শিলিগুড়ি, 6 নভেম্বর: ফের নিষ্ফলা হল চা-বাগানের শ্রমিকদের বোনাসের দাবিতে ত্রিপাক্ষিক বৈঠক । বোনাস ইস্যুতে এই নিয়ে এক ডজনেরও বেশি বৈঠক ভেস্তে গেল ।
বুধবার কলকাতায় শ্রমিক ভবনে পাহাড়ের চা-বাগানের শ্রমিকদের বোনাসের ইস্যুতে ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছিল রাজ্যের শ্রম দফতর । ওই বৈঠকে শ্রমমন্ত্রী মলয় ঘটক, শ্রম দফতরের সচিব, যুগ্মসচিব-সহ অন্যান্য আধিকারিকরা, পাহাড়ের চা-বাগানের আটটি শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না মালিকপক্ষের কোনও প্রতিনিধি । যার ফলে এদিনের বৈঠক ভেস্তে যায় । যদিও আগামী ত্রিপাক্ষিক বৈঠকটি 16 নভেম্বর শিলিগুড়ির শ্রমিক ভবনে হবে বলে জানিয়েছে শ্রম দফতর । মালিকপক্ষের এহেন অসহযোগিতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে শ্রমিক সংগঠনগুলো ।
দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক তথা সিটুর সম্পাদক সমন পাঠক বলেন, "এটা পরিষ্কার যে মালিকপক্ষ শ্রমিকদের কথা চিন্তাই করে না । একের পর এক বাহানা দিয়ে তারা বৈঠককে বিফল করছে । পাহাড়ে বোনাসের দাবিতে বনধ হলেও শ্রম দফতর এবং মালিকপক্ষের টনক নড়েনি ৷ পরবর্তী বৈঠক 16 নভেম্বর শিলিগুড়ির শ্রমিক ভবনে হবে । সেখানেও যদি আমাদের দাবি না-মানা হয় তবে এবার পাহাড়ে তীব্র আন্দোলন হবে ।"