ETV Bharat / bharat

তাঁর মার্কিন সফর নিয়ে সংসদে মিথ্যা কথা বলেছেন রাহুল, দাবি জয়শঙ্করের - JAISHANKAR ON RAHUL

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার শপথের সময়ও আমেরিকা সফরে ছিলেন ভারতীয় বিদেশমন্ত্রী জয়শঙ্কর ৷

JAISHANKAR ON RAHUL
বিদেশমন্ত্রী জয়শঙ্কর (ফাইল চিত্র)
author img

By PTI

Published : Feb 3, 2025, 7:11 PM IST

নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার রাহুল গান্ধির বিরুদ্ধে সরাসরি মিথ্যাচারের অভিযোগ করলেন ৷ তাঁর দাবি, গত বছর ডিসেম্বরে ভারতীয় বিদেশমন্ত্রী ওয়াশিংটন সফর ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানানোর জন্যই।

রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাব বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধি লোকসভায় বলেন, "আমরা প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে আমাদের বিদেশমন্ত্রীকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাব না ৷" জয়শঙ্কর এক্স-এর পোস্টে লিখেছেন, "2024 সালের ডিসেম্বরে আমার মার্কিন যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধি ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলেছেন ৷"

বিদেশমন্ত্রীর দাবি, তিনি তৎকালীন মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভানের সঙ্গে দেখা করার পাশাপাশি ভারতের কনসাল জেনারেলের একটি বৈঠকে সভাপতিত্ব করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

জয়শঙ্কর বলেন, "মার্কিন সফরকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মনোনীত সদস্য আমার সঙ্গে দেখা করেছিলেন ৷ কোনও পর্যায়েই প্রধানমন্ত্রীর আমন্ত্রণ নিয়ে আলোচনা হয়নি। এটা সকলেই জানেন যে, আমাদের প্রধানমন্ত্রী এই ধরনের অনুষ্ঠানে যোগ দেন না। আসলে, ভারতের প্রতিনিধিত্ব সাধারণত বিশেষ দূতরাই করেন ৷" তিনি আরও বলেন, "রাহুল গান্ধির মিথ্যাচার রাজনৈতিক উদ্দেশে হতে পারে। কিন্তু বিদেশে এগুলো দেশের ভাবমূর্তির ক্ষতি করে ৷"

বিদেশমন্ত্রী 24 থেকে 29 ডিসেম্বর পর্যন্ত ছয় দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেন। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর এটি ছিল ভারত থেকে ওয়াশিংটনে প্রথম উচ্চপর্যায়ের সফর ৷ গত মাসে জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন।

নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার রাহুল গান্ধির বিরুদ্ধে সরাসরি মিথ্যাচারের অভিযোগ করলেন ৷ তাঁর দাবি, গত বছর ডিসেম্বরে ভারতীয় বিদেশমন্ত্রী ওয়াশিংটন সফর ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানানোর জন্যই।

রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাব বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধি লোকসভায় বলেন, "আমরা প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে আমাদের বিদেশমন্ত্রীকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাব না ৷" জয়শঙ্কর এক্স-এর পোস্টে লিখেছেন, "2024 সালের ডিসেম্বরে আমার মার্কিন যুক্তরাষ্ট্র সফর সম্পর্কে বিরোধী দলনেতা রাহুল গান্ধি ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলেছেন ৷"

বিদেশমন্ত্রীর দাবি, তিনি তৎকালীন মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভানের সঙ্গে দেখা করার পাশাপাশি ভারতের কনসাল জেনারেলের একটি বৈঠকে সভাপতিত্ব করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

জয়শঙ্কর বলেন, "মার্কিন সফরকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মনোনীত সদস্য আমার সঙ্গে দেখা করেছিলেন ৷ কোনও পর্যায়েই প্রধানমন্ত্রীর আমন্ত্রণ নিয়ে আলোচনা হয়নি। এটা সকলেই জানেন যে, আমাদের প্রধানমন্ত্রী এই ধরনের অনুষ্ঠানে যোগ দেন না। আসলে, ভারতের প্রতিনিধিত্ব সাধারণত বিশেষ দূতরাই করেন ৷" তিনি আরও বলেন, "রাহুল গান্ধির মিথ্যাচার রাজনৈতিক উদ্দেশে হতে পারে। কিন্তু বিদেশে এগুলো দেশের ভাবমূর্তির ক্ষতি করে ৷"

বিদেশমন্ত্রী 24 থেকে 29 ডিসেম্বর পর্যন্ত ছয় দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেন। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর এটি ছিল ভারত থেকে ওয়াশিংটনে প্রথম উচ্চপর্যায়ের সফর ৷ গত মাসে জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.