নয়াদিল্লি, 26 ডিসেম্বর: আসন্ন ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা ভোটের আগে 'ইন্ডিয়া' ব্লকে ফাটল ! এই ভোটে আম আদমি পার্টিকে (আপ) হারাতে কংগ্রেস, বিজেপির সঙ্গে জোট বেঁধেছে বলে অভিযোগ তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী ৷ বুধবার সাংবাদিক বৈঠকে তিনি এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং অভিযোগ করেন, কংগ্রেসের কাজকর্মের ফলে 'ইন্ডিয়া' ব্লকে ভাঙন ধরছে ৷ তাঁদের হুঁশিয়ারি, কংগ্রেস নেতা অজয় মাকেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ৷
অতিশী দাবি করেন, "আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত ও ফারহাদ সুরির নির্বাচনের জন্য টাকা ঢালছে বিজেপি ৷ নয়াদিল্লি কেন্দ্রে কেজরিওয়ালের বিরুদ্ধে সন্দীপ দীক্ষিতকে প্রার্থী করেছে কংগ্রেস ৷ এছাড়া জঙ্গপুরায় মণীশ সিসোদিয়ার প্রতিপক্ষ হিসাবে দাঁড় করিয়েছে ফারহাদ সুরিকে ৷" তিনি প্রশ্ন করেন, "আপকে নিয়ে এত সমস্যা থাকলে, লোকসভা ভোটে আমাদের সঙ্গে জোট বাঁধল কেন কংগ্রেস ?"
कांग्रेस नेता अजय माकन की सच्चाई👇
— AAP (@AamAadmiParty) December 26, 2024
पार्टी - कांग्रेस
काम - BJP के लिए pic.twitter.com/Io68fmjqoU
অন্যদিকে সঞ্জয় সিং বলেন, "হরিয়ানায় বিধানসভা ভোটের সময় কংগ্রেসের বিরুদ্ধে একটি কথাও বলিনি আমরা ৷ মনে হচ্ছিল, কংগ্রেস বিজেপির লিখে দেওয়া স্ক্রিপ্ট পড়ছে ৷ ওদের প্রার্থিতালিকা দেখে মনে হচ্ছিল সেটা বিজেপির কার্যালয়ে বসে ঠিক করা হয়েছে ৷"
दिल्ली में कांग्रेस का सच👇
— AAP (@AamAadmiParty) December 26, 2024
BJP के किसी नेता के ख़िलाफ़ FIR ❌
AAP नेताओं के ख़िलाफ़ FIR ✅ pic.twitter.com/Z3BXcNNZzh
কংগ্রেসের সিনিয়র নেতা অজয় মাকেনের বিরুদ্ধে আপ সাংসদ অভিযোগ করেন, তিনি বিজেপিকে হারানোর দিকে নজর না দিয়ে উল্টে আপ-কেই নিশানা করেছেন ৷ সঞ্জয় সিং বলেন, "অজয় মাকেন, অরবিন্দ কেজরিওয়ালকে দেশদ্রোহী বলে উল্লেখ করেছেন ৷ তিনি সব সীমা ছাড়িয়ে গিয়েছেন ৷ অতীতে কংগ্রেসের জন্য নির্বাচনী প্রচার করেছেন কেজরিওয়াল ৷ এখন তাঁর বিরুদ্ধেই কংগ্রেস এফআইআর করেছে ৷ কংগ্রেস বিজেপি নেতাদের বিরুদ্ধে একটিও এফআইআর করেনি ৷"
অতিশীও একই সুরে বলেন, "কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত এবং ফারহাদ সুরি বিজেপির থেকে সমর্থন পাচ্ছেন ৷ এবার তো 'ইন্ডিয়া' ব্লকের প্রতি কংগ্রেসের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে ৷ "
#WATCH | Delhi CM Atishi says, " congress's action makes it clear that the party has made some arrangements with bjp for delhi elections. yesterday, congress's senior leader ajay maken said that arvind kejriwal is anti-national. i want to ask the congress party if they have ever… pic.twitter.com/eoWpD6Guvr
— ANI (@ANI) December 26, 2024
এই পরিস্থিতিতে অজয় মাকেন-সহ অন্য কংগ্রেস নেতাদের বিরুদ্ধে 24 ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে আপ ৷ আর কোনও পদক্ষেপ না করলে ইন্ডিয়া ব্লক থেকে কংগ্রেসকে বাদ দেওয়ার দাবিতে সরব হবে কেজরিওয়ালের দল ৷ সঞ্জয় সিং বলেন, "আমরা অন্য দলগুলিকে বলব, এই জোট থেকে কংগ্রেসকে বাদ দেওয়া হোক ৷"