সন্দেশখালি, 31 ডিসেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'দুষ্টু লোক' মন্তব্যের পালটা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "কে দুষ্টু লোক ! সবচেয়ে বড় দুষ্টু লোকের নাম মমতা বন্দ্যোপাধ্যায় ।"
সোমবার সন্দেশখালির সভায় মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার মহিলাদের সতর্ক করে 'দুষ্টু' লোকের খপ্পরে না পড়ার পরামর্শ দিয়েছিলেন । একদিনের মাথায় সেই সন্দেশখালির মাটিতে দাঁড়িয়েই তাঁর পালটা কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী । এই বিষয়ে বলতে গিয়ে সন্দেশখালিতে শেখ শাহজাহান ও তাঁর বাহিনীর অত্যাচারের প্রসঙ্গও টেনে এনেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ।
সন্দেশখালি থেকে মমতাকে পালটা কটাক্ষ শুভেন্দুর (ইটিভি ভারত) মঙ্গলবার উত্তর 24 পরগনার সন্দেশখালিতে সভা করেন শুভেন্দু অধিকারী ৷ মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী আপনি শাহজাহান ও তাঁর বাহিনীর অত্যাচারের কথা ভুলে যেতে বলেছেন সন্দেশখালির মহিলাদের । ওটা ভুলবে না কেউই । সন্দেশখালির মা-বোনেরা ভুলবে না । আমিও তো ভুলবই না । বিঘার পর বিঘা জমি জরবদখল করে জলকর বানিয়ে রেখেছিল শাহজাহান, শিবু হাজরা'রা । 100 দিনের কাজের টাকা হোক কিংবা আবাসের টাকা । সাধারণ মানুষকে দিনের পর দিন বঞ্চিত করে সেই টাকা লুট করেছে শেখ শাহজাহান ও তার দলবল । এত মানুষ অত্যাচারিত । তারপরেও আপনি (মুখ্যমন্ত্রী) এসব কথা ভুলে যেতে বলেছেন । কখনওই তা ভুলে যাবে না সন্দেশখালির মানুষ ।"
সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীর সভা (নিজস্ব ছবি) বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে সন্দেশখালি-কাণ্ডে কমিশন গঠন করবে বলেও এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এই বিষয়ে তিনি বলেন, "বিজেপি ক্ষমতায় এলে কমিশন গঠন তো করবেই, তার সঙ্গে মুখ্যমন্ত্রী আপনাকেও জেলে যেতে হবে । সন্দেশখালির বাসিন্দাদের আপনি মিথ্যা অভিযোগে জেলে পুড়েছেন । সেই বদলা আমরা সুদে আসলে নেব । সেদিন আর বেশি দূরে নেই । আর মাত্র 15 মাস । তারপর আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে হবে ।"
সন্দেশখালিতে জনসংযোগ কর্মসূচি বিরোধী দলনেতার (নিজস্ব ছবি) শুধু কমিশন গঠন করাই নয় ! বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে 'সুশাসন' এবং 'উন্নয়ন'-এ জোর দেবে বলেও এদিন মহিলাদের আশ্বস্ত করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক । শুভেন্দুর কথায়, "1 লক্ষ 20 হাজার টাকায় ঘর হয় নাকি ? বিজেপি ক্ষমতায় এলে আবাসের ঘরের টাকা 3 লক্ষ করে দেবে । সঙ্গে দেওয়া হবে শৌচালয়, নলবাহিত পানীয় জল, ফ্রি গ্যাসের ব্যবস্থা, 5 কেজি করে চাল-গম সহ আরও অনেক কিছু । তাই, বিজেপিকে ক্ষমতায় আনুন । আর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করতে ভোট দিন পদ্মে ।"
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে তীব্র আক্রমণ করার পাশাপাশি বাংলাদেশে হিংসার প্রসঙ্গও টেনে এনেছেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "ওপারে ইউনুস যাহা । এপারে মমতা তাহা ।" বাংলার হিন্দুদের একজোট হয়ে পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা ।
এদিকে, হিন্দু ভোট একত্রিত করতে এদিন আগাগোড়া সচেষ্ট ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বারবার তাঁদের উদ্দেশে তিনি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, "হিন্দুদের পাশে একমাত্র ভারতীয় জনতা পার্টিই রয়েছে । হিন্দু ভোট ব্যাংককে হাতিয়ার করে 2024-এর লোকসভা নির্বাচনে তমলুক এবং কাঁথি কেন্দ্রে বিজেপি যে জয়লাভ করেছে, সেই প্রসঙ্গও এদিন উঠে এসেছে শুভেন্দু'র বক্তব্যে । 2026-এর বিধানসভা নির্বাচনে সন্দেশখালির পাশাপাশি হিঙ্গলগঞ্জ, বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকেও বিজেপি জয়লাভ করবে বলে দাবি করেছেন তিনি ।
সন্দেশখালিতে জনসংযোগ কর্মসূচি বিরোধী দলনেতার (নিজস্ব ছবি) অন্যদিকে, এদিন সন্দেশখালির ধামাখালি ঘাট থেকে লঞ্চে করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওপারে গিয়ে পায়ে হেঁটে সভাস্থলে পৌঁছন । ফেরিঘাটে ফুল, উলুধ্বনি দিয়ে বিজেপির মহিলা কর্মীরা অভ্যর্থনা জানান তাঁকে । পথচলতি মানুষের সঙ্গেও এদিন কুশল বিনিময় করতে দেখা যায় নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে । এমনকি, সন্দেশখালির বেশ কয়েকজন মহিলার হাতে এদিন শীতবস্ত্রও তুলে দিয়েছেন বিরোধী দলনেতা ।
সবমিলিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এদিন শুভেন্দু অধিকারীকে ঘিরেও প্রবল উদ্দীপনা,উচ্ছ্বাস চোখে পড়েছে সন্দেশখালিতে ।