বারুইপুরে প্রচারে সায়নী ঘোষ বারুইপুর, 12 মার্চ: বরাবরই ভোট আসলে প্রচারে চমক থাকে। আর ভোটের প্রার্থী যখন সায়নী সেখানে ব্যতিক্রম চমক তো থাকবেই । যেমনটা হল বারুইপুরে সায়নীয় প্রচারে । মঙ্গলবার বারুইপুরে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৷ প্রচারের সময় মোমো তৈরি করতে দেখা গেল প্রার্থীকে ৷ এদিন বারুইপুর কাছারি বাজার থেকে পদ্মপুকুর মোড় পর্যন্ত র্যালি করে প্রচার শুরু করেন সায়নী ৷
আসন্ন লোকসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৷ একটি সাংগঠনিক বৈঠকের মাধ্যমেই প্রার্থীর পরিচয় করান স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। উপস্থতি ছিলেন এলাকার কাউন্সিলর ও বারুইপুর পশ্চিম বিধানসভার পঞ্চায়েত প্রধান, বারুইপুর পৌরসভার উপ পৌর প্রধান গৌতম দাস ও আরও অনেকে ৷ দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন প্রার্থী ৷ তারপর মহিলা স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত আহারে বাংলা রেস্টুরেন্টে নিজের হাতে মহিলাদের সঙ্গে মোমো তৈরি করেন ৷ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎসাহ দেন তিনি।
এদিন প্রচারে নেমেই প্রার্থী সায়নী ঘোষ বলেন, "প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে যাদবপুরের আছি । তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে মানুষের পাশে 365 দিন থাকে। মানুষ সমস্ত কিছু দেখছে ৷ মানুষের পাশে যে সরকার রয়েছে সে সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ সন্দেশখালির ইস্যু শেষ হয়ে গিয়েছে ৷ তাই বিরোধীরা সন্দেশখালি নিয়ে নন্দীগ্রাম, সিঙ্গুর করার চেষ্টা করছে ।"
তিনি আরও জানান, যাদবপুরের মানুষ শিক্ষিত ৷ তারা আমাদের পাশে আছে ৷ গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের প্রর্থী ছিলেন মিমি চক্রবর্তী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে মিমিকে ব্যাপক মানুষ আশীর্বাদ দিয়েছে ৷ আমিও চাই এই লোকসভার নির্বাচনে মানুষ আমাকে দু’হাত ভরে আশীর্বাদ দেবে। এই দিন বিকালে বারুইপুর থেকে সোনারপুর দক্ষিণের বিভিন্ন এলাকায় প্রচার করেন তিনি। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা লাভলী মৈত্রর সাথে পায়ে হেঁটে জনসংযোগ করেন সায়নী ঘোষ। পথ চলতি মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন অভিনেত্রী সায়নী ঘোষ ৷
আরও পড়ুন:
- 'এবার আমাকে জেতান, নিরাশ করব না' আবেদন সায়নীর
- তৃণমূলের নায়িকা সংবাদ! প্রার্থী তালিকা থেকে বাদ মিমি-নুসরত, জুড়ল রচনা-সায়নী-জুনের নাম
- পাগড়িধারী আইপিএসকে 'খালিস্তানি' মন্তব্যে শুভেন্দুদের বিরুদ্ধে সরব তৃণমূল নেতৃত্ব থেকে রাহুল গান্ধি