জয়নগর, 5 মার্চ:জয়নগর লোকসভা কেন্দ্র বর্তমানে তৃণমূলের দখলে ৷ এই লোকসভা কেন্দ্রের সাংসদ শাসকদলের প্রতিমা মণ্ডল ৷ তবে আগামী লোকসভা নির্বাচনে এই ঘাসফুল শিবিরেই পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির ৷ তাই পদ্ম ফোটাতে বিজেপি ফের ভরসা রাখছে জয়নগর লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র চিকিৎসক অশোক কাণ্ডারী উপর । রাজ্যে 42টি লোকসভা আসনের মধ্যে 20টিতে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি । এর মধ্যে রয়েছে জয়নগর লোকসভা কেন্দ্র । জয়নগরে অশোক কাণ্ডারীর নাম ঘোষণা হতেও শুরু হয়েছে দেওয়াল লিখন ৷ পাশাপাশি জনসংযোগ বৃদ্ধিতে নেমে পড়েছে পদ্ম শিবির ।
জয়নগর লোকসভা কেন্দ্রে আবার ভূমিপুত্র অশোক কাণ্ডারী প্রার্থী হওয়ায় খুশি বিজেপি কর্মী সমর্থকেরা । মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে দেওয়াল লিখন ও জনসংযোগ কর্মসূচি ৷ তাতে অংশ নিয়েছেন বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারী থেকে দলের নেতা-কর্মীরা ৷ জয়ের ব্যাপারে 100 শতাংশ আশাবাদী বিজেপি প্রার্থী । মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার নিমপীঠ থেকে জয়নগর পর্যন্ত বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগ যাত্রা করেন অশোক কাণ্ডারী । এরপর নিমপীঠের কাছে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে দেওয়াল লিখন কর্মসূচি করেন তিনি । এই প্রচারে প্রার্থীর সফর সঙ্গী ছিলেন জয়নগর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি উৎপল নস্কর-সহ আরও বিজেপির কর্মী সমর্থকেরা ।
অশোক কাণ্ডারীর কথায়, "এর আগে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে যতজন সাংসদ হয়েছেন তাঁদের কারও বাড়ি জয়নগরে ছিল না । কেউ ক্যানিং,কেউ সল্টলেক তো কেউ বালিগঞ্জের বাসিন্দা ছিলেন । এই শহরের মানুষ বরাবরই চেয়েছেন জয়নগরের ভূমিপুত্র প্রার্থী হোক । যাতে সব সময় তাঁকে পাওয়া যায় । সেটাই এবার হয়েছে । আমি জেতার পক্ষে 100 শতাংশ আশাবাদী ৷ জনসংযোগ করতে গিয়ে সাধারণ মানুষের আশীর্বাদ পাচ্ছি ৷ মানুষের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে ।"