কলকাতা,18 মার্চ: গার্ডেনরিচে বহুতল ভেঙে 8 জনের মৃত্যুর ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতারির দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই ঘটনার দায় এড়াতে পারেন না বলেও দাবি শুভেন্দুর। ঘটনায় নিহতদের পরিবার পিছু 50 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ারও দাবি তোলেন এই বিজেপি নেতা। তবে আগেই ঘটনার দায় এড়িয়েছেন স্থানীয় কাউন্সিলর। পালটা তাঁর দাবি, শুভেন্দু তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ করেছেন। সেগুলি প্রমাণ করতে না পারলে তিনি শুভেন্দুর বিরুদ্ধে মামলা করবেন।
বিরোধী দলনেতার অভিযোগ, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে কলকাতার বিভিন্ন অংশেই অবৈধ নির্মাণের ঘটনা বেড়েছে। বেহালার খাল থেকে দত্তাবাদের নালা কোনওটা বুজিয়ে দিতে বাকি রাখেনি তৃণমূল । কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে অডিট করালে গোটা বিষয়টি বোঝা যাবে। স্থানীয় কাউন্সিলর, পুলিশ এবং পৌরসভার মাথা থেকে শুরু করে ইঞ্জিনিয়ার সবাই মিলে এই কাজ করেছেন । শুধু গার্ডেনরিচে 800 অবৈধ নির্মাণ আছে। এখানে বিদ্যুতের কানেকশনও নেই। হ্যাকিং করে এখানে বিদ্যুতের কানেকশন আনা হয়েছে।