পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহাকুম্ভ মেলার জন্য বিশেষ ট্রেন, জানুন দিনক্ষণ - SPECIAL TRAIN FOR MAHA KUMBH MELA

মহাকুম্ভ মেলায় পৌঁছতে সুবিধার জন্য দুটি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল দক্ষিণ পূর্ব রেল ৷ টাটানগর ও রাঁচি থেকে চলবে ট্রেন দুটি ৷

South eastern railway
ট্রেন (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2024, 6:01 PM IST

কলকাতা, 31 ডিসেম্বর:উত্তরপ্রদেশেরপ্রয়াগরাজে হবেমহাকুম্ভ মেলা ৷ পুণ্যার্থী বা তীর্থযাত্রীদের সুবিধার জন্য চালানো হবে অতিরিক্ত ট্রেন ৷ এমনটাই জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ ।

আবারও 12 বছর পর প্রয়াগরাজে হতে চলেছে মহাকুম্ভ মেলা । প্রয়াগরাজে এই মেলা শুরু হবে আগামী বছরের 13 তারিখ থেকে ৷ চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত । আর যেহেতু এই বছর মহাকুম্ভ, তাই বলাই বাহুল্য যে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি পুণ্যার্থীর সমাগম হবে প্রয়াগরাজে । তাই পুণ্যার্থীদের যাত্রার সুবিধার জন্য পূর্ব রেলের মতো দক্ষিণ পূর্ব রেলও ঢালাও ব্যবস্থা করেছে । ভারতীয় রেলের পক্ষ থেকে মোট 13 হাজার বিশেষ ট্রেন দেওয়া হয়েছে মহাকুম্ভ মেলার জন্য । এর মধ্যে পূর্ব রেলের তরফে চালানো হবে 42 জোড়া বিশেষ ট্রেন । আর 77 হাজারেরও বেশি বার্থ রাখা হয়েছে ।

অন্যদিকে, দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে চালানো হবে আরও একাধিক বিশেষ ট্রেন । দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে আপাতত দুটি বিশেষ পরিষেবা চালানো হলেও অতিরিক্ত 15টি রেক নর্থ সেন্ট্রাল রেলওয়েকে যাত্রীদের সুবিধের জন্য পাঠানো হচ্ছে । দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে মহাকুম্ভ মেলা অভিমুখী ট্রেনগুলিকে সুন্দরভাবে সাজানো হয়েছে ৷ বাইরের দিকে মহাকুম্ভ মেলা লেখায় সুসজ্জিত করে তোলা হয়েছে ট্রেনগুলিকে । আপাতত মহাকুম্ভ মেলার জন্য দক্ষিণ পূর্ব রেলের যেই দুটি বিশেষ ট্রেন চালানো হবে সেগুলি হল:

08057/08058 টাটানগর-টুন্ডলা-টাটানগর স্পেশাল ট্রেন:

08057 টাটানগর-টুন্ডলা স্পেশাল ট্রেন টাটানগর থেকে আগামী 19 জানুয়ারি রাত 8টা 55 মিনিটে ছাড়বে । ট্রেনটি টুন্ডলা পৌঁছবে পরেরদিন সন্ধে 7টা 20 মিনিটে । ঠিক একইভাবে ফেরার সময় 08058 টুন্ডলা-টাটানগর স্পেশাল ট্রেনটি টুন্ডলা থেকে আবার আগামী 21 জানুয়ারি ভোর 3টের সময় ছাড়বে । ট্রেনটি একই দিনে রাত 11টা 55 মিনিটে টাটানগর পৌছবে । এই স্পেশাল ট্রেনটি চান্ডিল পুরুলিয়া ও ভজুডি জাংশনে থামবে ।

08067/08068 রাচি-টুন্ডলা- রাচি স্পেশাল ট্রেন:

08067 রাঁচি-টুন্ডলা স্পেশাল ট্রেনটি রাঁচি থেকে আগামী 19 জানুয়ারি সকাল 10টা 30 মিনিটে ছাড়বে । ট্রেনটি পরের দিন সকাল 6টা 30 মিনিটে টুন্ডলা পৌঁছবে । ফেরার সময় 08068 টুন্ডলা-রাঁচি স্পেশাল টুন্ডলা থেকে আগামী 20 জানুয়ারি বিকেল 4টে 20 মিনিটে ছাড়বে । পরের দিন বেলা 3টে 50 মিনিটে রাঁচি পৌঁছবে । এই স্পেশাল ট্রেনটি মুড়ি এবং বোকারো স্টিল সিটিতে থামবে ।

ABOUT THE AUTHOR

...view details