কলকাতা, 3 ফেব্রুয়ারি: মোহনবাগান-ইস্টবেঙ্গল তো কেবল নাম নয়, কোটি-কোটি বাঙালির চিরন্তন আবেগ ৷ কারও কাছে বার্ধক্যের বারাণসী, তো কারও কাছে যৌবনের উপবন ৷ তেমনই একজন সমর কুমার চাকি ৷ শ্যামনগর-নিবাসী বছর আটষট্টির ভদ্রলোক সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বার্ধক্যজনিত সমস্য়া নিয়ে ৷ শনিবার হাসাপাতালে শুয়ে মোবাইল স্ক্রিনে চোখ রেখেছিলেন মিনি ডার্বিতে ৷ যে ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায় ৷ কিন্তু সোমবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্য়াগ করলেন মোহনবাগান অন্তপ্রাণ মানুষটি ৷
গত শনিবার মিনি ডার্বিতে মহামেডানের মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ সে সময় হাসপাতালে যমে-মানুষে টানাটানি অবস্থা সবুজ-মেরুন সমর্থক সমর কুমার চাকির ৷ কিন্তু প্রিয় দল যখন মাঠে তখন পরিস্থিতি যত কঠিনই হোক, সুখ-দুঃখের পরোয়া করেন না অন্ধভক্তরা ৷ তেমন শনিবারও করেননি বৃদ্ধ বাগান সমর্থক ৷ হয়তো সেই নব্বই মিনিটে বাগানের জয়ে শারীরিক সমস্ত প্রতিবন্ধকতা ভুলে গিয়েছিলেন তিনি ৷
No caption required 🥹💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/GNiVb98eJX
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) February 2, 2025
কিন্তু বাস্তব কখনও কখনও বড় নিঠুর ৷ তাই 'জন্মিলে মরিতে হবে' এই চিরসত্য মেনে সোমের সকালে প্রয়াত হন সমরবাবু ৷ সেইসঙ্গে কাঁদিয়ে গেলেন আপামর সবুজ-মেরুন জনতা থুড়ি বাংলার ফুটবল অনুরাগীদের ৷ একইসঙ্গে হয়তো অনুপ্রাণিতও করে গেলেন আগামী প্রজন্মকে ৷
এই সবুজ মেরুন গ্যালারিতে তুমি অমর 💚♥️ https://t.co/qxFtLPi3BD
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) February 3, 2025
রবিবার সকালে মোহনবাগান সুপার জায়ান্টের তরফে হাসপাতালে সমরবাবুর ম্য়াচ দেখার ভিডিয়ো আপলোড করা হয় ৷ যেখানে ক্য়াপশন হিসেবে লেখা হয়, "যখন মোহনবাগানই জীবন ৷" যা চোখ এড়ায়নি আইএসএলের ৷ ইন্ডিয়ান সুপার লিগের এক্স হ্য়ান্ডেলে সেই ভিডিয়ো শেয়ার করা হয় ৷ কিন্তু মহামেডান ম্যাচই যে প্রিয় দলের বিরুদ্ধে দেখা তাঁর শেষ ম্যাচ হবে ভাবেননি কেউ ৷ স্বভাবতই সৌমেনবাবুর প্রয়াণে শোকাহত বাংলার ফুটবলমহল ৷