বহরমপুর, 4 জুন: 25 বছরের দুর্গ ধসে পড়ল 'পাঠানি' ইনিংসে ৷ 1999 সাল থেকে জিতে আসা বহরমপুর লোকসভা আসনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে হারালেন 85 হাজারের বেশি ভোটে ৷ অধীরের ঘূর্ণি পিচে লড়াইটা কঠিন জেনেই মাঠে নেমেছিলেন ইউসুফ পাঠান ৷ সমানে-সমানে টক্কর দিয়ে দিদি'র হাত শক্ত করলেন বিশ্বকাপজয়ী এই ভারতীয় ক্রিকেটার ৷ 2007 টি-20 বিশ্বকাপেই ভারতীয় দলের অভিষেকেই বিশ্বচ্যাম্পিয়নের স্বাদ পেয়েছিলেন ইউসুফ ৷ আর রাজনীতির ময়দানেও প্রথমবার নেমে টি-20র মেজাজে ব্যাটিং করে দলকে জেতালেন ভদোদরার এই ক্রিকেটার ৷
গণনা শেষ হওয়ার আগেই তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে বিজয় উৎসবে সামিল হন পাঠান ৷ ইউসুফের প্রাপ্ত ভোটের সংখ্যা 5 লক্ষ 24 হাজার 516 ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী অধীর চৌধুরী 4 লক্ষ 39 হাজার 494 ভোট ৷ বহরমপুরের 'রবিনহুড' পাঠানের কাছে হার মানে 85 হাজার 22 ভোটে ৷ তবে শেষ দু’রাউন্ডের গণনার হওয়ার আগেই এদিন বহরমপুরে তৃণমূলের বিজয়োৎসব শুরু হয়ে যায় ৷ পাঠানকেও দেখা যায় সেই উৎসবে সামিল হতে ৷ তবে, ভদোদরা থেকে বহরমপুরে এসে তৃণমূলের জয়ী প্রার্থী ইউসুফ জানান, বহরমপুর তাঁর আরও একটি ঘর হতে চলেছে ৷