পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তাকে সরালো রাজ্য, নতুন দায়িত্বে কারা এলেন ? - DME and DHS Changed

DME and DHS Changed by Bengal Government: রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকার্তা ও স্বাস্থ্য অধিকর্তাকে সরানোর দাবি তুলেছিলেন জুনিয়র ডাক্তাররা ৷ ওই দুই আধিকারিককে সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি সোমবার রাতেই দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য জানালো যে ওই দুই আধিকারিককে সরিয়ে দেওয়া হল ৷

DME and DHS Changed by Bengal Government
স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তাকে সরালো রাজ্য, নতুন দায়িত্বে কারা এলেন ? (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2024, 5:02 PM IST

Updated : Sep 17, 2024, 5:21 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর: জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর সোমবার রাতে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তাকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় । সেই মতো মঙ্গলবার ওই পদে থাকা আধিকারিকদের সরিয়ে দিল রাজ্য সরকার ৷ রাজ্যের নয়া স্বাস্থ্য অধিকর্তা হলেন ড. স্বপন সোরেন ৷ তবে স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা হিসেবে এখনই কাউকে নিয়োগ করল না রাজ্য সরকার ৷ পরিবর্তে ড. সুপর্ণা দত্তকে স্বাস্থ্য-শিক্ষার ওএসডি হিসেবে নিয়োগ করা হল ৷

আরজি কর-কাণ্ডের পর জুনিয়র ডাক্তাররা যে পাঁচদফা দাবি তুলেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল স্বাস্থ্য ব্যবস্থায় রদবদল ৷ তাঁরা স্বাস্থ্য সচিব থেকে স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তার অপসারণের দাবি তুলেছিলেন ৷ সোমবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে হওয়া বৈঠকেও সেই দাবি তোলেন তাঁরা ৷ পরে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য অধিকর্তাকে সরিয়ে দেওয়া হবে ৷

স্বাস্থ্য দফতরে রদবদলের বিজ্ঞপ্তি (নিজস্ব চিত্র)

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ছিলেন ড. দেবাশিস হালদার ৷ তাঁকে সরিয়ে ড. স্বপন সোরেনকে ওই দায়িত্ব দিয়েছে রাজ্য ৷ আর দেবাশিস হালদারকে জনস্বাস্থ্যের ওএসডি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ সরকারি বিজ্ঞপ্তি অনুসারে স্বাস্থ্যভবন থেকেই তিনি নিজের দায়িত্বভার সামলাবেন ৷

স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা ছিলেন ড. কৌস্তভ নায়েক৷ তাঁকে ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিরেক্টর করা হয়েছে ৷ তবে স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা অধিকর্তা হিসেবে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি ৷ বরং স্বাস্থ্য-শিক্ষার ওএসডি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ড. সুপর্ণা দত্তকে ৷

Last Updated : Sep 17, 2024, 5:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details