ঘাটাল, 13 ফেব্রুয়ারি:রাজ্য বাজেটে ঘাটালের মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ হয়েছে 500 কোটি টাকা ৷ যা নিয়ে বুধবার খুশিতে মিছিল করল তৃণমূল। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এহেন ঘোষণায় খুশি ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী। তিনি বলেন, "ঘাটালের জন্য লড়াই করা মানুষ, যাঁরা হারিয়ে গিয়েছেন তাঁদের জন্যও খুশির খবর।" যত তাড়াতাড়ি সম্ভব ঘাটালের কাজ সমাপ্ত হবে বলেই আশাবাদী। অন্যদিকে, ঘাটালের মানুষ খুশি হলেও কটাক্ষ বিজেপির।
এনিয়ে উচ্ছ্বসিত ঘাটালবাসী। এদিন দেব ভিডিয়োবার্তায় জানিয়েছেন, এ ছিল দীর্ঘদিনের লড়াই। যারা দীর্ঘদিন ধরে এই ঘাটাল মাস্টার প্রার্থনা লড়াই করেছেন তাঁরা হয়তো আজ আর নেই তবে তাঁদের জন্য উৎসর্গ করা হল এই ঘাটাল মাস্টার প্ল্যান। টেন্ডার এবং যাবতীয় কাজকর্ম এগিয়েছে ৷ মুখ্যমন্ত্রীর বরাদ্দের টাকায় যত তাড়াতাড়ি সম্ভব এই পরিকল্পনার রূপায়িত হবে ৷ তিনি ঘাটালের মানুষ ও মুখ্যমন্ত্রী মমতাকে ধন্যবাদ জানিয়েছেন ৷
প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের অন্যতম ডিভিশন হল এই ঘাটাল। যার বেশিরভাগ সময়টাই ডুবে থাকে প্রতিবছর বর্ষার জলে। জলের নাকানি-চোবানি খেয়ে মানুষ দীর্ঘদিন ধরে দাবি করে এসেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান করার। গত বাম আমল থেকে সেই দাবি ছিল। এরপর পট পরিবর্তনে তৃণমূল ক্ষমতায় আসে (2011) ৷ 2014 সালের লোকসভা নির্বাচনে সিপিআইএ প্রার্থী সন্তোষ রানার বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়াই করেছিলেন অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব।
সেই বছরই তিনি প্রথম প্রতিশ্রুতি দিয়েছিলেন, জিতে এলে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। কিন্তু, 2019 সালের লোকসভার আগে তিনি তা করতে পারেননি। এরপর তিনি প্রতিশ্রুতি দেন দ্বিতীয়বার টার্মে ফিরে এলে তিনি ঘাটালের মাস্টার প্ল্যান রূপায়িত করবেন। কিন্তু, 2024 এর লোকসভার আগে পর্যন্ত তিনি তা করতে পারেননি। অবশেষে 2024 লোকসভায় প্রচারে বেরিয়ে তিনি বলেছিলেন, জেতার পর ডিসেম্বরে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে ৷ এক বছরের মধ্যে যদি না-কাজ শুরু হয় তাহলে তিনি পরবর্তী ভোটের সময় এই লোকসভা থেকে দাঁড়াবেন না।