ETV Bharat / bharat

ইন্ডিয়া শিবির থেকে বাদ দিন কংগ্রেসকে, শরিকদের বলল আপ - CONGRESS AAP CLASH IN DELHI

বিধানসভা নির্বাচন ঘিরে সরগরম দিল্লি ৷ 'ইন্ডিয়া'র কংগ্রেস ও আপের মধ্যে তরজা তুঙ্গে ৷ কংগ্রেসকে 'ইন্ডিয়া' শিবির থেকে বাদ দেওয়ার দাবিও তুলল আপ ৷

AAP Press Conference
আপ নেতা সঞ্জয় সিং ও দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীর সাংবাদিক বৈঠক (ছবি: পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2024, 7:07 PM IST

নয়াদিল্লি, 26 ডিসেম্বর: আসন্ন ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা ভোটের আগে 'ইন্ডিয়া' ব্লকে ফাটল ! এই ভোটে আম আদমি পার্টিকে (আপ) হারাতে কংগ্রেস, বিজেপির সঙ্গে জোট বেঁধেছে বলে অভিযোগ তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী ৷ বুধবার সাংবাদিক বৈঠকে তিনি এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং অভিযোগ করেন, কংগ্রেসের কাজকর্মের ফলে 'ইন্ডিয়া' ব্লকে ভাঙন ধরছে ৷ তাঁদের হুঁশিয়ারি, কংগ্রেস নেতা অজয় মাকেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ৷

অতিশী দাবি করেন, "আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত ও ফারহাদ সুরির নির্বাচনের জন্য টাকা ঢালছে বিজেপি ৷ নয়াদিল্লি কেন্দ্রে কেজরিওয়ালের বিরুদ্ধে সন্দীপ দীক্ষিতকে প্রার্থী করেছে কংগ্রেস ৷ এছাড়া জঙ্গপুরায় মণীশ সিসোদিয়ার প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়েছে ফারহাদ সুরিকে ৷" তিনি প্রশ্ন করেন, "আপকে নিয়ে এত সমস্যা থাকলে, লোকসভা ভোটে আমাদের সঙ্গে জোট বাঁধল কেন কংগ্রেস ?"

অন্যদিকে সঞ্জয় সিং বলেন, "হরিয়ানায় বিধানসভা ভোটের সময় কংগ্রেসের বিরুদ্ধে একটি কথাও বলিনি আমরা ৷ মনে হচ্ছিল, কংগ্রেস বিজেপির লিখে দেওয়া স্ক্রিপ্ট পড়ছে ৷ ওদের প্রার্থিতালিকা দেখে মনে হচ্ছিল সেটা বিজেপির কার্যালয়ে বসে ঠিক করা হয়েছে ৷"

কংগ্রেসের সিনিয়র নেতা অজয় মাকেনের বিরুদ্ধে আপ সাংসদ অভিযোগ করেন, তিনি বিজেপিকে হারানোর দিকে নজর না দিয়ে উল্টে আপ-কেই নিশানা করেছেন ৷ সঞ্জয় সিং বলেন, "অজয় মাকেন, অরবিন্দ কেজরিওয়ালকে দেশদ্রোহী বলে উল্লেখ করেছেন ৷ তিনি সব সীমা ছাড়িয়ে গিয়েছেন ৷ অতীতে কংগ্রেসের জন্য নির্বাচনী প্রচার করেছেন কেজরিওয়াল ৷ এখন তাঁর বিরুদ্ধেই কংগ্রেস এফআইআর করেছে ৷ কংগ্রেস বিজেপি নেতাদের বিরুদ্ধে একটিও এফআইআর করেনি ৷"

অতিশীও একই সুরে বলেন, "কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত এবং ফারহাদ সুরি বিজেপির থেকে সমর্থন পাচ্ছেন ৷ এবার তো 'ইন্ডিয়া' ব্লকের প্রতি কংগ্রেসের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে ৷ "

