সন্দেশখালি, 6 জুন:ভোট পরবর্তী হিংসা ঠেকাতে অভিনব উদ্যোগ নিলেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ৷ মাইকিং করে প্রচারের মাধ্যমে সন্দেশখালির মানুষকে সতর্ক করে বলা হচ্ছে, কেউ কোনও প্ররোচনা কিংবা হিংসায় যেন না জড়ান ! তৃণমূল কংগ্রেস হিংসা, বিদ্বেষ এবং ধর্মীয় উসকানি পছন্দ করে না । তাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশে সন্দেশখালিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবে তৃণমূল ৷ এমনকী, সন্দেশখালিতে কেউ অশান্তি করতে এলে বিধায়ক সুকুমার মাহাতো অথবা পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার বার্তা দিয়েছেন বিধায়ক ।
এই প্রচার নিয়ে সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, "প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এবার সন্দেশখালির মানুষ ভোট দিয়েছেন । বিজেপির যাবতীয় সন্ত্রাস, চক্রান্ত এবং ষড়যন্ত্র দূরে সরিয়ে সন্দেশখালির মানুষ তৃণমূলকে ভোট দেওয়ায় আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ । সন্দেশখালিতে যাতে শান্তিশৃঙ্খলা বজায় থাকে তার জন্য আমরা মাইকিং করে সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়ে বলছি, তাঁরা যেন কোনও প্ররোচনায় পা না দেন । সন্দেশখালির মানুষ শান্তিতে বসবাস করুক সেটাই আমরা চাই ।"