রাজনৈতিক স্লোগান লিখলে বাতিল পরীক্ষা, নির্দেশিকা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের - WB HS Exam Rule - WB HS EXAM RULE
WBCHSE Imposed New Rule of HS Exam: পরীক্ষার্থীর উত্তরে পর্যবেক্ষক যদি খুশি না-হন, সেক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে ৷ জানানো হয়েছে, আগামী শিক্ষাবর্ষে সেমিস্টার পদ্ধতি থেকে এই নির্দেশিকা কার্যকর হবে ৷
রাজনৈতিক স্লোগান লিখলে বাতিল উচ্চমাধ্যমিক (ইটিভি ভারত)
কলকাতা, 31 অগস্ট: রাজনৈতিক স্লোগান লিখলে বাতিল হবে পরীক্ষা ৷ এমন নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । পাশাপাশি আরও বেশ কিছু নিয়মের কথা জানানো হল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে । শনিবার এই বিষয়ক 25 দফার নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । জানানো হয়েছে, আগামী শিক্ষাবর্ষে সেমিস্টার পদ্ধতি থেকে এই নির্দেশিকা কার্যকর হবে ৷
উচ্চমাধ্যমিক নিয়ে নির্দেশিকা শিক্ষা সংসদের (ইটিভি ভারত)
তবে শুধু রাজনৈতিক স্লোগান নয়, এর সঙ্গে উত্তরপত্রে যদি কোনও চিরকুট বা টাকার নোট থাকে, সেক্ষেত্রেও বাতিল হবে উত্তরপত্র ৷ মাঝেমধ্যেই দেখা যায়, উচ্চমাধ্যমিক বা মাধ্যমিকের উত্তরপত্রে বিভিন্ন জিনিস জুড়ে দেন পরীক্ষার্থীরা । পর্যবেক্ষকের উদ্দেশ্যে বেশ কিছু কথাও লিখে দেন তাXরা । অনেক সময় আপত্তিকর বিভিন্ন কথাও লেখা থাকে উত্তরপত্রে । সেই সমস্ত কিছু লেখা থাকলে বাতিল করে দেওয়া হবে উত্তরপত্র ৷ এমনটাই জানানো হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ।
এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘এখানে নতুন কোনও নিয়ম যুক্ত করা হয়নি ৷ 2006 সাল থেকে এই নিয়ম জারি হয়েছে ৷ এই বছর থেকে সেমিস্টার পদ্ধতি চালু হল । তাই আবারও সেই পুরনো নিয়মটাকে একবার ঝালিয়ে নেওয়া যাক ।’’
তবে শুধুমাত্র উত্তরপত্রে ভুল লেখা নয় । যদি পরীক্ষার হলে অন্য পরীক্ষার্থীকে সাহায্য করতে দেখা যায়, তাহলেও দু’জনের পরীক্ষা বাতিল করা হবে । তার সঙ্গে কেউ যদি পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখে, তার পরীক্ষা বাতিল হবে । উত্তরপত্র পরীক্ষার হল থেকে নিয়ে বেরিয়ে গেলেও পরীক্ষা বাতিল হবে । তার সঙ্গে যদি পরীক্ষার্থীর উত্তরের পর্যবেক্ষক খুশি না হন, সেক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে ৷
প্রসঙ্গত, এ’বছর একাদশ শ্রেণি থেকে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি । এবারেই শেষ হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা । 3 মার্চ থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে 18 মার্চ । পরের বছর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও শুরু হবে সেমিস্টার পদ্ধতি । সেই কারণেই পুরনো এই নিয়মগুলোকে আরও একবার স্মরণ করাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