কলকাতা, 11 মে:আগামী 2025-26 শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় আসছে পার্সেন্টাইল। বর্তমানে অনলাইনে পরীক্ষার্থীরা নম্বর দেখার সময় সেখানে পারসেন্টাইল শব্দটির উল্লেখ থাকে। তবে সংসদের তরফে যে মার্কশিট দেওয়া হয় সেখানে পারসেন্টাইলের মান লেখা থাকে না। এবার তাতেই বদল আনছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, এই বছর পরীক্ষায় সেমিস্টার ব্যবস্থা চালু হয়েছে ৷ আগামী শিক্ষাবর্ষ থেকে এই পার্সেন্টাইল ব্যবস্থা চালু হবে ৷ এর ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে লাভবান হবেন পড়ুয়ারা।
কিভাবে মূল্যায়ন করা হয় পারসেন্টাইলের ?
ধরে নেওয়া যাক, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনও পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর 400 থেকে 500 মধ্যে রয়েছে ৷ তাঁর নম্বরই উচ্চমাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর হিসেবে দাঁড়িয়েছে। তারমানে সেই পরীক্ষার্থী 100 পার্সেন্টাইল পেয়েছে। তারপর থেকে বাকিদের পারসেন্টাইল হিসাব করা হবে। শুধুমাত্র মোট নম্বর নয়, বিষয়ভিত্তিক নম্বরের পাশের ক্ষেত্রেও পারসেন্টাইল লেখা থাকবে। নতুন এই পদ্ধতি সম্পর্কে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "উচ্চশিক্ষার ক্ষেত্রে পার্সেন্টাইলকে গুরুত্ব দেওয়া হয়। পার্সেন্টাইলের ফলে পড়ুয়ারা বুঝতে পারবেন তাঁর স্থানটা কোথায়। ফলে যখন ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য এগোবে, সেইক্ষেত্রে তাদের এই পারসেন্টাইল নম্বরটাই গৃহীত হবে। অনেক জায়গাতেই টপ 20তে ধরা হয়। সেখানেও এই পার্সেন্টাইল সাহায্য করবে পড়ুয়াদের।"
প্রসঙ্গত, 2025-26 শিক্ষাবর্ষ থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একাধিক বদল আসছে । তার মধ্যে অন্যতম হল পরীক্ষার ব্যবস্থা। ওই বছর থেকেই শুরু হবে দু’টি সেমেস্টারে উচ্চমাধ্যমিক পরীক্ষা। যার একটি হবে এপ্রিল মাসে ও অপরটি হবে সেপ্টেম্বরে । এই পরীক্ষাকে বলা হচ্ছে সেমিস্টার তৃতীয় এবং চতুর্থ। তৃতীয় সেমিস্টারে বলে থাকবে এমসিকিউ ভিত্তিক প্রশ্ন। চতুর্থ সেমিস্টারে পরীক্ষা হবে বড় প্রশ্নের। দু’টো পরীক্ষা মিলে প্রকাশিত হবে ফলাফল। যেখানেই লেখা থাকবে পারসেন্টাইলের মান।
আরও পড়ুন:
- আগামী বছরেই ‘শেষ’ উচ্চমাধ্যমিক, কবে থেকে শুরু পরীক্ষা ?
- আইএএস হওয়ার স্বপ্ন দেখছেন উচ্চমাধ্যমিকে নবম পীতম্বর
- 'দুর্নীতি সব জায়গায়, তবে পশ্চিমবঙ্গে হয়তো একটু বেশি'; মত উচ্চমাধ্যমিকের দুই কৃতীর