ETV Bharat / state

শীতের মধ্যরাতে জ্বলন্ত মোমবাতি থেকে বাড়িতে আগুন ! আহত 2 - FIRE BREAKS OUT IN DURGAPUR

মোমবাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়তেই বিপত্তি ! মোমবাতি থেকেই আগুন লাগে ঘরের পর্দায়। নিমেষে সেই আগুন ঘরে ছড়িয়ে পড়তেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ৷

FIRE BREAKS OUT IN DURGAPUR
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2025, 10:43 AM IST

দুর্গাপুর, 3 জানুয়ারি: মোমবাতির আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এক সবজি বিক্রেতার বাড়িতে। পুড়ে ছাই হয়ে যায় বাড়ির সমস্তকিছু। বৃহস্পতিবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে দুর্গাপুরের হস্টেল অ্যাভিনিউের স্টিল হাউজ কলোনিতে ৷ একটি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷

প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হলেও বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় ৷ পাশাপাশি, ওই বাড়ির গৃহকর্তা বিমান স্বর্ণকার ও তাঁর ছেলে অগ্নিকাণ্ডে আহত হন। দুর্গাপুর থানা এলাকার স্টিল হাউজ কলোনিতে দু-তিন দিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে ৷ বিদ্যুৎ না-থাকায় মোমবাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন বিমান স্বর্ণকার ও তাঁর ছেলে। সেই মোমবাতি থেকেই আগুন লাগে ঘরের পর্দায়। নিমেষে সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। দাউদাউ করে যখন আগুন জ্বলে ওঠায় লেলিহান শিখায় আহত হন বাবা ও ছেলে। কোনওরকমে তাঁরা বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ততক্ষণে প্রতিবেশীরাও বেরিয়ে পড়েছেন বাড়ির বাইরে।

জ্বলন্ত মোমবাতি থেকে বাড়িতে আগুন (ইটিভি ভারত)

বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগার কারণে আরও ভয়াবহ হয়ে ওঠে আগুন। প্রতিবেশী পূজা সিংহ বলেন, "রাত 2টোর সময় হঠাৎ ওই বাড়ির ছেলেটি চিৎকার করতে থাকে। আমরা বেরিয়ে দেখি আগুন জ্বলছে। চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির কর্তা সামান্য সবজি বিক্রেতা, ছেলেটি অন্যের গাড়ি চালায়। বউমা বাড়িতে ছিলেন না। নিমেষে আগুনে সমস্ত কিছু পুড়ে ছাই হতে দেখলাম। পাশাপাশি বাড়িগুলোতেও আগুন ধরে যায়, তবে তা সামান্য। কিন্তু তাদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।"

দমকল বিভাগের আধিকারিক পূর্ণেন্দু ভৌমিক বলেন, "বেশ কয়েকদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে, বাড়িতে মোমবাতি জ্বলছিল ৷ সেখান থেকেই আগুন আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে আমার মনে হয়। দমকলের একটি ইঞ্জিন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। যেহেতু ঘিঞ্জি কলোনি তাই আরও বড়সড় ঘটনা ঘটার আশঙ্কা ছিল। আগুনে আহত বাবা ও ছেলেকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।"

দুর্গাপুর, 3 জানুয়ারি: মোমবাতির আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এক সবজি বিক্রেতার বাড়িতে। পুড়ে ছাই হয়ে যায় বাড়ির সমস্তকিছু। বৃহস্পতিবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে দুর্গাপুরের হস্টেল অ্যাভিনিউের স্টিল হাউজ কলোনিতে ৷ একটি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷

প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হলেও বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় ৷ পাশাপাশি, ওই বাড়ির গৃহকর্তা বিমান স্বর্ণকার ও তাঁর ছেলে অগ্নিকাণ্ডে আহত হন। দুর্গাপুর থানা এলাকার স্টিল হাউজ কলোনিতে দু-তিন দিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে ৷ বিদ্যুৎ না-থাকায় মোমবাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন বিমান স্বর্ণকার ও তাঁর ছেলে। সেই মোমবাতি থেকেই আগুন লাগে ঘরের পর্দায়। নিমেষে সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। দাউদাউ করে যখন আগুন জ্বলে ওঠায় লেলিহান শিখায় আহত হন বাবা ও ছেলে। কোনওরকমে তাঁরা বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ততক্ষণে প্রতিবেশীরাও বেরিয়ে পড়েছেন বাড়ির বাইরে।

জ্বলন্ত মোমবাতি থেকে বাড়িতে আগুন (ইটিভি ভারত)

বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগার কারণে আরও ভয়াবহ হয়ে ওঠে আগুন। প্রতিবেশী পূজা সিংহ বলেন, "রাত 2টোর সময় হঠাৎ ওই বাড়ির ছেলেটি চিৎকার করতে থাকে। আমরা বেরিয়ে দেখি আগুন জ্বলছে। চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির কর্তা সামান্য সবজি বিক্রেতা, ছেলেটি অন্যের গাড়ি চালায়। বউমা বাড়িতে ছিলেন না। নিমেষে আগুনে সমস্ত কিছু পুড়ে ছাই হতে দেখলাম। পাশাপাশি বাড়িগুলোতেও আগুন ধরে যায়, তবে তা সামান্য। কিন্তু তাদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।"

দমকল বিভাগের আধিকারিক পূর্ণেন্দু ভৌমিক বলেন, "বেশ কয়েকদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে, বাড়িতে মোমবাতি জ্বলছিল ৷ সেখান থেকেই আগুন আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে আমার মনে হয়। দমকলের একটি ইঞ্জিন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। যেহেতু ঘিঞ্জি কলোনি তাই আরও বড়সড় ঘটনা ঘটার আশঙ্কা ছিল। আগুনে আহত বাবা ও ছেলেকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.