পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হনুমান পুজোয় আসা লকেটকে দেখে 'চোর' ও 'জয় বাংলা' স্লোগান তৃণমূল কর্মীদের - লকেট চট্টোপাধ্যায়

Slogan Against Locket Chatterjee: হনুমান পুজোয় আসা লকেট চট্টোপাধ্যায়কে দেখে 'চোর' ও 'জয় বাংলা' স্লোগান উঠল হুগলিতে ৷ রাস্তার ধারে তাঁর গাড়ি দেখে স্লোগান দিতে দেখা গেল তৃণমূল কর্মীদের ৷ এটাই শাসকদলের চরিত্র বলে পালটা দিলেন বিজেপি সাংসদও ৷

ETV Bharat
ইটিভি ভারত

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 9:39 PM IST

লকেটকে দেখে চোর ও জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীদের

ধনেখালি, 20 জানুয়ারি: বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে 'চোর' ও 'জয় বাংলা' স্লোগান দিলেন তৃণমূল কর্মীরা । ঘটনাটি ঘটেছে হুগলির ধনেখালিতে ৷ সাহেব হাটতলা তৃণমূলের সভার প্রস্তুতি চলছিল ৷ সেসময় শনিবার এখান থেকে হনুমান পুজো সেরে ফিরছিলেন হুগলির সাংসদ ৷ লকেটকে দেখে গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকেরা । সঙ্গে চলে স্লোগান দেওয়া ৷ শাসকদলের কর্মীদের অভিযোগ, একশো দিনের টাকা চুরি করেছে বিজেপি । তাই চোর স্লোগান দিয়ে আক্রমণ করা হচ্ছে । পালটা বিজেপির সাংসদ দাবি করেন, রামের কথা বলতে এসেও তৃণমূলের থেকে তাঁকে কুকথা শুনতে হচ্ছে ।

স্থানীয় তৃণমূল কর্মী মানিক নস্কর বলেন, "এখানে পুজো করতে এসেছেন ঠিক আছে । কিন্তু এখানে এসে উলটো পালটা কথা বললে হবে না । একশো দিনের টাকা, আবাস যোজনার টাকা চুরি করে সব নিয়ে নিয়েছেন ৷ সে কথা কেন বলছেন না ৷ ওই টাকা না পেলে চোর স্লোগান তো দেব । অমিত শাহের ছেলে জয় শাহ, শুভেন্দু অধিকারী কি ভালো ? তাঁরা টাকা চুরি করেননি ? 2009 সালে তমলুকে ওত টাকা কোথা থেকে খরচ করলেন শুভেন্দু অধিকারী । তিনি চুরি করেননি ? তখন তো সারদা, নারদার টাকা নিয়েছিলেন । চুরি তো উনিও করেছিলেন ।"

পালটা লকেট চট্টোপাধ্যায় বলেন, "আমরা অরাজনৈতিক অনুষ্ঠান করতে এসেছি ৷ রামকে নিয়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে ৷ অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী রামের বিরুদ্ধে মিছিল করছে, এরাও রামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে । এই জিনিস বাংলার মানুষ আর মেনে নেবে না । জয় বাংলা বলুক । বিভিন্ন তোলাবাজিতে তাদের নেতারা সবই জেলে আছে । সবেতে এরা যুক্ত আছে ৷ তাই অস্তিত্বের শেষ লড়াই করছে তারা । আমরা রামের কথা বলতে এসেছি ৷ আর এরা সেখানে গালি দিচ্ছে, এটাই তাদের চরিত্র ।" ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্রকে ফোন করা হলে তিনি জানান, রাজ্যে একশো দিনের টাকা বন্ধ, ঘরের টাকা বন্ধ । হঠাৎ পাঁচ বছর পর লকেট চট্টোপাধ্যায় এসে হনুমান চল্লিশা পাঠ করছেন । তাহলে তো মানুষ বিক্ষোভ দেখাবেই ।

এ দিন ধনিয়াখালি সাহেব হাটতলা এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হনুমান পুজো করেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় । ‌পুজো করে লাড্ডু বিতরণ সেরে তাঁর গাড়ি করে ফিরছিলেন তিনি । সেখান থেকে কয়েক মিটার দূরেই তৃণমূল কংগ্রেসের একটি পথসভার প্রস্তুতি চলছিল । সেই রাস্তা দিয়েই লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি যাওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কর্মীরা । হুগলির সাংসদকে লক্ষ্য করে চোর স্লোগান দেন তাঁরা । সেই সঙ্গে মাইক নিয়ে জয় বাংলা স্লোগান দিতেও দেখা যায় তাঁদের । তখন গাড়ির ভিতরেই ছিলেন লকেট চট্টোপাধ্যায় । যদিও সাংসদের গাড়ি সেখানে দাঁড়ায়নি ।

আরও পড়ুন:

  1. কালীঘাটের আরতি দেখে সংহতি মিছিল শুরু মমতার, যাবেন মসজিদ-গির্জা-গুরুদ্বারেও
  2. 'থানার গেট ভাঙতে দু'মিনিট লাগবে না', ওসিকে হুঁশিয়ারি বিজেপি নেতার
  3. সংহতি মিছিলের নামে অশান্তিকে অনুমোদন দিয়েছে আদালত, তীব্র কটাক্ষ শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details