পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জয়নগরে পদ্ম ফোটাতে ভূমিপুত্রের উপরই ভরসা বিজেপির, অশোক কাণ্ডারীর নামে দেওয়াল লিখন শুরু - অশোক কাণ্ডারী

Lok Sabha Elections 2024: জয়নগর লোকসভা কেন্দ্রের পদ্ম ফোটাতে ভূমিপুত্রের উপরই ভরসা রাখছে বিজেপি ৷ ফের এই লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী চিকিৎসক অশোক কাণ্ডারী ৷ তাঁর নামে দেওয়াল লিখন শুরু কর্মী সমর্থকদের ৷ জনসংযোগে নেমেছেন বিজেপি প্রার্থীও ৷

Lok Sabha Elections 2024
অশোক কাণ্ডারী

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 8:59 PM IST

অশোক কাণ্ডারীর নামে দেওয়াল লিখন শুরু জয়নগরে

জয়নগর, 5 মার্চ:জয়নগর লোকসভা কেন্দ্র বর্তমানে তৃণমূলের দখলে ৷ এই লোকসভা কেন্দ্রের সাংসদ শাসকদলের প্রতিমা মণ্ডল ৷ তবে আগামী লোকসভা নির্বাচনে এই ঘাসফুল শিবিরেই পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির ৷ তাই পদ্ম ফোটাতে বিজেপি ফের ভরসা রাখছে জয়নগর লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র চিকিৎসক অশোক কাণ্ডারী উপর । রাজ্যে 42টি লোকসভা আসনের মধ্যে 20টিতে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি । এর মধ্যে রয়েছে জয়নগর লোকসভা কেন্দ্র । জয়নগরে অশোক কাণ্ডারীর নাম ঘোষণা হতেও শুরু হয়েছে দেওয়াল লিখন ৷ পাশাপাশি জনসংযোগ বৃদ্ধিতে নেমে পড়েছে পদ্ম শিবির ।

জয়নগর লোকসভা কেন্দ্রে আবার ভূমিপুত্র অশোক কাণ্ডারী প্রার্থী হওয়ায় খুশি বিজেপি কর্মী সমর্থকেরা । মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে দেওয়াল লিখন ও জনসংযোগ কর্মসূচি ৷ তাতে অংশ নিয়েছেন বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারী থেকে দলের নেতা-কর্মীরা ৷ জয়ের ব্যাপারে 100 শতাংশ আশাবাদী বিজেপি প্রার্থী । মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার নিমপীঠ থেকে জয়নগর পর্যন্ত বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগ যাত্রা করেন অশোক কাণ্ডারী । এরপর নিমপীঠের কাছে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে দেওয়াল লিখন কর্মসূচি করেন তিনি । এই প্রচারে প্রার্থীর সফর সঙ্গী ছিলেন জয়নগর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি উৎপল নস্কর-সহ আরও বিজেপির কর্মী সমর্থকেরা ।

অশোক কাণ্ডারীর কথায়, "এর আগে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে যতজন সাংসদ হয়েছেন তাঁদের কারও বাড়ি জয়নগরে ছিল না । কেউ ক্যানিং,কেউ সল্টলেক তো কেউ বালিগঞ্জের বাসিন্দা ছিলেন । এই শহরের মানুষ বরাবরই চেয়েছেন জয়নগরের ভূমিপুত্র প্রার্থী হোক । যাতে সব সময় তাঁকে পাওয়া যায় । সেটাই এবার হয়েছে । আমি জেতার পক্ষে 100 শতাংশ আশাবাদী ৷ জনসংযোগ করতে গিয়ে সাধারণ মানুষের আশীর্বাদ পাচ্ছি ৷ মানুষের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে ।"

বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর বলেন, "অশোকবাবু একজন নামকরা চিকিৎসক । ফলে প্রচুর মানুষ তাঁকে চেনেন । এই কারণে শাসকদলের কাছে সমস্যা হয়ে গিয়েছে । ফলে তাঁকে ব্যক্তিগত আক্রমণ করে ভোট প্রচারে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে শাসকদল । উনি সরকারি সমস্ত নিয়ম মেনে চিকিৎসা প্রতিষ্ঠান তৈরি করেছেন । আসলে ওঁনার চিকিৎসা প্রতিষ্ঠানের বাইরে সরকারি জায়গাতে শাসকদল জোর করে দলীয় কার্যালয় করেছে । তা নিয়ে আপত্তি করা হয়েছিল । সেই রাগ এখন এভাবে মেটানোর জন্য ব্যক্তি আক্রমণ করা হচ্ছে । জয়ের ব্যাপারে আমরা 100 শতাংশ আশাবাদী মানুষ সমস্ত কিছু দেখেছে । জয়নগর লোকসভা কেন্দ্র এবার ঘাসফুলের হাতছাড়া হতে চলেছে ।"

উল্লেখ্য, এই জয়নগর লোকসভা কেন্দ্রে গতবার শাসকদলের সাংসদ প্রতিমা মণ্ডল অশোক কাণ্ডারীকে প্রায় তিন লক্ষ ভোটে পরাজিত করেছিলেন ৷ তবে এবার জেতার ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী । জয়নগর থেকে এর আগে যতজন সাংসদ হয়েছেন তাঁরা কেউ ভূমিপুত্র নন । প্রচারে সেই কথাই তুলে ধরছেন অশোক কাণ্ডারী ।

আরও পড়ুন:

  1. ঘাটালে প্রার্থী হিরণ, নাম ঘোষণা হতেই দেওয়াল লিখন শুরু বিজেপির
  2. বাঁকুড়ায় ভরসা সুভাষ-সৌমিত্রই, 'দু'লক্ষ ভোটে জিতব'; আত্মবিশ্বাসী বিষ্ণুপুরের সাংসদ
  3. প্রার্থী ঘোষণা হতেই কালীর চরণে লকেট, নজর কাটাতে লেবু দিয়ে পুজো মা'কে

ABOUT THE AUTHOR

...view details