পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘুমন্ত অবস্থায় আগুনে ঝলসে মৃত্যু এক শিশু সহ একই পরিবারের 3 জনের - Fire in Kalimpong

Kalimpong Fire: আগুনে ঝলসে মৃত্যু শিশু সহ একই পরিবারের তিন জনের। ভয়ানক ঘটনা কালিম্পংয়ের পেডং ব্লকে । প্রত্যন্ত গ্রাম হওয়ায় দমকল পৌঁছয় দেরিত, স্থানীয়রাও বিফল হন আগুন নেভাতে ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 18, 2024, 6:33 AM IST

Updated : Mar 18, 2024, 7:12 AM IST

আগুনে ঝলসে মৃত্যু এক শিশু সহ একই পরিবারের তিন জনের

কালিম্পং, 18 মার্চ :ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক শিশু সহ একই পরিবারের তিন জনের। ঘটনা কালিম্পং জেলার পেডং ব্লকের লোয়ার নিয়ঙ নামে এক প্রত্যন্ত গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত্যু হয়েছে রামকুমার বিশ্বকর্মা (42), তাঁর স্ত্রী লীলা দর্জি (34) ও তাঁদের তিন বছরের কন্যা সন্তানের। দম্পতির আরেক সন্তান লাভা বাজারে তার দাদুর বাড়িরে থাকায় ওই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছে জানা গিয়েছে।
এখনও পর্যন্ত পাওয়া খবরে, প্রত্যন্ত গ্রামের পাহাড়ি ঢালে একটি ছোট কাঠের বাড়িতে সন্তানদের নিয়ে বসবাস করেন ওই দম্পতি। রবিবার ভোর রাতে ঘুমিয়ে থাকার সময়ই ঘরের উনুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কাঠের ঘর হওয়ায় মুহুর্তে আগুন গোটা ঘরকে গ্রাস করে। ঘরের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তিনজনের বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

প্রথমে আগুন দেখে আশেপাশের গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তারা বিফল হন। প্রত্যন্ত গ্রাম হওয়ায় দমকলের পৌঁছতেও দেরি হয় । এরপর যতক্ষনে দমকল ঘটনাস্থলে পৌঁছয় ততক্ষণে গোটা বাড়ি পুড়ে খাক হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর দুপুর নাগাদ পেডং থানার পুলিশ ওই তিনজনের দেহ উদ্ধার করে কালিম্পং জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। কালিম্পংয়ের জেলাশাসক বালাশুভ্রমণিয়ম টি বলেন, "ঘটনার পরই পুলিশকে পদক্ষেপ করতে বলা হয়েছে। দম্পতির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের সবরকম সহযোগিতা করা হবে।" প্রত্যন্ত পাহাড়ি গ্রামে আগুন লাগার ঘটনায় স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে দমকলের সক্রিয়তা নিয়ে । আগুন নেভানোর প্রক্রিয়া এতটাই বিলম্ব হয় যে, বাঁচানো গেল না পরিবারের তিন সদস্যকে । গোটা ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ।

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ল পাশের ঝুপড়িতে, ধ্বংসস্তূপে চাপা একাধিক
  2. বানতলায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন! কয়েকঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  3. কয়েকঘণ্টা পরেও দাসপুরে জ্বলছে ধূপের কারখানা, আগুন নেভানোর কাজে 6টি ইঞ্জিন
Last Updated : Mar 18, 2024, 7:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details