ETV Bharat / state

যৌতুকে পালঙ্ক না-মেলায় বিয়ের দেড় মাসের মাথায় স্ত্রীকে খুন ! গ্রেফতার স্বামী - HUSBAND KILLS WOMAN

গত 17 নভেম্বর বিয়ে হয়েছিল 18 বছরের তরুণীর ৷ তারপর থেকে যৌতুক নিয়ে তাঁকে চাপ দেওয়া হত ও তাঁর উপর অত্যাচার চলত বলে অভিযোগ ৷

Husband Kills Woman
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 13 hours ago

ভাঙড়, 26 ডিসেম্বর: যৌতুক হিসেবে পালঙ্ক চেয়ে না-মেলায় বিয়ের দেড় মাসের মাথায় স্ত্রীকে খুনের অভিযোগ ৷ পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত স্বামীকে ৷ ধৃতের নাম অরূপ নস্কর ৷ ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার কালিকাপুর মুড়োগাছিতে ৷

মৃত বধূর নাম সীতা মণ্ডল (18) ৷ দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ের চন্দনেশ্বর থানা এলাকায় তাঁর বাবার বাড়ি ৷ মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, অরূপের সঙ্গে দেখাশোনা করে গত 17 নভেম্বর বিয়ে হয়েছিল সীতার । অরূপ কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় একটি লেদার কারখানায় কাজ করেন । অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে স্ত্রীর উপর অত্যাচার চালাতেন তিনি । এমনকি অরূপ নস্কর বউদির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বলেও অভিযোগ ৷

বিয়ের দেড় মাসের মাথায় স্ত্রীকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে (ইটিভি ভারত)

সীতার পরিবার জানিয়েছে, 24 ডিসেম্বর রাতে শেষবারের মতো পরিবারের সঙ্গে কথা হয় মেয়ের । এরপর 25 ডিসেম্বর সকালে বারবার বাবা ও মা সীতাকে ফোন করতে থাকলে তিনি ফোন ধরেননি । দুপুরবেলা মেয়ের বাবাকে ফোন করে শ্বশুরবাড়ির তরফে জানানো হয় সীতার মৃত্যু হয়েছে ।

পরিবারের অভিযোগ, পণের দাবিতে বিয়ের পর থেকেই সীতার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন তাঁর স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজন । তাঁরাই সীতাকে খুন করেছেন । ঘটনায় স্বামী অরূপ নস্কর, শ্বশুর প্রণব নস্কর, ভাসুর স্বরূপ নস্কর ও বৌদি পূজা নস্করের বিরুদ্ধে সোনারপুর থানার খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার । তার ভিত্তিতে গ্রেফতার করা হয় অরূপকে । বারুইপুর পুলিশ জেলার ডিএসপি ক্রাইম ফয়সেল বিন আহমেদ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে ৷

অন্যদিকে সীতার বাবা দিব্যকুমার মণ্ডল বলেন, "মেয়েকে নিজের সাধ্যমতো সোনা গয়না দিয়ে দেখেশুনে বিয়ে দিয়েছিলাম ৷ কিন্তু জামাই যৌতুকে খাট বিছানা চেয়েছিল ৷ খাট বিছানা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দিয়েছিল । কিন্তু তা দিতে না পারায় মেয়েটাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে । মেয়ের স্বামী, জা ও শ্বশুর মিলেই মেরে ফেলেছে আমার মেয়েকে । আমি ওদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই ।"

এ বিষয়ে সীতার মেসো মিন্টু মণ্ডল বলেন, "বিয়ের পর খাট বিছানা দাবি করেছিল ছেলের বাড়ির লোকেরা ৷ নির্দিষ্ট সময়ের মধ্যে মেয়ের বাবা ছেলের বাড়ির চাহিদা না মেটাতে পারায় এমন করুন পরিণতি হল সীতার । ছেলেটি বউদির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল ৷ মেয়ে জানতে পারায় তার উপর অত্যাচার করা হত ৷ কিন্তু আমাদের সামনে মেয়ে খুলে কিছু বলত না ৷"

