ETV Bharat / state

ভাঙল 25 বছরের রেকর্ড, বর্ষশুরুর দিনে 10 চিড়িয়াখানায় একদিনে আয় 77 লক্ষ - STATE ZOOS RECORD EARNING

25 বছরের রেকর্ড ভেঙে 1 জানুয়ারিতে বেনজির আয় চিড়িয়াখানাগুলোর ৷ উচ্ছ্বসিত বন দফতর ও জু অথরিটি ৷ 10 চিড়িয়াখানায় একদিনে আয় 77 লক্ষ টাকারও বেশি৷

ETV BHARAT
বর্ষশুরুর দিনে 10 চিড়িয়াখানায় একদিনে আয় 77 লক্ষ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2025, 5:38 PM IST

শিলিগুড়ি, 2 জানুয়ারি: গত 25 বছরের রেকর্ড ভাঙা আয় হল বন দফতর ও জু অথরিটির । নতুন বছরের প্রথম দিনে রেকর্ড পর্যটকের ঢল নামল রাজ্যের চিড়িয়াখানা ও সাফারি পার্কগুলোতে । আর তার জেরে বেনজির আয় হল রাজ্য বন দফতরের । সর্বকালের রেকর্ড আয় করে শিখরে রয়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক, দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্ক ও কলকাতার আলিপুর চিড়িয়াখানা । রেকর্ড আয়ের কারণে উচ্ছ্বসিত বন দফতর ও জু অথরিটির আধিকারিকরা । গত 10 বছরের রেকর্ড ভেঙে আয়ের শীর্ষে রয়েছে রাজ্যের চিড়িয়াখানাগুলো ।

1 জানুয়ারি ইংরেজি নতুন বছরের প্রথম দিনে রাজ্যের 10টি চিড়িয়াখানায় পর্যটকের ঢল নামে । 2024 সালের 1 জানুয়ারি গত পাঁচ বছরের রেকর্ড ভেঙে 62 লক্ষ টাকা একদিনে আয় করেছিল বন দফতর ও চিড়িয়াখানা কর্তৃপক্ষ । সেবার পর্যটকের সংখ্যা ছিল 1 লক্ষ 21 হাজারের মতো । কিন্তু 2025 সালের 1 জানুয়ারিতে চিড়িয়াখানাগুলো থেকে এক দিনে আয় হয়েছে 77.41 লক্ষ টাকা । আর এবার পর্যটকদের সংখ্যা বেড়ে হয় 1 লক্ষ 49 হাজার 692 জন । আর 2026 সালে এই দিবে প্রায় এক কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রেখেছে বন দফতর ।

ETV BHARAT
নতুন বছরের প্রথম দিনে রেকর্ড পর্যটকের ঢল (নিজস্ব চিত্র)

এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, "চিড়িয়াখানাগুলোকে ঢেলে সাজানো হয়েছে । পর্যটকদের আকর্ষণ বাড়াতে পেভার ব্লক, সেলফি জোন আর বাচ্চাদের আকর্ষণের জন্য অ্যাডভেঞ্চার স্পোর্টস রাখা হয়েছে । পর্যটকরা যাতে ভালো সময় রাজ্যের চিড়িয়াখানাগুলোতে কাটাতে পারেন সেই উদ্যোগ নেওয়া হয়েছে ।"

রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, "ইংরেজি নতুন বছরের প্রথম দিন দারুণ আয় হয়েছে । উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, প্রত্যেকটি চিড়িয়াখানাতেই উপচে পড়া ভিড় দেখা দিয়েছে । আগামীতে আরও বেশি পর্যটক আসবে বলে আমাদের আশা । এই পরিমাণ পর্যটক আসায় প্রত্যেকে খুব খুশি ।"

ETV BHARAT
ভাঙল 25 বছরের রেকর্ড (নিজস্ব চিত্র)

তিনি জানান, প্রত্যেক চিড়িয়াখানায় প্রাণীদের সংখ্যা অনেক বেড়েছে । প্রত্যেক চিড়িয়াখানায় নতুন নতুন প্রাণী আনা হচ্ছে । এছাড়াও মাতৃদুগ্ধ পান ঘর, শৌচালয়, ক্যান্টিন ও সময় কাটানোর জন্য ভালো জায়গা তৈরি করা হয়েছে ।

ETV BHARAT
বর্ষশুরুর দিনে 10 চিড়িয়াখানায় একদিনে আয় 77 লক্ষ (নিজস্ব গ্রাফিক্স)

চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, কলকাতার আলিপুর চিড়িয়াখানায় এবার 1 জানুয়ারিতে 85 হাজার 386 জন পর্যটক আসেন । তাতে চিড়িয়াখানার আয় হয়েছে 39 লক্ষ টাকা । শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আগত পর্যটকের সংখ্যা 8900 জন । তাতে পার্ক কর্তৃপক্ষর আয় হয় 12 লক্ষ 82 হাজার টাকা । গরচুমুক চিড়িয়াখানায় আগত পর্যটকের সংখ্যা 5735 জন । আয় হয়েছে 1 লক্ষ 35 হাজার টাকা । জঙ্গলমহল চিড়িয়াখানায় 1 জানুয়ারি পর্যটক এসেছিলেন 5626 জন । তাতে আয় হয় 1 লক্ষ 22 হাজার টাকা । হরিণালয় চিড়িয়াখানায় পর্যটকদের সংখ্যা ছিল 6517 জন । আয় হয় 3 লক্ষ 11 হাজার টাকা ।

ETV BHARAT
বেনজির আয় চিড়িয়াখানাগুলোর (নিজস্ব চিত্র)

দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্কে এবার পর্যটক আসেন 3889 জন । যার মধ্যে আবার 23 জন বিদেশের পর্যটকও ছিলেন । আর তাতে কর্তৃপক্ষের আয় হয় 2 লক্ষ 75 হাজার টাকা । রসিকবিল চিড়িয়াখানায় 1 জানুয়ারি 15,884 জন পর্যটক আসেন । আয় হয় 3 লক্ষ 60 হাজার টাকা । ঝড়খালি চিড়িয়াখানা বা সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে আগত পর্যটকদের সংখ্যা ছিল 5400 জন । আয় হয় 1.47 লক্ষ টাকা । বর্ধমান চিড়িয়াখানায় 1 জানুয়ারি 5,113 জন পর্যটক আসেন । আয় হয় 1 লক্ষ 16 হাজার টাকা । মালদার আদিনা চিড়িয়াখানায় একইভাবে 6,228 জন পর্যটক আসেন । আয় হয় 1 লক্ষ 44 হাজার টাকা ।

ETV BHARAT
দার্জিলিংয়ের চিড়িয়াখানায় মানুষের ঢল (নিজস্ব চিত্র)
ETV BHARAT
বর্ষ শুরুর দিনে চিড়িয়াখানাগুলোর রেকর্ড আয় (নিজস্ব চিত্র)

শিলিগুড়ি, 2 জানুয়ারি: গত 25 বছরের রেকর্ড ভাঙা আয় হল বন দফতর ও জু অথরিটির । নতুন বছরের প্রথম দিনে রেকর্ড পর্যটকের ঢল নামল রাজ্যের চিড়িয়াখানা ও সাফারি পার্কগুলোতে । আর তার জেরে বেনজির আয় হল রাজ্য বন দফতরের । সর্বকালের রেকর্ড আয় করে শিখরে রয়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক, দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্ক ও কলকাতার আলিপুর চিড়িয়াখানা । রেকর্ড আয়ের কারণে উচ্ছ্বসিত বন দফতর ও জু অথরিটির আধিকারিকরা । গত 10 বছরের রেকর্ড ভেঙে আয়ের শীর্ষে রয়েছে রাজ্যের চিড়িয়াখানাগুলো ।

1 জানুয়ারি ইংরেজি নতুন বছরের প্রথম দিনে রাজ্যের 10টি চিড়িয়াখানায় পর্যটকের ঢল নামে । 2024 সালের 1 জানুয়ারি গত পাঁচ বছরের রেকর্ড ভেঙে 62 লক্ষ টাকা একদিনে আয় করেছিল বন দফতর ও চিড়িয়াখানা কর্তৃপক্ষ । সেবার পর্যটকের সংখ্যা ছিল 1 লক্ষ 21 হাজারের মতো । কিন্তু 2025 সালের 1 জানুয়ারিতে চিড়িয়াখানাগুলো থেকে এক দিনে আয় হয়েছে 77.41 লক্ষ টাকা । আর এবার পর্যটকদের সংখ্যা বেড়ে হয় 1 লক্ষ 49 হাজার 692 জন । আর 2026 সালে এই দিবে প্রায় এক কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রেখেছে বন দফতর ।

