কলকাতা, 26 সেপ্টেম্বর: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফের উত্তেজনা ৷ বুধবার আরজি কর হাসপাতালে 12 জনকে ডেকে পাঠিয়েছিল এনকোয়ারি কমিটি ৷ তাঁদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ রয়েছে ৷ পাশাপাশি ডেকে পাঠানো হয়েছিল অভিযোগকারীদেরও ৷ এদিন সকাল থেকে এই পরিস্থিতির জেরে একাধিকবার বিক্ষোভ দেখা যায় প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং-এর সামনে ৷
এই থ্রেট সিন্ডিকেটের অন্যতম মুখ হিসাবে যাঁর নাম উঠে আসে তিনি আশিস পাণ্ডে ৷ জানা গিয়েছে, তিনি তৃণমূল নেতা ৷ অভিযোগ, আশিস আরজি কর দুর্নীতি ও চিকিৎকস ধর্ষণ-খুনে অভিযুক্ত সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ৷ থ্রেট সিন্ডিকেটের উল্লেখযোগ্য মুখ ৷ শুধু আশিস পাণ্ডে নয়, বুধবার যাঁদের ডেকে পাঠানো হয়েছিল, তাঁরা সবাই আরজি কর হাসপাতালে সিন্ডিকেটের অন্যতম পরিচিত মুখ ।
আরজি করে থ্রেট কালচারে অভিযুক্তদের দেখে বিক্ষোভে ফেটে পড়লেন আন্দোলনকারীরা (ইটিভি ভারত) এদিন 12 জনকে ডেকে পাঠালেও তদন্ত হয়েছে 6 জনের বিরুদ্ধে । বাকিদের ফের ডাকা হবে ৷ আরজি কর হাসপাতাল থেকে বেরনোর সময় বিক্ষোভের মুখে পড়তে হয় অভিযুক্তদের ৷ তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা ৷ আশিস পাণ্ডেকে দেখে 'চোর চোর' স্লোগান দেওয়া হয় ৷ প্লাটিনাম জুবিলি বিল্ডিং থেকে তাঁকে আরজি কর হাসপাতালের ছ'নম্বর গেট পর্যন্ত রীতিমতো ধাওয়া করা হয় ৷ সেই সময় পরিস্থিতি সামাল দেয় সিআইএসএফ জওয়ানরা ৷ এদিকে অভিযোগ, হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার পর নির্জন বাগচী এবং আশিস পাণ্ডেকে মারধর করা হয়েছে । পরে সিআইএসএফ একটি হলুদ ট্যাক্সি ডেকে তাতে দু'জনকে উঠিয়ে দেয় ৷
এই ঘটনা প্রসঙ্গে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, তাঁরা কেউ অভিযুক্ত আশিস পাণ্ডে বা অন্য কাউকে মারধর করেননি ৷ জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, "ছাত্রদের অনেক ক্ষোভ ছিল ৷ সে সবকিছু আমরা তদন্ত কমিটিকে জানিয়েছি ৷ যাঁরা আজ এসেছিলেন তাঁরা এই থ্রেট কালচারের জনক ৷ স্লোগান, শাউটিং হয়েছে ৷ মারধর করা হয়নি ৷ আমরা আইনের উপর ভরসা রেখেছি ৷ এই থ্রেট কালচার নিয়ে যে তদন্ত চলছে, আমরা তার দ্রুত রিপোর্ট চাই ৷ দাবি করছি, সেই রিপোর্ট যেন সকলের সামনে প্রকাশ করা হয় ৷"