কলকাতা, 20 জুন: কলকাতায় চালু হল উবের গ্রিন ৷ বর্তমানে বিশ্বের 15টি দেশের 100টিরও বেশি শহরে উবের গ্রিন পরিষেবা উপলব্ধ ৷ বৃহস্পতিবার কলকাতাতেও চালু হল জনপ্রিয় বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থার ‘ফ্ল্যাগশিপ পরিষেবা’, বৈদ্যুতিক ক্যাব ৷ যা পরিবেশ বান্ধবতার ক্ষেত্রে সাহায্য করবে ৷
স্ন্যাপ-ই এর পরে, উবের হল দ্বিতীয় অ্যাপনির্ভর ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থা যারা সম্পূর্ণ বৈদ্যুতিক ক্যাব চালাবে ৷ বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘‘আমরা উবের যাত্রা আরও সহজ ও পরিবেশ বান্ধব করে তুলতে বদ্ধপরিকর ৷ এই পরিষেবাটি উবের অ্যাপের মাধ্যমে সহজেই বৈদ্যুতিক ক্যাব বুক করা যাবে ৷ যা কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর এবং অন্যান্য রুট-সহ শহর জুড়ে আরামদায়ক ও পরিবেশ বান্ধব পরিষেবা দিতে প্রস্তুত ।’’ যদিও শহরে কতগুলি ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) নামছে, তার সংখ্যা প্রকাশ্যে আনা হয়নি ৷