ETV BHARAT
নতুন বছরের প্রথম দিনে রেকর্ড পর্যটকের ঢল (নিজস্ব চিত্র)

এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, "চিড়িয়াখানাগুলোকে ঢেলে সাজানো হয়েছে । পর্যটকদের আকর্ষণ বাড়াতে পেভার ব্লক, সেলফি জোন আর বাচ্চাদের আকর্ষণের জন্য অ্যাডভেঞ্চার স্পোর্টস রাখা হয়েছে । পর্যটকরা যাতে ভালো সময় রাজ্যের চিড়িয়াখানাগুলোতে কাটাতে পারেন সেই উদ্যোগ নেওয়া হয়েছে ।"

রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, "ইংরেজি নতুন বছরের প্রথম দিন দারুণ আয় হয়েছে । উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, প্রত্যেকটি চিড়িয়াখানাতেই উপচে পড়া ভিড় দেখা দিয়েছে । আগামীতে আরও বেশি পর্যটক আসবে বলে আমাদের আশা । এই পরিমাণ পর্যটক আসায় প্রত্যেকে খুব খুশি ।"

ETV BHARAT
ভাঙল 25 বছরের রেকর্ড (নিজস্ব চিত্র)

তিনি জানান, প্রত্যেক চিড়িয়াখানায় প্রাণীদের সংখ্যা অনেক বেড়েছে । প্রত্যেক চিড়িয়াখানায় নতুন নতুন প্রাণী আনা হচ্ছে । এছাড়াও মাতৃদুগ্ধ পান ঘর, শৌচালয়, ক্যান্টিন ও সময় কাটানোর জন্য ভালো জায়গা তৈরি করা হয়েছে ।

ETV BHARAT
বর্ষশুরুর দিনে 10 চিড়িয়াখানায় একদিনে আয় 77 লক্ষ (নিজস্ব গ্রাফিক্স)

চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, কলকাতার আলিপুর চিড়িয়াখানায় এবার 1 জানুয়ারিতে 85 হাজার 386 জন পর্যটক আসেন । তাতে চিড়িয়াখানার আয় হয়েছে 39 লক্ষ টাকা । শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আগত পর্যটকের সংখ্যা 8900 জন । তাতে পার্ক কর্তৃপক্ষর আয় হয় 12 লক্ষ 82 হাজার টাকা । গরচুমুক চিড়িয়াখানায় আগত পর্যটকের সংখ্যা 5735 জন । আয় হয়েছে 1 লক্ষ 35 হাজার টাকা । জঙ্গলমহল চিড়িয়াখানায় 1 জানুয়ারি পর্যটক এসেছিলেন 5626 জন । তাতে আয় হয় 1 লক্ষ 22 হাজার টাকা । হরিণালয় চিড়িয়াখানায় পর্যটকদের সংখ্যা ছিল 6517 জন । আয় হয় 3 লক্ষ 11 হাজার টাকা ।

ETV BHARAT
বেনজির আয় চিড়িয়াখানাগুলোর (নিজস্ব চিত্র)

দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্কে এবার পর্যটক আসেন 3889 জন । যার মধ্যে আবার 23 জন বিদেশের পর্যটকও ছিলেন । আর তাতে কর্তৃপক্ষের আয় হয় 2 লক্ষ 75 হাজার টাকা । রসিকবিল চিড়িয়াখানায় 1 জানুয়ারি 15,884 জন পর্যটক আসেন । আয় হয় 3 লক্ষ 60 হাজার টাকা । ঝড়খালি চিড়িয়াখানা বা সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে আগত পর্যটকদের সংখ্যা ছিল 5400 জন । আয় হয় 1.47 লক্ষ টাকা । বর্ধমান চিড়িয়াখানায় 1 জানুয়ারি 5,113 জন পর্যটক আসেন । আয় হয় 1 লক্ষ 16 হাজার টাকা । মালদার আদিনা চিড়িয়াখানায় একইভাবে 6,228 জন পর্যটক আসেন । আয় হয় 1 লক্ষ 44 হাজার টাকা ।

ETV BHARAT
দার্জিলিংয়ের চিড়িয়াখানায় মানুষের ঢল (নিজস্ব চিত্র)
ETV BHARAT
বর্ষ শুরুর দিনে চিড়িয়াখানাগুলোর রেকর্ড আয় (নিজস্ব চিত্র)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.