নয়াদিল্লি ও কলকাতা: লোকসভার এথিক্স কমিটিকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট ৷ 4 সপ্তাহের মধ্য়ে উত্তর দিতে হবে আদালতে ৷ আজ কমিটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ সরকার ৷ জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আবেদন করা হয় ৷ দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই লোকসভার এথিক্স কমিটির তলবে স্থগিতাদেশ জারি করেছে ৷ আজ সকাল সাড়ে 10টায় এথিক্স কমিটির কাছে হাজিরা দেওয়ার কথা ছিল ডিজিপি রাজীব কুমার-সহ পুলিশ প্রশাসনের শীর্ষকর্তাদের ৷ আপাতত সেই হাজিরা দিতে হচ্ছে না তাঁদের ৷ এদিন পশ্চিমবঙ্গ সরকারের হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিবাল এবং অভিষেক মনু সিঙ্ঘভি ৷
গত 14 ফেব্রুয়ারি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সন্দেশখালি যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ এই ঘটনায় বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন ৷ সেই প্রেক্ষিতেই সোমবার রাজ্যের ডিজিপি রাজীব কুমার-সহ কয়েকজন শীর্ষ কর্তাকে তলব করেছিল এথিক্স কমিটি ৷ সোমবার হাজিরা দেওয়ার আগে আজই এথিক্স কমিটির বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানায় ৷