কলকাতা, 21 মে: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ৷ শুক্রবার নাগাদ তা শক্তি বাড়িয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সম্প্রতি, বঙ্গোপসাগরে আসন্ন ঘূর্ণিঝড় নিয়ে সোশাল মিডিয়ায় খবর ছড়িয়েছে। সেই খবরে মান্যতা দিতে রাজি নয় আলিপুর। এই নিম্নচাপ থেকে সেই ঘূর্ণিঝড় তৈরি হবে কি না, সে ব্যাপারে কোনও নিশ্চয়তা এখনও পর্যন্ত হাওয়া অফিস দেয়নি। তবে মে মাসে ঘূর্ণিঝড় তৈরি হওয়া অস্বাভাবিক নয়। বর্ষা আসার ঠিক আগে এবং বিদায়ের ঠিক পরে ঘূর্ণিঝড়ের অনুকূল পরিস্থিতি থাকে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ থেকে পূর্ব বাংলাদেশের ওপর অবস্থান করছে। ঘূর্ণাবর্তটি পূর্ব উত্তর প্রদেশ, দক্ষিণ বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর বিস্তৃত। এই ঘূর্ণিঝড় সঞ্চালনটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। আগামিকাল দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা উত্তর-পূর্ব দিকে এগিয়ে 23 মে নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন অঞ্চলে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। তা 24 মে নাগাদ সকালে নিম্নচাপে পরিণত হবে।
পূর্বাভাস অনুযায়ী সোমবার দক্ষিণবঙ্গের সবক'টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে। ফলে যে ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে রাশ পড়েছে। উত্তরবঙ্গেও পরিস্থিতি একইরকম। সবক'টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আজ, মঙ্গলবার একই পরিস্থিতি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। তার উপর আগামিকাল বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিস্থিতি এই বৃষ্টিস্নাত পরিস্থিতিতে বাড়তি মাত্রা যোগ করবে। ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর হাত ধরে বর্ষা নির্ধারিত সময়ের আগে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে। 31 মে নাগাদ বর্ষা কেরলে প্রবেশ করবে বলে পূর্বাভাস রয়েছে। যা এই রাজ্যের বর্ষার আগাম প্রবেশের ইঙ্গিতবাহী।
সোমবার, কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের 2.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 92 শতাংশ, সর্বনিম্ন 54 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 5.1 মিলিমিটার। আজ, মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি এবং 25 ডিগ্রির আশেপাশে থাকবে।
আরও পড়ুন:
- মঙ্গলে কি অমঙ্গলের সংকেত আপনার ভাগ্যে, জেনে নিন রাশিফলে
- বন্যার ফলে উঁচু হয়েছে তিস্তা নদীর জলস্তর, উদ্বিগ্ন সেচ দফতর
- ঝড়-বৃষ্টিতে বিঘ্নিত পঞ্চম দফা, বনগাঁয় মোমবাতি জ্বালিয়ে চলল ভোটগ্রহণ