তাঁর সংযোজন, "24 ডিসেম্বর রাতেও মাংস ভাত রান্না করে খেয়েছে সীতা ৷ সকালে কী এমন ঘটল যে মেয়েটার প্রাণ গেল ৷ আমরা ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি । আমরা চাই যে এই ঘটনার সঙ্গে জড়িতদেরকে পুলিশ অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক ।"

ভাঙড়, 26 ডিসেম্বর: যৌতুক হিসেবে পালঙ্ক চেয়ে না-মেলায় বিয়ের দেড় মাসের মাথায় স্ত্রীকে খুনের অভিযোগ ৷ পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত স্বামীকে ৷ ধৃতের নাম অরূপ নস্কর ৷ ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার কালিকাপুর মুড়োগাছিতে ৷

মৃত বধূর নাম সীতা মণ্ডল (18) ৷ দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ের চন্দনেশ্বর থানা এলাকায় তাঁর বাবার বাড়ি ৷ মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, অরূপের সঙ্গে দেখাশোনা করে গত 17 নভেম্বর বিয়ে হয়েছিল সীতার । অরূপ কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় একটি লেদার কারখানায় কাজ করেন । অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে স্ত্রীর উপর অত্যাচার চালাতেন তিনি । এমনকি অরূপ নস্কর বউদির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বলেও অভিযোগ ৷

বিয়ের দেড় মাসের মাথায় স্ত্রীকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে (ইটিভি ভারত)

সীতার পরিবার জানিয়েছে, 24 ডিসেম্বর রাতে শেষবারের মতো পরিবারের সঙ্গে কথা হয় মেয়ের । এরপর 25 ডিসেম্বর সকালে বারবার বাবা ও মা সীতাকে ফোন করতে থাকলে তিনি ফোন ধরেননি । দুপুরবেলা মেয়ের বাবাকে ফোন করে শ্বশুরবাড়ির তরফে জানানো হয় সীতার মৃত্যু হয়েছে ।

পরিবারের অভিযোগ, পণের দাবিতে বিয়ের পর থেকেই সীতার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন তাঁর স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজন । তাঁরাই সীতাকে খুন করেছেন । ঘটনায় স্বামী অরূপ নস্কর, শ্বশুর প্রণব নস্কর, ভাসুর স্বরূপ নস্কর ও বৌদি পূজা নস্করের বিরুদ্ধে সোনারপুর থানার খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার । তার ভিত্তিতে গ্রেফতার করা হয় অরূপকে । বারুইপুর পুলিশ জেলার ডিএসপি ক্রাইম ফয়সেল বিন আহমেদ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে ৷

অন্যদিকে সীতার বাবা দিব্যকুমার মণ্ডল বলেন, "মেয়েকে নিজের সাধ্যমতো সোনা গয়না দিয়ে দেখেশুনে বিয়ে দিয়েছিলাম ৷ কিন্তু জামাই যৌতুকে খাট বিছানা চেয়েছিল ৷ খাট বিছানা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দিয়েছিল । কিন্তু তা দিতে না পারায় মেয়েটাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে । মেয়ের স্বামী, জা ও শ্বশুর মিলেই মেরে ফেলেছে আমার মেয়েকে । আমি ওদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই ।"

এ বিষয়ে সীতার মেসো মিন্টু মণ্ডল বলেন, "বিয়ের পর খাট বিছানা দাবি করেছিল ছেলের বাড়ির লোকেরা ৷ নির্দিষ্ট সময়ের মধ্যে মেয়ের বাবা ছেলের বাড়ির চাহিদা না মেটাতে পারায় এমন করুন পরিণতি হল সীতার । ছেলেটি বউদির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল ৷ মেয়ে জানতে পারায় তার উপর অত্যাচার করা হত ৷ কিন্তু আমাদের সামনে মেয়ে খুলে কিছু বলত না ৷"

তাঁর সংযোজন, "24 ডিসেম্বর রাতেও মাংস ভাত রান্না করে খেয়েছে সীতা ৷ সকালে কী এমন ঘটল যে মেয়েটার প্রাণ গেল ৷ আমরা ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি । আমরা চাই যে এই ঘটনার সঙ্গে জড়িতদেরকে পুলিশ অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.