মুম্বই, 3 ফেব্রুয়াারি: মুম্বইয়ে ফের ধর্ষণের ঘটনা ৷ এবার বান্দ্রা স্টেশনে এক মহিলাকে ধর্ষণের ঘটনা সামনে এসেছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷
রাজ্যে নারীদের উপর নির্যাতনের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। এর মাঝেই ফের ধর্ষণের ঘটনা ঘটল ৷ দিনকয়েক আগে মুম্বইয়ে এক তরুণীকে ধর্ষণ করে রিক্সাচালক। সেই ঘটনার রেশ কাটতে না-কাটতে ফের ধর্ষণের অভিযোগ উঠল ৷ জানা গিয়েছে, মুম্বইয়ের বান্দ্রা রেলওয়ে স্টেশনে এক কুলি এক মহিলাকে ধর্ষণ করে ৷
সূত্রের খবর, ঘটনাটি শনিবার মধ্যরাতে ঘটেছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নির্যাতিত ওই মহিলা তাঁর ছেলেকে নিয়ে উত্তরাখণ্ড থেকে মুম্বই এসেছিলেন। শনিবার রাতে সে তাঁর আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। কিছুক্ষণ বান্দ্রা স্টেশনে বিশ্রাম নিচ্ছিলেন। এই সময়, 27 বছর বয়সি এক কুলি টিকিট চেক করার অজুহাতে মহিলার কাছে যান।
এরপর সে ওই মহিলাকে পাশের একটি ফাঁকা রেলের বগিতে নিয়ে যায় ৷ সেখানে গিয়েও সে টিকিট দেখাতে বলে। এই সময়েই অভিযুক্ত মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পর, ওই মহিলা রেলওয়ে পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। রেলওয়ে পুলিশ কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তকে সোমবার আদালতে পেশ করা হয়।
জিআরপি (রেলওয়ে) কমিশনার রবীন্দ্র শিসভে বলেন, "নির্যাতিত মহিলা যাতে ন্যায়বিচার পান আমরা সেই চেষ্টা করব ৷" এদিকে, গত কয়েকদিন ধরে মুম্বইয়ে নারীদের উপর অত্যাচারের ঘটনা বৃদ্ধি পেলেও, এখন রেলওয়ে স্টেশনে এই ঘটনা মহিলাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।