কলকাতা, 18 ফেব্রুয়ারি:লোকসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে । এর মাঝেই চোপড়ায় চার শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ এবার রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহিলা শাখাকে সেখানে যাওয়ার জন্য নির্দেশ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল সূত্র থেকে জানা গিয়েছে, শীঘ্রই চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল চোপড়া যাবে । তারা ওই চার শিশুর পরিবারের সঙ্গে কথা বলবে এবং এরপর তারা ফিরে এসে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট দেবে ।
মূলত ওই এলাকায় পৌঁছে এই প্রতিনিধিদল শুধুমাত্র পরিবারের সঙ্গে কথা বলেই ক্ষান্ত থাকবে না ৷ একইসঙ্গে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের বিরুদ্ধে বেআইনি নালা কাটার যে অভিযোগ উঠেছে, সেই নিয়েও তথ্য সংগ্রহ করবেন তৃণমূলের প্রতিনিধিরা। দলীয় সূত্রে খবর, সোমবার অর্থাৎ 19 ফেব্রুয়ারি জেলা নেতৃত্ব ও মহিলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য চোপড়া যাবেন । দলের তরফে তিনি সন্তান হারানো পরিবারদের পাশে থাকার বার্তা দেবেন ৷ একইসঙ্গে তাদের লড়াইয়ে যে তৃণমূল শেষ পর্যন্ত পাশে আছে, সে কথাও তুলে ধরবে প্রতিনিধি দল ।