দত্তপুকুর, 3 ফেব্রুয়ারি: চাষের জমির আল থেকে উদ্ধার হল যুবকের মুণ্ডহীন দেহ । দেহের পাশ থেকে মিলেছে রক্তমাখা মদের গ্লাস এবং চিপসের প্যাকেট । সরস্বতী পুজোর দিন সোমবার সকালে এই ঘটনা দেখে চক্ষু চড়কগাছ দত্তপুকুরবাসীর ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত যুবকের মুণ্ডুর কোনও হদিস মেলেনি । পুলিশ কুকুর এনে চলছে খোঁজ ৷ ঘটনার নৃশংসতা দেখে আঁতকে উঠেছেন স্থানীয় বাসিন্দারা । তাঁরাই প্রথমে দেহটি দেখতে পেয়ে খবর দেন থানায় । এরপর পুলিশ এসে মুণ্ডহীন দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় । সেই সঙ্গে যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ।
দত্তপুকুরের ছোট জাগুলিয়া পঞ্চায়েতের মালিয়াপুর গ্রাম । শান্ত এলাকা হিসেবেই পরিচিত । সেখানকার একটি চাষের জমির আলে পড়ে ছিল যুবকের মুণ্ডহীন রক্তাক্ত দেহ । সোমবার সকালে স্থানীয় এক মহিলা চাষের জমি থেকে সবজি আনতে গিয়ে দেহটি পড়ে থাকতে দেখেন । তিনি লক্ষ্য করেন, যুবকের মাথা কাটা ৷ যৌনাঙ্গেও আঘাত করা হয়েছে । হাত-পা বেঁধে দেহটি পুড়িয়ে দেওয়ারও চেষ্টা হয়েছে । এই বীভৎস দৃশ্য দেখে আতঙ্কগ্রস্ত হয়ে গ্রামবাসীদের খবর দেন তিনি ৷
এরপর সকলে মিলে খবর দেন দত্তপুকুর থানায় । তদন্তকারীদের অনুমান, রাতে সেখানে সম্ভবত মদের আসর বসেছিল। সেখানেই ওই যুবককে খুন করা হয়েছে । মৃতের পরিচয় লোপাট করতেই এই নৃশংসতা বলে ধারণা পুলিশের । কাটা মুণ্ডুর হদিশ পেতে পাশেই বাজিতপুর খালে তল্লাশি চালানো হচ্ছে । নৃশংস এই ঘটনা কারও একার পক্ষে করা সম্ভব নয় বলে মনে করছে বারাসত জেলা পুলিশ । অপরাধের সঙ্গে অনেকেরই যোগ থাকতে পারে বলে ধারণা তাঁদের । এই বিষয়ে বারাসত জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া বলেন,"খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে । ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে । সবদিকই খতিয়ে দেখা হচ্ছে ।"
এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী মহম্মদ মাহির আলি বলেন,"যুবকের মুণ্ডহীন দেহ দেখার পর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে । আমরা পার্শ্ববর্তী এলাকায় খোঁজখবর নিয়েছি । কোনও যুবক নিখোঁজ হওয়ার খবর এখনও পর্যন্ত পাইনি । আমাদের অনুমান, ওই যুবককে অন্য জায়গা থেকে ডেকে এনে ফাঁকা মাঠের মধ্যে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ।"