বোলপুর, 15 নভেম্বর: ওয়ার্ল্ড হেরিটেজের অন্যতম 'শান্তিনিকেতন গৃহ' এবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ৷ অর্থাৎ, শান্তিনিকেতনের প্রাচীন এই বাড়িটি দেখতে পাবেন আগত পর্যটকেরা ৷ ইতিমধ্যে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ শান্তিনিকেতন গৃহ সংস্কার করে বিশ্বভারতীর হাতে তুলে দিয়েছে ৷ বাড়ির রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দিকটি খতিয়ে দেখে খুব দ্রুত পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ৷ পর্যটকেরা রবীন্দ্রভবন সংগ্রহশালার পাশাপাশি এবার থেকে এই গৃহ দেখতে পারবেন ৷ রবীন্দ্রভবন সংগ্রহশালার টিকিটে যুক্ত করা হয়েছে শান্তিনিকেতন গৃহের নাম ।
বিশ্বভারতীর রবীন্দ্রভবনের অধিকর্তা অমল পাল ইটিভি ভারতকে বলেন, "এতদিন কাজ চলছিল । এএসআই সংস্কার করছিল । তা বিশ্বভারতীর হাতে দিয়েছে । আমরা এই গৃহের সামনে পর্যন্ত যাতে পর্যটকেরা যেতে পারেন সেই ব্যবস্থা করব । দ্রুত সিকিউরিটি অফিসার-সহ অন্যান্যদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেব ।"
ওয়ার্ল্ড হেরিটেজের অন্যতম 'শান্তিনিকেতন গৃহ' পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে (নিজস্ব ভিডিয়ো) 2023 সালের 17 সেপ্টেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে ইউনেস্কো 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা দেয় ৷ বিশ্বের একমাত্র চলমান বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী, যা বিশ্ব ঐতিহ্যের তকমা পেয়েছে । এই বিশ্বভারতীর অন্যতম প্রাচীন 'শান্তিনিকেতন গৃহ' এবার পর্যটকদের জন্য খুলে দিতে চলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । কোভিড পরিস্থিতির সময় থেকে বিশ্বভারতী ক্যাম্পাসে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ হয়ে যায় ৷ এছাড়া, পর্যটক প্রবেশে পাঠভবনের পঠন-পাঠনও বিঘ্নিত হয় ৷ তাই নতুন করে আর পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হয়নি ৷
তবে শান্তিনিকেতনে এলে পর্যটকেরা রবীন্দ্রভবন সংগ্রহশালা ও গুরুদেবের ব্যবহৃত উদয়ন, উদীচী, কোনার্ক, শ্যামলী ও পুনশ্চ এই পাঁচটি বাড়ি দেখতে পান ৷ এবার থেকে ঐতিহ্যবাহী 'শান্তিনিকেতন গৃহ'টিও দেখতে পাবেন আগত পর্যটকেরা । ইতিমধ্যেই রবীন্দ্রভবন সংগ্রহশালার টিকিটে যুক্ত করা হয়েছে শান্তিনিকেতন গৃহের নাম ৷ গৃহটির রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার বিষয়ে একটি বৈঠকের পরেই, কবে থেকে পর্যটকেরা এই গৃহের সামনে পর্যন্ত যেতে পারবেন, তা ঘোষণা করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ । আর এতে খুশি পর্যটকেরা ৷
উল্লেখ্য, 'শান্তিনিকেতন গৃহ' থেকেই এই এলাকার নাম 'শান্তিনিকেতন' হয়েছে ৷ অর্থাৎ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠার আগে থেকেই এই গৃহ ছিল । এমনটা জানা যায় রায়পুরের জমিদার প্রতাপ নারায়ণ সিংহের দলিল থেকে । উপাসনা গৃহ প্রতিষ্ঠার আগে এই শান্তিনিকেতন গৃহতেই ব্রহ্ম উপাসনা হত ।
1895 সাল থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সপরিবারে এই গৃহে বসবাস করতেন । এই বাড়ির ঐতিহ্য অনেক বেশি । গুরুদেব ছাড়াও এই বাড়িতে প্রতাপচন্দ্র মজুমদার, আচার্য শিবনাথ শাস্ত্রীর মতো ব্রাহ্ম পণ্ডিতেরা বাস করেছেন । তাছাড়াও, ঠাকুর পরিবারের দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, দ্বিপেন্দ্রনাথ ঠাকুর প্রমুখও শান্তিনিকেতন গৃহে বাস করেছেন । এমনকি, মহাত্মা গান্ধি, মদনমোহন মালব্য, যদুনাথ সরকার, রাধাকমল মুখোপাধ্যায়ের মতো বরিষ্ঠ দেশনেতারাও এখানে ভিন্ন ভিন্ন সময়ে থেকেছেন । আজও প্রথা অনুযায়ী পৌষ উৎসবের সূচনা সানাই এই গৃহ থেকেই বাজে ।