পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সরকারি জমিতে তৃণমূলের কার্যালয় ! দাঁড়িয়ে থেকে ভাঙলেন দলের মন্ত্রী স্বপন দেবনাথ - SWAPAN DEBNATH - SWAPAN DEBNATH

TMC Party Office on Government Land: সম্প্রতি মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন সরকারি জমির উপর তৃণমূল কংগ্রেসের কোনও কার্যালয় থাকবে না ৷ এবার সেই নির্দেশ মেনেই পূর্বস্থলীর হেমাতপুর মোড়ে দলীয় কার্যালয় ভাঙা করালেন মন্ত্রী স্বপন দেবনাথ ৷

TMC Party Office on Government Land
তৃণমূলের কার্যালয় ভাঙলেন স্বপন দেবনাথ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2024, 7:19 AM IST

পূর্বস্থলী, 22 সেপ্টেম্বর: নিজে দাঁড়িয়ে থেকে সরকারি জায়গায় তৈরি হওয়া তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ । 1992 সালে পূর্বস্থলীর হেমাতপুর মোড়ে বাঁশের বেড়া ও একচালা টিনের ছাউনি দিয়ে তৃণমূলের দলীয় কার্যালয় তৈরি করা হয় । সেই কার্যালয় থেকেই বর্ধমান জেলায় প্রথম জয়ের মুখ দেখে দল ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে এবার সেই কার্যালয় ভাঙা করালেন পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক ৷

1998 সালে পূর্বস্থলী 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে বিজেপির সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস । 2003 সাল থেকে ওই এলাকায় সিপিএমের আধিপত্য কিছুটা হলেও কমতে থাকে । এরপর 2006 সালে পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হন স্বপন দেবনাথ ।

তাঁর মতে, জেলায় তৃণমূল কংগ্রেসের উত্থান হেমাতপুরের এই চালা ঘর থেকেই হয়েছিল । কিন্তু সেই দলীয় কার্যালয় তৈরি করা হয়েছিল সরকারি জমির উপর ৷ সম্প্রতি, তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সরকারি জমি থেকে সরিয়ে ফেলতে দলীয় কার্যালয় ৷ তাই বহু পুরনো এই কার্যালয় ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন মন্ত্রী ৷

স্বপন বলেন, "চল্লিশ বছর এই দলীয় কার্যালয়ে ছিলাম । এই কার্যালয়ের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে ৷ তবে মমতাদি নির্দেশ দিয়েছেন, সরকারি জমি থেকে দলের কার্যালয় সরিয়ে ফেলতে হবে ৷ তাই এই সিদ্ধান্ত ৷"

পুরনো স্মৃতি নিয়ে তিনি বলেন, "সিপিএমের বিরুদ্ধে লড়াই এখানে থেকেই শুরু হয় । 1992 সালে প্রথম পঞ্চায়েত পাই এখান থেকে । সেই উন্নয়নের ধারা আজও অব্যাহত । 1998 সালে বর্ধমান জেলায় একটাই পঞ্চায়েত সমিতি পেয়েছিলাম । পূর্বস্থলী-1 গ্রাম পঞ্চায়েত । সেই থেকে আজও সেই পঞ্চায়েত সমিতি আমাদের দখলে আছে ।"

সেই সঙ্গে মন্ত্রী আরও বলেন, "রামপুরহাট গ্রামীণ হাসপাতালের সামনে যখন রাস্তা প্রশস্ত হয়, তখন দাঁড়িয়ে থেকে আমি দলীয় কার্যালয় ভাঙা করিয়েছিলাম ৷ এই অফিসে আমার থাকার ঘর ছিল । ফলে খারাপ তো লাগবেই । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই তো কাজ করি । তাই আবার সেই নির্দেশ মেনেই কাজ করলাম ।"

ABOUT THE AUTHOR

...view details