পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেললাইনের মাঝে শুয়ে নিরাপত্তা কর্মী! উপরে তীব্র গতির ট্রেন; দেখুন হাড়হিম করা ভিডিয়ো - RPF Constable in Bandel

Video Viral of RPF Narrow Escape: সেকেন্ডের মধ্যে অন্য কিছু ঘটে যেতেই পারত ৷ উপস্থিত বুদ্ধিতে রেল লাইনে শুয়ে পড়েছিলেন আরপিএফ কর্মী ৷ আর সেই বুদ্ধির জোরেই প্রাণ বাঁচল জওয়ানের ৷ সেই শিহরণ জাগানো দৃশ্য ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ জানা গিয়েছে, কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ ৷

Video Viral of RPF
রেলট্র্যাকের মাঝে শুয়ে আরপিএফ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 20, 2024, 7:57 PM IST

Updated : Jul 20, 2024, 8:37 PM IST

ব্যান্ডেল, 20 জুলাই: মেলট্রেনে চেকিং করতে গিয়ে অল্পের জন্য প্রাণরক্ষা পেল রেলের নিরাপত্তা (RPF) কর্মী। ওই আরপিএফ কর্মীর নাম মিথিলেশ কুমার। তিনি ব্যান্ডেল স্টেশনে কর্মরত অবস্থায় বৃহস্পতিবার মেল ট্রেনের নীচে পরীক্ষা করছিলেন ৷ তারপরই গড়াতে শুরু করে চাকা ৷ উপস্থিত বুদ্ধিতে সঙ্গে সঙ্গে দু'টি লাইনের মাঝে শুয়ে পড়েন তিনি । আর তাতেই প্রাণে বাঁচে গিয়েছেন মিথিলেশ ৷ সেই ভিডিয়ো ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

রেলট্র্যাকের মাঝে শুয়ে প্রাণ বাঁচালেন আরপিএফ জওয়ান (ইটিভি ভারত)

সূত্রের খবর, পরিবারের তরফে হাওড়া ডিভিশনে একটি অভিযোগও জানানো হয়েছে ৷ যদিও এটা কার গাফিলতি, সেটাও খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা ৷ ব্যান্ডেলে আরপিএফ কনস্টেবল পদে নিযুক্ত রয়েছেন মিথিলেশ ৷ গত বৃহস্পতিবার তিনি রেল ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা মেলট্রেনের তলায় চেকিং করছিলেন ৷ সেই সময় কোনও আগাম সূচনা ছাড়াই ট্রেন চালু হয়ে যায় ৷ তখন বেগতিক বুঝে কোনওক্রমে রেলট্র্যাকে শুয়ে পড়েন তিনি ৷ বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়ে যান তিনি ৷

তবে অসাবধানতার কারণে কর্মরত অবস্থায় প্রাণ হারাতে পারতেন মিথিলেশ। অবশ্য এরপরই তাঁকে প্রাথমিক চিকিৎসা করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, তাঁর বাড়ি বর্ধমানে। যদিও এখন তিনি ছুটিতে রয়েছেন। এদিকে, এরপর তাঁরই সহকর্মী বিপজ্জনক এই চেকিংয়ের ভিডিয়ো আরপিএফ গ্রুপে ছড়িয়ে দেন ৷ সেই ভিডিয়ো ভাইরাল হতেই রেল বোর্ড পদক্ষেপ করতে নির্দেশ দেয় বলে জানা গিয়েছে ৷ অবশ্য ব্যান্ডেল আরপিএফ এনিয়ে মুখ খুলতে নারাজ ৷

রেলের হাওড়া ডিভিশনের সিনিয়র ডিএসসি রঘুবীর চোখার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি তা ধরেননি ৷ পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ৷ রেলকর্মী মিথিলেশের পরিবারের তরফের রেলের কাছে অভিযোগ জানানো হয় ৷

Last Updated : Jul 20, 2024, 8:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details