কলকাতা, 7 মে: কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হওয়া রাজারাম রেগের সঙ্গে ভিন রাজ্যের এক ব্যক্তির নিয়মিত কথা হতো। যে ব্যক্তিকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা গোপনে নজরদারি চালানোর অভিযোগে ভিন রাজ্য থেকে গ্রেফতারও করেছে ৷ সেই ব্যক্তির সঙ্গে কীভাবে ব্যবসায়ীদের নিয়মিত যোগাযোগ হতো, তা জানার জন্য এবার সেই সব রাজ্যে পাঠানো হয়েছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি বিশেষ ইউনিটকে।
ইতিমধ্যেই রাজারাম রেগের কাছ থেকে উদ্ধার হওয়া একাধিক নথিপত্র এবং একটি মোবাইল ফোনের সূত্র ঘেটে জানা গিয়েছে, এই রাজারাম রেগের সঙ্গে তেলেঙ্গানার একাধিক ব্যবসায়ীর নিয়মিত কথাবার্তা হতো। লালবাজারের দাবি, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে যোগাযোগ রাখত রেগে। আর এখানেই প্রশ্ন উঠছে ৷ রাজারাম রেগে কেন ব্যবসায়ীদের সঙ্গে গোপনে যোগাযোগ করবে ? যদিও তদন্তকারীরা যে সকল তথ্য আপাতত হাতে পেয়েছেন, তা এখনই সামনে আনতে নারাজ তারা।
সম্প্রতি, কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা মুম্বাই থেকে 26/11-র ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এবং ডেভিড কোল্ডম্যান হেডলের সঙ্গে যোগাযোগের সন্দেহে রাজারাম রেগেকে গ্রেফতার করেছে। পাশাপাশি এই রাজারামের বিরুদ্ধে কলকাতা পুলিশ অভিযোগ এনেছে যে, রাজারাম নিজেকে একজন ব্যবসায়ী বলে কলকাতায় একটি হোটেলে ওঠে। অভিযোগ, এরপরে এই সে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কলকাতার বাসভবনে সামনে এসে গোপনে ভিডিয়ো এবং ছবি তোলে ৷