ব্যান্ডেল, 20 জুলাই: মেলট্রেনে চেকিং করতে গিয়ে অল্পের জন্য প্রাণরক্ষা পেল রেলের নিরাপত্তা (RPF) কর্মী। ওই আরপিএফ কর্মীর নাম মিথিলেশ কুমার। তিনি ব্যান্ডেল স্টেশনে কর্মরত অবস্থায় বৃহস্পতিবার মেল ট্রেনের নীচে পরীক্ষা করছিলেন ৷ তারপরই গড়াতে শুরু করে চাকা ৷ উপস্থিত বুদ্ধিতে সঙ্গে সঙ্গে দু'টি লাইনের মাঝে শুয়ে পড়েন তিনি । আর তাতেই প্রাণে বাঁচে গিয়েছেন মিথিলেশ ৷ সেই ভিডিয়ো ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷
সূত্রের খবর, পরিবারের তরফে হাওড়া ডিভিশনে একটি অভিযোগও জানানো হয়েছে ৷ যদিও এটা কার গাফিলতি, সেটাও খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা ৷ ব্যান্ডেলে আরপিএফ কনস্টেবল পদে নিযুক্ত রয়েছেন মিথিলেশ ৷ গত বৃহস্পতিবার তিনি রেল ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা মেলট্রেনের তলায় চেকিং করছিলেন ৷ সেই সময় কোনও আগাম সূচনা ছাড়াই ট্রেন চালু হয়ে যায় ৷ তখন বেগতিক বুঝে কোনওক্রমে রেলট্র্যাকে শুয়ে পড়েন তিনি ৷ বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়ে যান তিনি ৷