এই পরিস্থিতিতে অজয় মাকেন-সহ অন্য কংগ্রেস নেতাদের বিরুদ্ধে 24 ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে আপ ৷ আর কোনও পদক্ষেপ না করলে ইন্ডিয়া ব্লক থেকে কংগ্রেসকে বাদ দেওয়ার দাবিতে সরব হবে কেজরিওয়ালের দল ৷ সঞ্জয় সিং বলেন, "আমরা অন্য দলগুলিকে বলব, এই জোট থেকে কংগ্রেসকে বাদ দেওয়া হোক ৷"

নয়াদিল্লি, 26 ডিসেম্বর: আসন্ন ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা ভোটের আগে 'ইন্ডিয়া' ব্লকে ফাটল ! এই ভোটে আম আদমি পার্টিকে (আপ) হারাতে কংগ্রেস, বিজেপির সঙ্গে জোট বেঁধেছে বলে অভিযোগ তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী ৷ বুধবার সাংবাদিক বৈঠকে তিনি এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং অভিযোগ করেন, কংগ্রেসের কাজকর্মের ফলে 'ইন্ডিয়া' ব্লকে ভাঙন ধরছে ৷ তাঁদের হুঁশিয়ারি, কংগ্রেস নেতা অজয় মাকেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ৷

অতিশী দাবি করেন, "আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত ও ফারহাদ সুরির নির্বাচনের জন্য টাকা ঢালছে বিজেপি ৷ নয়াদিল্লি কেন্দ্রে কেজরিওয়ালের বিরুদ্ধে সন্দীপ দীক্ষিতকে প্রার্থী করেছে কংগ্রেস ৷ এছাড়া জঙ্গপুরায় মণীশ সিসোদিয়ার প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়েছে ফারহাদ সুরিকে ৷" তিনি প্রশ্ন করেন, "আপকে নিয়ে এত সমস্যা থাকলে, লোকসভা ভোটে আমাদের সঙ্গে জোট বাঁধল কেন কংগ্রেস ?"

অন্যদিকে সঞ্জয় সিং বলেন, "হরিয়ানায় বিধানসভা ভোটের সময় কংগ্রেসের বিরুদ্ধে একটি কথাও বলিনি আমরা ৷ মনে হচ্ছিল, কংগ্রেস বিজেপির লিখে দেওয়া স্ক্রিপ্ট পড়ছে ৷ ওদের প্রার্থিতালিকা দেখে মনে হচ্ছিল সেটা বিজেপির কার্যালয়ে বসে ঠিক করা হয়েছে ৷"

কংগ্রেসের সিনিয়র নেতা অজয় মাকেনের বিরুদ্ধে আপ সাংসদ অভিযোগ করেন, তিনি বিজেপিকে হারানোর দিকে নজর না দিয়ে উল্টে আপ-কেই নিশানা করেছেন ৷ সঞ্জয় সিং বলেন, "অজয় মাকেন, অরবিন্দ কেজরিওয়ালকে দেশদ্রোহী বলে উল্লেখ করেছেন ৷ তিনি সব সীমা ছাড়িয়ে গিয়েছেন ৷ অতীতে কংগ্রেসের জন্য নির্বাচনী প্রচার করেছেন কেজরিওয়াল ৷ এখন তাঁর বিরুদ্ধেই কংগ্রেস এফআইআর করেছে ৷ কংগ্রেস বিজেপি নেতাদের বিরুদ্ধে একটিও এফআইআর করেনি ৷"

অতিশীও একই সুরে বলেন, "কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত এবং ফারহাদ সুরি বিজেপির থেকে সমর্থন পাচ্ছেন ৷ এবার তো 'ইন্ডিয়া' ব্লকের প্রতি কংগ্রেসের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে ৷ "

এই পরিস্থিতিতে অজয় মাকেন-সহ অন্য কংগ্রেস নেতাদের বিরুদ্ধে 24 ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে আপ ৷ আর কোনও পদক্ষেপ না করলে ইন্ডিয়া ব্লক থেকে কংগ্রেসকে বাদ দেওয়ার দাবিতে সরব হবে কেজরিওয়ালের দল ৷ সঞ্জয় সিং বলেন, "আমরা অন্য দলগুলিকে বলব, এই জোট থেকে কংগ্রেসকে বাদ দেওয়া হোক ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.