বোলপুর, 23 জানুয়ারি: শান্তিনিকেতনে নিজের 'প্রতীচী' বাড়িতে ফিরলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন । 'ভারতরত্ন' অধ্যাপককে ফুলের স্তবক দিয়ে বাড়িতে স্বাগত জানান বীরভূমের জেলাশাসক বিধান রায় ও বোলপুরের মহকুমাশাসক অয়ন নাথ ৷ অমর্ত্য সেন জানান, তাঁর শরীর ভালো আছে ৷ তিনি 3 থেকে 4 সপ্তাহ এখানে থাকবেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিশেষ খেয়াল রাখতে বলেছেন বলে অর্থনীতিবিদকে জানান বীরভূমের জেলাশাসক ৷
শান্তিনিকেতনে তাঁর পৈত্রিক ভিটে 'প্রতীচী' বাড়ি নিয়ে জমি জট এখন অতীত । তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হওয়ার পরে পরেই আগের মতোই বিশ্বভারতীর সঙ্গে সুসম্পর্ক নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ৷ এদিন, সন্ধ্যায় শান্তিনিকেতনের বাড়িতে আসেন তিনি ৷ বর্তমানে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক অধ্যাপক হিসাবে নিযুক্ত । তাই প্রায় সময়ই তাঁকে বিদেশে থাকতে হয় ৷ তবে যখনই সময় পান শান্তিনিকেতনের বাড়িতে চলে আসেন ৷
এদিন, তাঁর কনভয় বাড়িতে ঢোকে । অধ্যাপক সেন ফিরতেই বাড়িতে খুশির হাওয়া ৷ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, "শরীর ভালোই আছে ৷ 91 বছর বয়সে যতটা ভালো থাকা যায় ততটাই আছে । এখানে 3 থেকে 4 সপ্তাহ থাকব ৷" তবে কোনও অনুষ্ঠান বা কর্মসূচিতে যোগ দেওয়ার কথা এখনও নেই বলে জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ৷
বাড়িতে তাঁকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান বীরভূমের জেলাশাসক বিধান রায় । তিনি অধ্যাপক সেনকে বলেন, "সিএম ম্যাডাম আপনার সমস্ত রকম খোঁজ নিতে বলেছেন, খেয়াল রাখতে বলেছেন ৷ যে কোনও বিষয়ে আপনি জানাবেন ।"
উল্লেখ্য, 'ভারতরত্ন' নোবেলজয়ী অমর্ত্য সেন জেড ক্যাটাগরির নিরাপত্তা পান ৷ তিনি আসার আগেই বম্ব স্কোয়াড, দমকলের একটি ইঞ্জিন তাঁর বাড়ির কাছে মোতায়েন করা হয় ৷ রয়েছে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা ।