কলকাতা, 6 জানুয়ারি:রাসবিহারী, চেতলা এলাকার এক সময়ের খ্যাতনামা স্কুল চেতলা বয়েজ এবার হাজির নতুন রূপে । হারানো সুনাম ফেরাতে শতবর্ষ পুরনো এই স্কুল সেজে উঠেছে নবকলেবরে । সেখানে চালু হল ইংরেজি মাধ্যম পঠন পাঠন । প্রতিটা শ্রেণিকক্ষ এখন স্মার্ট ক্লাসরুম । এদিন এই নতুন মাধ্যম চালু করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও মেয়র ফিরহাদ হাকিম । উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়-সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা ।
প্রথম শ্রেণি থেকে একেবারে দ্বাদশ শ্রেণি । দু হাজারেরও বেশি ছাত্র । তবে সময়ের সঙ্গে সঙ্গেই জরাজীর্ণ হয়েছে এই স্কুল ভবন । ছাত্র কমছে । সার্বিক ভাবে পরিস্থিতি খারাপ হচ্ছিল । এই স্কুল থেকেই অনুপ ঘোষাল থেকে বাপ্পী লাহিড়ী-সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি উত্তীর্ণ হয়ে বেরিয়েছেন । মেয়র ফিরহাদ হাকিম নিজেও এই স্কুলের ছাত্র ছিলেন । নিজের স্কুলের ঐতিহ্য ধরে রাখতে উদ্যোগ নেন তিনি ।
শতবর্ষ পুরনো চেতলা বয়েজে শুরু হল ইংরেজি মাধ্যম (নিজস্ব ভিডিয়ো) সম্প্রতি চেতলা এলাকায় পুরসভার একটি প্রাথমিক স্কুল ইংরেজি মাধ্যম করা হয়েছে । যেহেতু এই সমস্ত স্কুলে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা বা প্রান্তিক ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করে, তাই প্রশ্ন উঠেছিল চতুর্থ শ্রেণির পর কোথায় ভর্তি হবে তারা ? ফের কি ফিরতে হবে বাংলা মাধ্যমে ? সেই সমস্যার সমাধানও হল । প্রান্তিক ঘরের ছেলেমেয়েরাও এখন এই স্কুলে নিখরচায় ইংরেজি মাধ্যমে পড়বে । স্কুলের গোটা ভবনটি নতুন করে রং করে ঝাঁ চকচকে করা হয়েছে ৷ প্রতিটি ক্লাসঘরে থাকছে এসি, কাঁচের জানলা, আধুনিক মানের লোহার টেবিল-চেয়ার, আছে ইলেকট্রনিক্স স্মার্ট বোর্ড ।
স্মার্ট ক্লাসে হবে পঠন পাঠন (নিজস্ব চিত্র) এদিন এই স্কুলে ইংরেজি মাধ্যমের উদ্বোধন করতে এসে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "দীর্ঘ বছর ধরে একটা চিন্তাধারা চলে আসত ৷ তা হল বাংলা বনাম ইংরেজি । মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সেই ভাবনাচিন্তায় বদলে এসেছে, 'বনাম'-এর পরিবর্তে হয়েছে 'এবং'। বাংলা মাধ্যমে পড়ানো হবে পাশাপাশি ইংরেজি মাধ্যমেও পড়ানো হবে । সাম্প্রতিক সময়ে স্টার থিয়েটার হলের নাম বদল করে মুখ্যমন্ত্রী রাখেন বিনোদিনী থিয়েটার । যুগ যুগ ধরে চলে আসা আক্ষেপের অবসান ঘটিয়ে তিনি নটী বিনোদিনীকে তাঁর যোগ্য সম্মান জানান ৷ একইভাবে আজকের এই নতুন মাধ্যম শুরু করার মধ্যে দিয়ে চেতলা বয়েজ বাংলার সঙ্গেই ইংরেজি ভাষা - এই দুই ভাষারই শিকড় শক্ত করবে এখন থেকে ।"
শতবর্ষ পুরনো ঐতিহ্যবাহী চেতলা বয়েজ স্কুল (নিজস্ব চিত্র) এদিনের অনুষ্ঠানে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "এখান থেকে অনেক কৃতী ছাত্র উত্তীর্ণ হয়ে বেরিয়েছে । একটা সময়ে রাজ্যে স্কুল থেকে ইংরেজি তুলে দেওয়া হয়েছিল । যাঁরা এই নীতি নিয়েছিলেন, তাঁদের ছেলেমেয়েরা কেউই বাংলা মাধ্যমে পড়াশোনা করেননি । তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ইংরেজি এবং বাংলাকে সম গুরুত্ব দেওয়া হয়েছে । সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল গজিয়ে উঠেছে, যেখানে শিক্ষক-শিক্ষিকারা সম্পূর্ণভাবে প্রশিক্ষিত নন । অনেক ক্ষেত্রেই ভুল ইংরেজি শব্দ বলেন ও শেখান । আর মোটা অংকের টাকা খরচ করে সেখানে পড়াশোনা করতে হয় ছেলেমেয়েদের । আমাদের এই সরকারি স্কুল ও কর্পোরেশনের স্কুল ইংরেজি মাধ্যম হওয়ায় এখানে বিনা খরচায় ইংরেজি ভাষা শিক্ষা গ্রহণ করতে পারবে যে কোনও ছেলে মেয়ে ।"
স্মার্ট ক্লাসে ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, মালা রায়রা (নিজস্ব চিত্র) চেতলা বয়েজে শুরু হল ইংরেজি মাধ্যম (নিজস্ব চিত্র)