পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

‘স্বাস্থ্যমন্ত্রীর উপহার বিষ স্যালাইন’, কাঁকুড়গাছিতে সরস্বতী পুজোর থিমে প্রসূতি মৃত্যু-কাণ্ড - SARASWATI PUJA 2025

মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ায় মৃত্যু হয় প্রসূতির ৷ সেটাই এবার থিম সরস্বতী পুজোয় ৷

SARASWATI PUJA 2025
কাঁকুড়গাছিতে সরস্বতী পুজোর থিম স্যালাইন-কাণ্ড (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2025, 4:56 PM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি: দিনকয়েক আগে স্যালাইন-কাণ্ড নিয়ে হইচই পড়ে গিয়েছিল রাজ্যে ৷ এবার সেই ঘটনাই উঠে এল সরস্বতী পুজোর থিমে ৷ কলকাতার কাঁকুড়গাছির শ্রী শ্রী সরস্বতী ও কালীমাতা মন্দির পরিষদের পুজোয় এই থিম করা হয়েছে ৷ তবে উদ্যোক্তাদের বক্তব্য, এটা আসলে কোনও থিম নয়৷ বাস্তব পরিস্থিতিকেই তুলে ধরা হয়েছে ৷

উল্লেখ্য, এখানে প্রায় 45 বছর ধরে সরস্বতী পুজো হচ্ছে ৷ পরে গঠিত হয় শ্রী শ্রী সরস্বতী ও কালীমাতা মন্দির পরিষদ । যা তৈরি হয়েছিল বিজেপি কর্মী অভিজিৎ সরকারের হাত ধরে ৷ যিনি 2021 সালে ভোট পরবর্তী হিংসার বলি হয়েছিলেন ৷ তাঁর দাদা বিশ্বজিৎ সরকার সরকার এখন সরকারের নানা দুর্নীতি ও জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডকে থিম হিসেবে তুলে ধরেন ৷ এবার স্যালাইন-কাণ্ডকে থিম করা হয়েছে ৷

‘স্বাস্থ্যমন্ত্রীর উপহার বিষ স্যালাইন’, কাঁকুড়গাছিতে সরস্বতী পুজোর থিমে প্রসূতি মৃত্যু-কাণ্ড (ইটিভি ভারত)

কীভাবে তৈরি হয়েছে এই থিম ? সেখানে গিয়ে দেখা গেল মন্দিরের সামনেই মণ্ডপ তৈরি করে সেখানে সাদা কাপড় দিয়ে একটি কেবিন রুম তৈরি করা হয়েছে । দেখানো হয়েছে একটি রোগী শুয়ে আছেন, তিনি মৃত । তাঁর হাতে চলছে স্যালাইন । পিছনে বড় বড় করে কালো ফ্লেক্সে লেখা, ‘স্বাস্থ্যমন্ত্রীর উপহার বিষ স্যালাইন’ । সামনের টেবিলে রাখা আছে একাধিক স্যালাইনের বোতল৷ আছে নানা ধরনের ওষুধ ।

কাঁকুড়গাছিতে সরস্বতী পুজোর থিম স্যালাইন-কাণ্ড (নিজস্ব চিত্র)

বিশ্বজিৎ সরকার জানিয়েছেন, থিম বলাটা ভুল হবে৷ রাজ্যে বাস্তবে যা ঘটছে, সেই সত্যিকেই তুলে ধরা হয়েছে এই মণ্ডপের মধ্য দিয়ে । সরকারি স্যালাইনে প্রসূতি মারা যাচ্ছে নজিরবিহীন ঘটনা । এখনও তদন্ত দোষীসাব্যস্ত করা হয়নি কাউকে । স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত । কোন দিকে এগিয়েছে রাজ্য ?

কাঁকুড়গাছিতে সরস্বতী পুজোর থিম স্যালাইন-কাণ্ড (নিজস্ব চিত্র)

প্রসঙ্গত, সম্প্রতি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একজন প্রসূতির মৃত্যু ঘটে ৷ অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন ৷ মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার জন্য এই ঘটনা বলে অভিযোগ ওঠে ৷ এই নিয়ে শুরু হয়েছে সিআইডি তদন্ত ৷ বেশ কয়েকজন চিকিৎসককে সাসপেন্ডও করা হয়েছে ৷

কাঁকুড়গাছিতে সরস্বতী পুজোর থিম স্যালাইন-কাণ্ড (নিজস্ব চিত্র)

কিন্তু বিরোধীদের অভিযোগ, এই ঘটনার দায় আসলে সরকারের ৷ কারণ, ওই স্যালাইন যে সংস্থায় তৈরি হয়েছিল, তা অনেক আগে নিষিদ্ধ হয় ৷ ঘটনার অন্তত মাসখানেক আগে এই নিয়ে বার্তা আসে রাজ্য সরকারের কাছে ৷ তার পরও কীভাবে ওই স্যালাইন ব্যবহার করা হল, সেই প্রশ্ন তোলে বিরোধীরা ৷

কাঁকুড়গাছিতে সরস্বতী পুজোর থিম স্যালাইন-কাণ্ড (নিজস্ব চিত্র)

ঘটনাচক্রে রাজ্যের স্বাস্থ্য দফতরের দায়িত্ব রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷ তাই বিজেপি এই নিয়ে কাঠগড়ায় তোলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ৷ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতার পদত্যাগ করা উচিত বলেও দাবি তোলা হয় ৷ আর সেটাই থিম হিসেবে উঠে এসেছে অভিজিৎ সরকারের স্মৃতিবিজড়িত এই পুজোয় ৷

কাঁকুড়গাছিতে সরস্বতী পুজোর থিম স্যালাইন-কাণ্ড (নিজস্ব চিত্র)

তবে এখানে থিমের বিষয়টি নতুন নয় ৷ অতীতেও এই পুজো থিম তৈরি হয়েছিল শিক্ষা কেলেঙ্কারি নিয়ে । যেখানে জেলের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে তুলে ধরা হয়েছিল । মা সরস্বতী ছিলেন দাঁড়িপাল্লায় । দুর্গাপুজোতেও একই ভাবে তারা এ বছর আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে খুন-ধর্ষণের ঘটনাকে তুলে ধরেছিল ।

ABOUT THE AUTHOR

...view details