পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোট পরবর্তী হিংসা রুখতে প্রচার সন্দেশখালিতে, মাইকে শান্তির বার্তা তৃণমূল বিধায়কের - Post Poll Violence in Sandeshkhali - POST POLL VIOLENCE IN SANDESHKHALI

Post Poll Violence Prevention Initiative in Sandeshkhali: ভোটের দিন থেকে বারবার উত্তপ্ত হয়েছে সন্দেশখালি ৷ এবার ভোট পরবর্তী হিংসা রুখতে এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনতে মাঠে নামলেন খোদ তৃণমূল বিধায়ক ৷

Sandeshkhali
ভোট পরবর্তী হিংসা রুখতে সন্দেশখালিতে নয়া উদ্যোগ তৃণমূল বিধায়কের (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 10:09 PM IST

সন্দেশখালি, 6 জুন:ভোট পরবর্তী হিংসা ঠেকাতে অভিনব উদ্যোগ নিলেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ৷ মাইকিং করে প্রচারের মাধ‍্যমে সন্দেশখালির মানুষকে সতর্ক করে বলা হচ্ছে, কেউ কোনও প্ররোচনা কিংবা হিংসায় যেন না জড়ান ! তৃণমূল কংগ্রেস হিংসা, বিদ্বেষ এবং ধর্মীয় উসকানি পছন্দ করে না । তাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশে সন্দেশখালিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবে তৃণমূল ৷ এমনকী, সন্দেশখালিতে কেউ অশান্তি করতে এলে বিধায়ক সুকুমার মাহাতো অথবা পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার বার্তা দিয়েছেন বিধায়ক ।

ভোট পরবর্তী হিংসা রুখতে নয়া উদ্যোগ নিয়ে সন্দেশখালির বিধায়কের বক্তব্য (নিজস্ব ভিডিয়ো)

এই প্রচার নিয়ে সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, "প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এবার সন্দেশখালির মানুষ ভোট দিয়েছেন । বিজেপির যাবতীয় সন্ত্রাস, চক্রান্ত এবং ষড়যন্ত্র দূরে সরিয়ে সন্দেশখালির মানুষ তৃণমূলকে ভোট দেওয়ায় আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ । সন্দেশখালিতে যাতে শান্তিশৃঙ্খলা বজায় থাকে তার জন্য আমরা মাইকিং করে সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়ে বলছি, তাঁরা যেন কোনও প্ররোচনায় পা না দেন । সন্দেশখালির মানুষ শান্তিতে বসবাস করুক সেটাই আমরা চাই ।"

ভোট পরবর্তী হিংসা রুখতে একাধিক পদক্ষেপ লালবাজারের

ভোটের দিন ছাড়া লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি ৷ মিনাখাঁর আটপুকুরে একাধিক বিজেপি সমর্থকের বাড়ি এবং বাইকে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে শাসকশিবিরের বিরুদ্ধে । হাসনাবাদেও বিজেপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে । যখন বসিরহাট লোকসভায় ভোট পরবর্তী হিংসার ঘটনা বাড়ছে, তখন সেই লোকসভার অন্তর্গত সন্দেশখালি বিধানসভাতে অশান্তি ঠেকাতে এগিয়ে এলেন স্থানীয় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো । প্রচার করে এলাকাবাসীকে সতর্ক করার পাশাপাশি সেখানে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া হল তৃণমূলের উদ্যোগে ।

ভোটের অনেক আগে থাকতেই উত্তপ্ত সন্দেশখালি ৷ জানুয়ারি মাসের প্রথম দিকে এলাকার বেতাজ বাদশা বলে পরিচিত শেখ শাহাজাহানের বাড়িতে তল্লাশি চালাতে আসে ইডি ৷ সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর হামলা চালানো হয় ৷

ABOUT THE AUTHOR

...view details