কলকাতা, 3 নভেম্বর: কালীপুজো ও দীপাবলিতে আতশবাজির ধোঁয়ায় বিষাক্ত কলকাতার বাতাস ৷ মাত্র দু’দিনে বায়ুদূষণ সূচকের মাত্রা বিপজ্জনক পর্যায়ে চলে গিয়েছে ৷ আর শব্দবাজির দাপটে কানপাতা দায় হয়েছে ৷ এখানেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ৷ পুলিশ প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবিদদের একাংশ ৷ এই পরিস্থিতিতে শহরের দূষণ মাত্রা কমাতে কী করণীয়, তার কয়েকটি উপায় তুলে ধরলেন পরিবেশবিদ সোমেন্দ্র মোহন ঘোষ ৷
তিনি বলেন, "সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে জাতীয় পরিবেশ আদালত সবাই নির্দেশ দিয়েছিল কালীপুজোয় রাত 8-10টা পর্যন্ত বাজি ফাটানো যাবে ৷ কিন্তু, গত দু’দিন ধরে ঘণ্টার পর ঘণ্টা বাজি ফাটল শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ৷ এর জেরে দু’দিন আগে যে বায়ুদূষণের সূচক ছিল 60, সেটাই এখন বেড়ে হয়েছে 400 ৷ উৎসব শেষেও কলকাতার বিভিন্ন এলাকায় বাতাসের মান খুব খারাপ ৷ বালিগঞ্জ, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় দূষণের মাত্রা অত্যাধিক ৷ নির্দিষ্ট সময়ে বাজি ফাটানো হলে দূষণের মান মাঝামাঝি থাকত ৷ এখন যা পরিস্থিতি, তা জনস্বাস্থ্যের পক্ষে খারাপ ৷ এটা প্রশাসনের দেখা উচিত ৷