পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশ কেন নিষ্ক্রিয় ? আপনাকে জবাব দিতে হবে, অগ্নিমিত্রার প্রশ্নের মুখে প্রতিমা - JOYNAGAR MINOR RAPE INCIDENT - JOYNAGAR MINOR RAPE INCIDENT

নাবালিকার দেহ সুরতহালের জন্য পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই মুখোমুখি দেখা হল তৃণমূলের সাংসদ প্রতিমা মণ্ডল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের ৷

Minor Rape Case
পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালের সামনে মুখোমুখি প্রতিমা ও অগ্নিমিত্রা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2024, 4:02 PM IST

জয়নগর, 5 অক্টোবর: চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর খুন করা হয়েছে ৷ এই অভিযোগে শনিবার সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ 24 পরগনার জয়নগর থানা এলাকা ৷ এই ঘটনাকে কেন্দ্র করে দুপুরে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালের সামনে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল এবং বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ এদিকে, ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করার দাবি তোলেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।

সাংসদ ওই এলাকায় পৌঁছলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ ৷ এমনকী তাঁকে দেখে 'গো ব্যাক' স্লোগানও দেন স্থানীয়দের একাংশ ৷ "পুলিশ কেন নিষ্ক্রিয় ? আপনাকে জবাব দিতে হবে দিদি !", তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলকে সামনাসামনি প্রশ্ন করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ৷

পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালের সামনে উত্তেজিত জনতা এবং নেতা-নেত্রীরা (ইটিভি ভারত)

নিহত নির্যাতিতা নাবালিকার দেহ সংরক্ষণের দাবিতে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালের সামনে ধর্না দেন অগ্নিমিত্রা ৷ এর মধ্যে হাসপাতালে পৌঁছন প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে মীনাক্ষী মুখোপাধ্যায়রা ৷ অন্যদিকে, মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যান হাসপাতালে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল ৷

তখনই হাসপাতালের সামনে বচসায় জড়ান তৃণমূল সাংসদ ও বিজেপি বিধায়ক ৷ পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কার্যত আঙুল উঁচিয়ে প্রশ্ন করতে থাকেন অগ্নিমিত্রা ৷ তাঁকে হাত জোড় করে কিছু বোঝানোর চেষ্টা করেন প্রতিমা ৷ কিন্তু অগ্নিমিত্রা বলতেই থাকেন, "আপনি এখানকার সাংসদ ৷ আপনি অভিভাবক ৷ আপনাকে জবাব দিতেই হবে ৷"

বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এদিন ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করার দাবি তোলেন ৷ তিনি বলেন, "ময়নাতদন্তের সম্পূর্ণ প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করতে হবে ৷ পরিবারের সদস্যরা ছাড়া সেখানে যেন কেউ না থাকে তাও নিশ্চিত করতে হবে ৷" পুলিশ দু'টি দাবিই মেনে নিয়েছে ৷ ভিডিয়োগ্রাফ হবে এবং পরিবারের একজনের উপস্থিতিতে ময়নাতদন্ত হবে ৷

হাসপাতাল চত্বরে দুই শিবির থেকে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়েন কর্মী-সমর্থকরা ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালের সামনে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী ৷

এদিকে এলাকায় গেলে কুলতলির তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলকে গ্রামবাসীরা তাড়া করেন ৷ সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ অভিযোগ, গতকাল এলাকায় এসে তৃণমূল বিধায়ক গ্রামবাসীদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন ৷ তিনি ফিরে যেতেই পুলিশ তাঁদের মারধর করে বলে অভিযোগ গ্রামবাসীদের ৷ এদিনও ফের জয়নগরে যান কুলতলির বিধায়ক ৷ ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, বিধায়ক যেতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা ৷ রীতিমতো তাড়া করেন বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলকে ৷

ABOUT THE AUTHOR

...view details