিত এলাকার মানুষ ৷
সূত্র অনুযায়ী, দিলীপ ঘোষ নাকি ভারতী ঘোষ, কে হবেন এই কেন্দ্রে প্রার্থী, এই নিয়ে বারে বারে বৈঠক করেছে সংঘ এবং সর্বভারতীয় বিজেপি । তবে এই নিয়ে সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি ৷ এখনও প্রার্থী ঘোষণা হয়নি । দুই ঘোষের নাম নিয়েই এই কেন্দ্রে চর্চা চলছে ৷ তবে নাম ঘোষণা না হওয়া সত্ত্বেও দিলীপ ঘোষের হয়ে দেওয়াল লেখা শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অংশে । বিশেষ করে খড়্গপুর, কেশিয়াড়ির মতো জায়গায় বিজেপির হয়ে দেওয়াল লেখা শুরু হয়েছে । দিলীপ ঘোষকেই প্রার্থী হিসেবে তুলে ধরে দেওয়াল লিখছেন বিজেপি কর্মী সমর্থকরা । এই ঘটনায় প্রার্থী নিয়ে জল্পনা আরও বেড়েছে এই এলাকায় ৷