পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস, পুজোয় কেমন থাকবে আবহাওয়া ? - WEATHER UPDATE IN BENGAL - WEATHER UPDATE IN BENGAL

Weather Report and Forecast in Kolkata: তাপমাত্রা বাড়লেও বেশ কয়েকটি জেলার বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ বাতাসে জলীয়বাষ্প থাকায় অস্বস্তিকর গরম থাকবে। আগামী কয়েকদিন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা, জানাল আলিপুর আবহাওয়া অফিস ৷

Weather Report and Forecast in Kolkata
আজও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2024, 7:07 AM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর:সোমবারও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা ৷ আপাতত ভারী বৃষ্টির সতর্কতা না-থাকলেও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছেই ৷ উত্তরবঙ্গেও সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ৷ ফলে সেখানেও বৃষ্টি পরিস্থিতি বজায় থাকবে ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের আটটি জেলায়। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। চলবে ঝোড়ো হাওয়াও।

আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে বাড়বে তাপমাত্রা ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি কম থাকবে। ফলে চড়া রোদে গা পুড়বে। বাতাসে যেহেতু জলীয়বাষ্পর যথেষ্ট উপস্থিতির কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে ৷ বুধবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়।

সপ্তাহ পেরোলেই পুজো ৷ তবু বৃষ্টির ভ্রুকূটি কাটছে না ৷ হাওয়া অফিস জানিয়েছে, দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে ৷ তবে বাংলা থেকে বর্ষার বিদায় এখনও দেরি রয়েছে । সাধারণত অক্টোবরের 10 থেকে 12 অক্টোবর পর্যন্ত বর্ষা বঙ্গে সক্রিয় থাকে ৷ এই বছর বর্ষার বিলম্বিত বিদায়। তাই, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত রাজ্যে বর্ষার প্রভাব থাকবে ৷ ফলে পুজোয় বৃষ্টির আশঙ্কা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷

উত্তরবঙ্গে একটানা ভারী থেকে অতিভারী বৃষ্টি ও মেঘলা আকাশ থাকায় তাপমাত্রা অনেকটাই কমেছিল। আগামী কয়েকদিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। বাতাসে জলীয়বাষ্প থাকায় বৃষ্টি না-হলে অস্বস্তি সামান্য থাকবে। তবে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে ৷ মঙ্গলবার পর্যন্ত হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে বেশ কয়েকটি জেলায়। বৃষ্টি হতে পারে মূলত পার্বত্য এলাকায়। সব মিলিয়ে বলা যায়, ভরা আশ্বিনেও বঙ্গে বর্ষা নট-আউট ৷

রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 27.6 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের তুলনায় 1.6 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 95 শতাংশ এবং সর্বনিম্ন 71 শতাংশ।

ABOUT THE AUTHOR

...view details