ব্যারাকপুর, 7 এপ্রিল: নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা কবলে দমদমের বিদায়ী সাংসদ সৌগত রায় ৷ দমদম কেন্দ্রের প্রার্থীও তিনি ৷ দ্রুতগতির একটি ম্যাটাডোর হঠাৎই বর্ষীয়ান এই তৃণমূল নেতার গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে ৷ গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান তৃণমূল প্রার্থী । দুর্ঘটনার জেরে হতচকিত হয়ে যায় তিনি । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয় ৷ ইতিমধ্যেই ম্যাটাডোর আটক করছে ৷ পাশাপাশি সংশ্লিষ্ট গাড়ির চালককেও গ্রেফতার করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে নিজের লোকসভা কেন্দ্র দমদমের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নির্বাচনী প্রচার সারছেন তৃণমূল প্রার্থী সৌগত রায়।শনিবারও তার ব্যতিক্রম হয়নি । এদিন রাতে তিনি খড়দা বিধানসভা এলাকায় প্রচারে গিয়েছিলেন । সেখান থেকে প্রচার সেরে তিনি নিজের গাড়িতে করে বিটি রোড ধরে রওনা হয়েছিলেন বাড়ির উদ্দেশ্যে। অভিযোগ, সেই সময় সোদপুরের ট্রাফিক মোড়ের কাছে আচমকাই সাংসদের গাড়ির পিছনে একটি ম্যাটাডোর সজোরে ধাক্কা মারে । গাড়ির সামনের সিটে বসেছিলেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় । ঘাতক গাড়িটিকে আটক করে খড়দা থানায় খবর দেন তাঁরা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দুর্ঘটনার জেরে সাময়িকভাবে যানচলাচল ব্যাহত হলেও পরে ট্রাফিক পুলিশ পরিস্থিতির সামাল দেয়।