পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাতিল রেজিস্ট্রেশন, আর কখনও ডাক্তারি করতে পারবেন না সন্দীপ - SANDIP GHOSH REGISTRATION CANCELLED - SANDIP GHOSH REGISTRATION CANCELLED

Medical Council Cancels Registration of Sandip Ghosh: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও খুনের মামলায় এখন সিবিআই হেফাজতে রয়েছেন সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ৷ এর আগে তিনি আরজি করে দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে সিবিআই হেফাজত ও জেল হেফাজতে ছিলেন ৷ আগেই তাঁকে সাসপেন্ড করেছিল স্বাস্থ্যভবন ৷ তার পর তাঁকে শো-কজ করা হয় মেডিক্যাল কাউন্সিলের তরফে ৷ তিনদিনের মধ্যে উত্তর না-আসায় তাঁর রেজিস্ট্রেশন বাতিল করল মেডিক্যাল কাউন্সিল ৷

Medical Council Cancels Registration of Sandip Ghosh
সন্দীপ ঘোষ (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2024, 5:32 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর:আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হল । বুধবার বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নিয়েছিল মেডিক্যাল কাউন্সিল । যার বিজ্ঞপ্তি প্রকাশ হল বৃহস্পতিবার । ফলে আর চিকিৎসক থাকলেন না সন্দীপ ঘোষ । স্বাস্থ্য ভাবনের তরফে আগেই সাসপেন্ড করা হয়েছিল সন্দীপ ঘোষকে । এবার চিকিৎসক পরিচয়টাও হারিয়ে ফেললেন তিনি ৷ যা নিয়ে কিছুটা হলেও স্বস্তি দেখা গেল আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের মধ্যে ৷

জুনিয়র চিকিৎসকরা প্রথম থেকেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের দাবি জানিয়েছিলেন । পরবর্তীকালে সিবিআইয়ের হাতে দুর্নীতির অভিযোগের গ্রেফতার হন সন্দীপ ঘোষ । পরবর্তীতে ধর্ষণ ও খুনের মামলাতেও তাঁকে গ্রেফতার করে সিবিআই ৷ সেই সময় থেকেই সিনিয়র চিকিৎসকেরা সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের দাবি জানিয়েছিলেন । মেডিক্যাল কাউন্সিলের তরফের শো-কজ করা হয়েছিল সন্দীপ ঘোষকে । তিনদিনের মধ্যে সেই উত্তর না দিতে পারলে তার রেজিস্ট্রেশন বাতিলের কথা জানানো হয়েছিল ।

সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের বিজ্ঞপ্তি (নিজস্ব চিত্র)

সেই উত্তর তিনদিনের মধ্যে দিতে পারেননি সন্দীপ ঘোষ । তবে তার পরেও কেন তাঁর রেজিস্ট্রেশন বাতিল করা হচ্ছে না, সেই নিয়ে প্রশ্ন তুলেছিল আইএমএ । এরপরই বুধবার বৈঠক হয় মেডিক্যাল কাউন্সিলের । সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় । তারপর বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ হয় তাঁর রেজিস্ট্রেশন বাতিলের ।

এই নিয়ে জুনিয়র চিকিৎসক রুমেলিকা কুমার বলেন, "আমরা প্রথম দিন থেকেই বলছিলাম সন্দীপ ঘোষ থ্রেট কালচারের অন্যতম মাথা । কিন্তু বুঝতে পারলাম না কেন 40 দিন সময় লেগে গেল । তবে এটুকুই বলব শুভবুদ্ধির উদয় হয়েছে ।" যদিও সিনিয়র চিকিৎসকদের দাবি, শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, পুরো মেডিক্যাল কাউন্সিলকে ভাঙতে হবে । সেই নিয়েই তাঁরা আজ মিছিল করেন ।

ABOUT THE AUTHOR

...view details