কলকাতা, 19 সেপ্টেম্বর:আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হল । বুধবার বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নিয়েছিল মেডিক্যাল কাউন্সিল । যার বিজ্ঞপ্তি প্রকাশ হল বৃহস্পতিবার । ফলে আর চিকিৎসক থাকলেন না সন্দীপ ঘোষ । স্বাস্থ্য ভাবনের তরফে আগেই সাসপেন্ড করা হয়েছিল সন্দীপ ঘোষকে । এবার চিকিৎসক পরিচয়টাও হারিয়ে ফেললেন তিনি ৷ যা নিয়ে কিছুটা হলেও স্বস্তি দেখা গেল আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের মধ্যে ৷
জুনিয়র চিকিৎসকরা প্রথম থেকেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের দাবি জানিয়েছিলেন । পরবর্তীকালে সিবিআইয়ের হাতে দুর্নীতির অভিযোগের গ্রেফতার হন সন্দীপ ঘোষ । পরবর্তীতে ধর্ষণ ও খুনের মামলাতেও তাঁকে গ্রেফতার করে সিবিআই ৷ সেই সময় থেকেই সিনিয়র চিকিৎসকেরা সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের দাবি জানিয়েছিলেন । মেডিক্যাল কাউন্সিলের তরফের শো-কজ করা হয়েছিল সন্দীপ ঘোষকে । তিনদিনের মধ্যে সেই উত্তর না দিতে পারলে তার রেজিস্ট্রেশন বাতিলের কথা জানানো হয়েছিল ।