পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গরমে জেলবন্দিদের পাতে একাধিক বিশেষ পদ, শরীর ঠান্ডা রাখতে থাকছে টকডাল-শুক্ত - heatwave in West Bengal - HEATWAVE IN WEST BENGAL

Special Menu For Inmates: তীব্র গরমে নাজেহাল নাজেহাল বঙ্গবাসী ৷ কোথায় গেলে একটু শান্তি মিলবে, এই চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে ৷ যেভাবে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ দাপট দেখাচ্ছে তাতে বিপর্যস্ত জনজীবন। এই দাবদাহে রাজ্যের বেশ কয়েকটি সংশোধনাগারে আবাসিকদের জন্য মেনুতে একাধিক বিশেষ পদের ব্যবস্থা করা হয়েছে ৷ তাতে টকডাল আর শুক্ত থাকছেই ৷

Presidency Jail
গরমে জেলবন্দিদের পাতে একাধিক বিশেষ পদ, শরীর ঠান্ডা রাখতে থাকছে টকডাল-শুক্ত

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 8:34 PM IST

কলকাতা, 20 এপ্রিল: রাজ্যে তীব্র গরম পড়েছে। ইতিমধ্যেই তীব্র দাবদাহের জ্বালা থেকে কিছুটা পরিত্রাণ দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে স্কুলগুলিকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবাসিকদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ। গরমের কথা মাথায় রেখে প্রেসিডেন্সি সংশোধনাগার, হাওড়া, দমদমে রাজ্যের বেশ কয়েকটি সংশোধনাগারে আবাসিকদের জন্য খাবারের মেনুতে পরিবর্তন করা হয়েছে।

এমনিতেই বিভিন্ন সংশোধনাগারে বিভিন্ন শ্রেণির আবাসিকরা রয়েছে। কেউ যাবজ্জীবন সাজা কাটাচ্ছেন, আবার কেউ কেউ বিচারাধীন আবাসিক। তাদের একেকজনের স্বাস্থ্য অনুযায়ী একেকধরনের খাবার থাকে। তবে এই গরমের তীব্র দাবদাহ থেকে বাঁচার জন্য বেশিরভাগ বন্দিদের দু'বেলা খাবারেই রাখা হয়েছে টকডাল, তেতো, শুক্ত, করোলা, নিমপাতা। এই সব পদ গরমের সময়টায় একরকম বাধ্যতামূলকভাবে মেনুতে রাখা হচ্ছে। পাশাপাশি এই গরমে জল থেকে ইনফেকশন বা পেটের অসুখ হয়। সে ক্ষেত্রে জলের পরিশুদ্ধতার উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে কারা দফতরের তরফে। সংশোধনাগারে বসানো হচ্ছে বেশ কয়েকটি উন্নত মানের ওয়াটার পিউরিফাই মেশিন। পাশাপাশি হাওড়া সংশোধনাগার এবং দমদমেও এই একই পদ্ধতিতে জল পরিশুদ্ধতার উপর বাড়তি জোর দেওয়া হচ্ছে। খেয়াল রাখা হচ্ছে যাতে জল থেকে কোনওরকমের ইনফেকশন হয়ে আবাসিকদের শরীরের ওপর কুপ্রভাব না পড়ে।

এই বিষয়ে রাজ্যের ডিআইজি (কারা) দেবাশিস চক্রবর্তী, ইটিভি ভারতকে বলেন, "প্রেসিডেন্সি সংশোধনাগার-সহ বিভিন্ন সংশোধনাগারে এই গরমের হাত থেকে আবাসিকদের কিছুটা রেহাই দেওয়ার জন্য আমরা খাবারের মেনু থেকে শুরু করে অন্যান্য বিষয়ের ওপরেও বিশেষভাবে খেয়াল রাখছি। রান্নায় বেশি তেল, মশলা দেওয়া হচ্ছে না। একেকজন আবাসিককে তাদের ডায়েট চার্ট অনুযায়ী একেকরকম খাবার খায়। ফলে কোনও আবাসিকের যাতে অসুবিধা না-হয়, সেই বিষয়ের উপরও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ৷"

তিনি আরও বলেন, "এর পাশাপাশি হাওড়া সংশোধনাগার প্রেসিডেন্সি সংশোধনাগার এবং দমদম সংশোধনাগারে চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গেও নিয়মিতভাবে যোগাযোগ রাখা হচ্ছে ৷ যাতে সংশোধনাগারের কোনও আবাসিকের মধ্যে যদি শারীরিকভাবে অসুস্থতা দেখা যায়, সে ক্ষেত্রে অবশ্যই এবিষয়ে গুরুত্ব সহকারে পদক্ষেপ নেওয়া হচ্ছে । এর পাশাপাশি সংশোধনাগরের বিভিন্ন সেলে দীর্ঘদিনের পুরাতন সিলিং ফ্যানগুলি থেকে আবাসিকরা সেই ভাবে হাওয়া পান না। সেই জন্যই প্রায় 300টি নতুন উন্নতমানের হাই স্পিড ফ্যান ইনস্টলেশনের ব্যবস্থাও করা হচ্ছে। এটি মূলত পরীক্ষামূলক ভাবে করা হচ্ছে ৷ যদি সাফল্য আসে তখন আমরা রাজ্যের অন্যান্য সংশোধনাগারগুলিতে এধরনের ব্যবস্থা করব।"

শুধু যে আবাসিকদের উপরেই এই বিশেষ সুযোগ-সুবিধাগুলি দেওয়া হচ্ছে তেমন নয়, বরং সংশোধনাগারের রক্ষী যারা রয়েছেন তাদেরও নিয়মিত ওআরএস দেওয়া হচ্ছে যাতে এই গরমে তারা নিজের দায়িত্বে অবিচল থাকতে পারেন।

আরও পড়ুন:

  1. অসহ্য গরম, রাজ্যের স্কুল-কলেজে ছুটি পড়ছে আগামী সপ্তাহে
  2. তাপপ্রবাহে আইনজীবীদের কালো গাউনে ছাড় হাইকোর্টের
  3. নববর্ষের আজকাল থেকে ফ্যাশন ফান্ডা, নানা কথায় ঋতুপর্ণা-চৈতী-সোহম

ABOUT THE AUTHOR

...view details