বাঁকুড়া, 21 সেপ্টেম্বর:আরজি কর-কাণ্ডের প্রতিবাদ করায় দুই ছাত্রীকে ক্লাস থেকে বের করে দিলেন 'গুণধর' অধ্যাপক ৷ তিনি আবার রাজ্যের প্রাক্তন মন্ত্রীও বটে ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সারদামনি মহিলা মহাবিদ্যাপীঠে ৷ তৃণমূলী অধ্যাপকের নাম শ্যামল সাঁতরা ৷ তিনি ওই কলেজের ভূগোলের বিভাগীয় প্রধান ৷ তাঁর অবশ্য দাবি, প্রতিবাদের নামে আসলে অরাজকতা চলছিল ৷ তাই 2 ছাত্রীকে তিনি ক্লাস থেকে বের করে দিয়েছেন ৷
প্রতিবাদী 2 ছাত্রীকে ক্লাস থেকে বের করে দিলেন অধ্যাপক (ইটিভি ভারত) আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল দেশ ৷ গত এক মাস ধরে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিচারের দাবিতে আন্দোলন চলছে ৷ জুনিয়র ডাক্তার থেকে স্কুল ও কলেজের পড়ুয়ারও এই প্রতিবাদে সামিল হয়েছেন ৷ সেখানে থেকে বাদ নেই বাঁকুড়া সারদামনি মহিলা মহাবিদ্যাপীঠের ছাত্রীরা ৷ তারই খেসারত দিতে হল দুই ছাত্রীকে ৷ তৃণমূলের অধ্যাপকের রোষের মুখে পড়লেন তাঁরা ৷
প্রতিবাদী ছাত্রীদের কথায়, "আমরা কলেজের গেটের বাইরে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলন ও রাস্তায় গ্রাফিতি করি ৷ তার জন্য গতকাল শ্যামল সাঁতরা স্যার আমাদের ক্লাস থেকে বের করে দেন ৷ আমরা এমনকী ওঁকে প্রশ্নও করি যে, আরজি-কাণ্ডের প্রতিবাদ করা ন্যায় না অন্যায় ৷ উনি কিছু উত্তর না দিয়ে আমাদের ক্লাস থেকে বের করে দেন ৷ অধ্যক্ষ মহাশয়ের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলাম ৷ তিনি বললেন, এটা নির্দিষ্ট বিভাগের বিষয় ৷ নিজেরাই মিটিয়ে নাও ৷"
যদিও ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেওয়ার বিষয়টি সামনে আসতেই কলেজের মূল গেটের সামনে বিক্ষোভ করেন পড়ুয়ারা ৷ এই মর্মে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে একটা একটা ডেপুটেশনও জমা দেন তাঁরা । সারদামনি মহিলা মহাবিদ্যাপীঠের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবব্রত মুখোপাধ্যায়কে বলেন, "বিষয়টি খতিয়ে দেখে সমাধান করার চেষ্টা করা হবে ।"
কলেজের মূল গেটের সামনে বিক্ষোভ করেন পড়ুয়ারা (নিজস্ব ছবি) জানা গিয়েছে, এর আগেও শ্যামল সাঁতরার বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ রয়েছে ৷ ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেওয়ার বিষয়ে তাঁর অবশ্য সাফাই, "ক্লাসে একমাস ধরে অরাজকতা চলছিল ৷ ওই ছাত্রীরা কলেজে এসে টাকা তুলে বিভিন্ন ধরনের আন্দোলন করছিল ৷ তাই বিভাগীয় প্রধান হিসেবে অন্যান্য ছাত্র-ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে তাঁদের ক্লাসে আসতে বারণ করা হয়েছে । সুস্থ ক্লাসরুমকে অস্থির করার চেষ্টা করা হয়েছে ৷"
তবে বাঁকুড়া সারদামনি মহিলা মহাবিদ্যাপীঠের এই ঘটনার নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে ৷ সরব হয়েছেন বিরোধী দলের নেতারা ৷ এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি সুনীলরুদ্র মণ্ডল বলেন, "এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই কোনও ঘটনার প্রতিবাদ করলে একটা হুমকির বাতাবরণ সৃষ্টি করেছে তৃণমূলের নেতাকর্মীরা ৷" সিপিএমের জেলা সম্পাদক অজিত পতি বলেন, "একজন শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতের মত আচরণ করেছেন ৷ একটা মানুষ প্রতিবাদ করলে তাঁকে ক্লাস থেকে বের করে দিতে হয়, এই ঘৃন্ন কালচারের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ৷"